মাল্টিনিক (সিরিয়াস ফানি পোস্ট)
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৪:৩৬ দুপুর
[b]মাল্টি কথাটি ছোট্ট অতি, কিন্তু জেন ভাই,
ইহার মত এত ফায়দা, খুব বেশি আর নাই।
সোসাইটিতে নাম অনেক, যার আছে মাল্টিবিজনেস,
শত অন্যায় করলেও তার, ছুঁতে পারেনা কেউ কেশ।
আরো আছে ডিজিটাল যুগের মার্কেটিং মাল্টি লেভেল,
ভাল ছেলেরা লোভে পরে, হয়ে যায় আঁতেল।
Left Right করে শেষে হয় যে জুতা ক্ষয়,
পয়সার দেখা নাহি মেলে তবু MLM এর জয়।
সর্বস্ব হারিয়ে যবে হুশ তাঁদের হয়,
ততদিনে লেখাপড়া শিকেয় উঠে রয়।
জনগণের পয়সায় চলে মাল্টিপারপাস সমিতি,
মানেনা কোন আইন কানুন, কিংবা নিয়মনীতি।
কোটি টাকা লুটে একদিন উধাও হয় হঠাৎ,
আমজনতার মাথায়, পড়ে তখন হাত।
চাকরি যদি কেউ করে ভাই মাল্টিন্যাশনালে,
চরিত্র তাঁর হোকনা যাহাই, সমাজে সে ভাল ছেলে।
আরো আছে এই দেশেতে পলিটিশিয়ান মাল্টি,
সুযোগ বুঝে অনায়াসে খেয়ে যান পাল্টি।
সব সরকারের মধু তারা খেতে ভাই অভ্যস্ত,
নিরীহ লোক তাঁদের ভয়ে থাকে সদা তটস্থ।
কানে কানে বলি এবার ব্লগিং করার কায়দা,
মাল্টিনিক থাকলেই পাবে অনেক বেশি ফায়দা।
ব্লগে তোমার যত বেশি থাকবে মাল্টিনিক,
ততই হবে নামি ব্লগার, সুপার ডুপার হিট। [/b]
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন