ফেসবুক পেজ বাঁশের কেল্লার দেয়া তথ্যানুযায়ী রানাকে গ্রেফতার করতে বাধ্য হল সরকার।

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৮ এপ্রিল, ২০১৩, ০৪:৩৪:৩৫ বিকাল

ইতিহাস সৃষ্টি করেছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লার দেয়া তথ্যমতে সাভার ট্র্যাজেডির এক নায়ক (মূল নায়ক অবশ্যই তৌহিদ জং মুরাদ এমপি)যুবলীগ নেতা ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সোহেল রানার প্রকৃত অবস্থান প্রকাশ করে দেয়ায় সরকার সোহেল রানাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। ধন্যবাদ বাঁশের কেল্লা। মূল নায়ক তৌহিদ জং মুরাদ এমপিকে গ্রেফতার করলে সরকারকেও ধন্যবাদ জানাবো। শুধু চুনোপুঁটি নয়, রাগঘবোয়াল তৌহিদ জং মুরাদ এমপিকেও অবিলম্বে গ্রেফতার করা হোক।

http://www.facebook.com/photo.php?fbid=456374357783867&set=pb.428835640537739.-2207520000.1367141382.&type=3&src=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F935687_456374357783867_1331803056_n.jpg&size=422%2C451

http://www.facebook.com/photo.php?fbid=456374357783867&set=pb.428835640537739.-2207520000.1367141382.&type=3&src=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F935687_456374357783867_1331803056_n.jpg&size=422%2C451

বিষয়: বিবিধ

১৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File