আজব নানার পাত্রী চাই (আড্ডা পোস্ট)।

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩৯:১৯ বিকাল



উনারে কে কে চিনেন হাত তোলেন। হুম, ঠিক ধরেছেন। উনি আমাদের সবার প্রিয় আজব নানা। নানারে এই বুড়ো বয়সেও ভিমরতি ধর্ছে, বিয়ে করপে। তাই আমাগো চেয়ারম্যান সাব দায়িত্বটা আমারে দিছে। আমি আপনাদের শরণাপন্ন হলাম। উনার জন্য একটা সৈরাম পাত্রী দরকার।



আজব নানা করবে বিয়ে, হচ্ছে পাত্রীর খোঁজ,

নানী পাবো, আরো খাবো ফ্রিতে দারুণ ভোজ।

কোপ্তা কালিয়া রসমালাই আস্ত চিকেনরোস্ট,

সাথে ফ্রি বোরহানি, আহ! কি যে টেস্ট।
Hot Hot Hot

Bee Bee Bee Bee Bee Bee

তোমরা সবাই পাত্রী খুঁজো সাথে দেখে শালী,

আজব নানার নাতি আমরা গোটা চার হালি।


বিষয়: বিবিধ

৩৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File