হবে নতুন সূর্যোদয়
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ৩০ এপ্রিল, ২০১৩, ১২:৫২:৪৮ দুপুর
আমি চিৎকার করে কাঁদিতে চাহি, করিতে পারিনা চিৎকার।
বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজ, বাড়ছে হাহাকার।
হন্যে হয়ে খুঁজে ফিরি আজ, কোথায় ন্যায়বিচার?
সেই পথ আজ রুদ্ধ করেছে, ফ্যাসিস্ট স্বৈরাচার।
বলার অধিকার নেই আমার আজ, নেই বাকস্বাধীনতা,
স্বাধীন দেশে গণতন্ত্রের বেশে এ কি নীচ হীনতা?
লাঞ্চিত নিত্য মানবতা আজ, কোথায় সুশীল সমাজ?
অন্ধ বধির সেজেছে তারা, নেই কো কোন লাজ।
স্বৈরাচারের সহযোগী আজ, হলুদ সাংবাদিক,
সাংবাদিক নামের সাংঘাতিক ত্রাস, ধিক! তোমাদের ধিক!
গণহত্যায় উস্কানি দিয়ে বৃক্ষের জন্য মায়াকান্না,
মানুষ তোমরা? পশু বলতেও হচ্ছে ঘৃণা।
স্বৈরাচারের পতন দিয়ে বাকস্বাধীনতা মুক্তি পাক,
হলুদ সাংবাদিকতার বিনাশ হয়ে তথ্যসন্ত্রাস নিপাত যাক।
নিত্য মোরা গুণছি প্রহর, আসবে সুসময়।
সকল কালো দূর হয়ে, আসবে নতুন সূর্যোদয়। >- >-
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন