একজন নেলসন ম্যান্ডেলা চাই

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১০ জুন, ২০১৩, ১২:৩৫:১০ দুপুর

নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার কথা বলছি। শান্তিকামী এই মানুষটির বিখ্যাত উক্তি-“If you want to make peace with your enemy, you have to work with your enemy. Then he becomes your partner.”আজীবন শান্তির জন্য কাজ করে গেছেন।



শুধু নোবেল নয়, তিনি জয় করেছেন সারা বিশ্বের কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের হৃদয় স্রেফ ভালোবাসার জোরে। বর্ণবাদ একসময় দক্ষিণ আফ্রিকার জন্য ছিল এক মারাত্বক সমস্যা। বিশেষ করে শ্বেতাঙ্গরা ভয়াবহ নিপীড়ন চালাতো কালোদের উপর। এ নিয়ে অসংখ্য দাঙ্গায় নিহত ও পঙ্গু হয় অগণিত মানুষ। ম্যান্ডেলা প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সবাই ধরে নিয়েছিল-এবার সাদাদের কচুকাটা করা হবে। সারাবিশ্বকে অবাক করে ম্যান্ডেলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ডাক দিলেন বৃহত্তর ঐক্যের,সাদাকালো ভেদাভেদ ভুলে দেশগড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে বললেন। তাঁর এই মহতী ও বিচক্ষণ সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা রক্ষা পেল ভয়াবহ দাঙ্গা হতে। ম্যান্ডেলা অর্জন করলেন নোবেল পুরস্কার। তবে এটি বড় বিষয় নয়। কয়জন নোবেল বিজয়ীকেই বা বিশ্ব মনে রেখেছে? ম্যান্ডেলা এদিক হতে ব্যতিক্রম। সারাবিশ্বের শান্তিকামী শত শত কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার স্থায়ী আসন পেয়েছেন এই মহৎ হৃদয়ের মানুষ।

আজ আমাদের দেশে একজন ম্যান্ডেলার বড়ই প্রয়োজন। ভিন্নমতকে আজ একেবারেই সহ্য করা হচ্ছেনা। ধরে ধরে জবাই করার শ্লোগান দেয়া হচ্ছে। একপক্ষ অতীত তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেও যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তাঁরা বিভাজনের দিকেই দেশকে উস্কে দিচ্ছেন।

একজন ম্যান্ডেলাই পারেন এই দেশকে এই সীমাহীন বিভাজনের হাত হতে রক্ষা করে ঐক্যবদ্ধ করতে। তাহলেই সম্ভাব্য ধ্বংস হতে রক্ষা পাবে দেশ। সহনশীলতার মাধ্যমে সবাই মিলেমিশে এগিয়ে নিব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে- এই হোক আমাদের ব্রত।

বিষয়: রাজনীতি

১৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File