অফিস ব্লগার

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৯:৫৪ সকাল

টেবিল বোঝাই কাজের পাহাড়, ইচ্ছে করে চুল ছিঁড়ি, At Wits' End At Wits' End

রিফ্রেশ হতে একটুখানি এই ব্লগটাতে ঢুঁ মারি।

এবার আমার কাজগুলো আর মোটেই কঠিন লাগছেনা,

টেবিলভর্তি কাজের ধকল, সামলাতে ভয় পাচ্ছিনা। Happy




কাঠখোট্টা সব কাজের চাপে, শরীরে পড়ে ক্লান্তির রেশ,

উপায় খুঁজি এবার তবে, করতে হবে মনকে ফ্রেশ।

কি করে ভেবে মরি, করতে থাকি থিংকিং, Day Dreaming Thinking

টুডেব্লগের কথা মনে হতেই, জাগে মনে থ্রিলিং।

ব্লগটাতে জাদু আছে, যেন এক হেলদি টনিক,

কঠিন সকল কাজ ও আমি, করে ফেলি ঠিক ঠিক।



বাসায় ব্লগিং যায়না করা, বউয়ের নিষেধাজ্ঞা,

তাইতো আমি অফিস ব্লগার, আমার ব্লগের সংজ্ঞা।

কিছুই যখন লাগবেনা ভালো, ঢুঁ মারুন এই ব্লগে,

বউ সাথে নাইবা রইল, ব্লগাররা আছেন সংগে।

কী বোর্ডে ঝড় তুলে এবার, লিখে ফেলুন কবিতা,

বসমশাই দিবেনাকো ঝাড়ি, যদি বানিয়ে নেন ব্লগমিতা।
Happy

ফাঁকিবাজি নয়কো এটা, কাজের ফাঁকে ব্লগিং,

শেয়ার করি ভাল-মন্দ, আছে যত থিংকিং।

কাজের ফাঁকে মাঝে মাঝে, হয়ে নিই রিফ্রেশ,

কাজটাও তাতে সুন্দর হয়, বলে সবাই বেশ বেশ। Big Hug

আমরা যারা অফিস ব্লগার, ব্লগিং করি আনন্দে,

তাঁদের কথাই বলে গেলাম, ছড়া-কবিতা আর ছন্দে।
Rose Rose

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File