আজব কিছু শখ এবং পথ বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৪৩:২৩ রাত



ঘটনা-১

আমাদের বাসায় টিভি ছিলো না, শৈশবের সেই দুরন্ত বাঁধনহীন সময়টায় সবার চোখ ফাঁকি দিয়ে পাশের বাসায় গিয়ে লুকিয়ে টিভি দেখার জটিল অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিলো জীবনের ঝুলিতে। বিশেষ আকর্ষন ছিলো শুক্র বারের বাংলা সিনেমা এবং আলিফ লায়লার প্রতি।

যাই হোক কথা হলো গিয়ে সেই বাংলা সিনেমায় প্রায় দেখতাম নায়িকা এক্সিডেন্ট করেছে, তড়িঘড়ি করে বিকট সাইরেন বাজিয়ে এম্বুলেস এসেছে, হসপিটালে নেয়ার পর ব্লাড ব্যাংকে ব্লাড নেই, ইমার্জেন্সি ব্লাড লাগেব! কোথাও ব্লাড পাওয়া যাচ্ছে না, গ্রুপ মিলছে না! কারণ নায়িকার ব্লাড গ্রুপ O Negetive !

এই দৃশ্য দেখার পর আমার শৈশব হৃদয়ে বদ্ধমূল হয়ে গেলো O Negetive ব্লাড গ্রুপ খুবই রেয়ার, খুবই মূল্যবান ,এই রোগীদের দাম অনেক বেশি, অনেক বেশি কেয়ার নেয়া হয়! I Don't Want To See তখনই আমার ভিতরে কাজ করা শুরু করলো এক আজব শখের, ইশ ! আমার ব্লাড গ্রুপটা যদি O Negetive হতো! Time Out

আমার প্রথম কণ্যার আগমনী ধ্বনি যখন টের পেলাম প্রথম কাজটি ছিলো ব্লাড টেস্ট করা। যদিও তখন আমার মন থেকে মুছেই গিয়েছিলো সেই ছোটো বেলার অদ্ভুত শখের কথা। প্যাথোলজি রিপোর্ট হাতে নিয়ে যখন পড়লাম , বিষ্ফোরিত নেত্রে তাকিয়ে থাকলাম ব্লাড গ্রুপ O Negetive অংশটুকুর দিকে! Crying

ঘটনা ২

স্পেনের টিকিট কাটা কনফার্ম হলে পতিজ্বী যখন টিকিট এনে সামনে দিলেন আনন্দাশ্রু বইছিলো দু- নয়নজুড়ে! সবমিলিয়ে সর্বমোট ছয়দিন থাকছি আমরা এই প্রিপারেশন নিয়ে ব্যাগ -ব্যাগেজ গোছানোর কাজ শেষ করে রওয়ানা হয়েছিলাম বান্ধবীর নীড়ের পানে... phbbbbt

আফরোজা এবং হাসান ভাইয়ের অমায়িক আচরণ, আন্তরিক আতিথেয়েতার বর্ণনা কোনোভাবেই লিখে শেষ করা যাবেনা। হাসান দম্পতি সারাক্ষণ সুবিশেষ নজর রেখেছেন কখন কি লাগবে, আমাদের প্রয়োজন, বাচ্চাদের কি পছন্দ, স্পেশালি প্রতিটা দিনের সকাল থেকে রাতের মেন্যুটা পর্যন্ত নির্ধারণ করেছেন আমাদের পছন্দের খাবার অনুযায়ী! Down on Luck

ভর্তা,চিংড়ী, ইলিশ, স্পেনিশ মাছ গাইয়ো, ঢেরশ ভাজি, কলিজা, খাসির মাথা বুটের ডাল, বিরিয়ানী, পোলাও ,রোস্ট, গরুর ভুনা এগুলো সব ছিলো আমাদের পছন্দের খাবার ! নিবিড় যত্ন এবংপাকা রাঁধুনি আফরোজার রান্না খেয়ে আমার পতিজ্বি ক্রমেই টেনশনে পড়ে যাচ্ছিলেন ডায়াবেটিস নিয়ে!



স্পেনিশ মাছ গাইয়ো



ভর্তা



শিম-আলু শুক্তো



সালাদ



জাম্বুরা ভর্তা



লইট্টা ভুনা



ভাপা পিঠা



দুধপুলি



মুগ পাকন পিঠা



কালোজাম

আমাদের পুত্র-কণ্যা সময় কাটিয়েছে ভীশন আনন্দে, পছন্দের খাবার, পছন্দের জায়গায় একসাথে হৈ চৈ করতে করতে ঘুরতে যাওয়া ,পছন্দের গিফট পাওয়া সবকিছু মিলিয়ে অনন্য কিছু মুহূর্ত পার করছিলাম আমরা সবাই মিলে!



দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো বিদায়ের ঘন্টাধ্বনি বাজিয়ে। সবাই বিষণ্ণ মনে জামা -কাপড় গুছিয়ে আবারো রেডি হলাম ফিরার পথে... Broken Heart

বিদায় আসলেই বেদনাদায়ক! আমাদের সবারই খারাপ লাগছিলো আপন কিছু মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতে! চোখের নোনা জল আর বোবা -রুদ্ধ কন্ঠে সালাম আর দোআ চেয়ে আমরা চলে এসেছিলাম মাদ্রিদ বারাখাস এয়ারপোর্টে!

এয়ারপোর্টে ঢুকে স্ক্রীন তন্ন তন্ন করে খুঁজেও রাইয়ান এয়ারের সন্ধান পেলাম না। একটা স্ক্রীনে নেই তো কি হয়েছে সবাই ছুট লাগালাম সামনের দিকে আরেক স্ক্রীনের সন্ধানে! অবাক কান্ড এটাতেও নেই! প্রথম সন্দেহ হলো দিন তারিখ ভুল হয়নি তো আবার? নাহ, ঠিক আছে । তাহলে?

ফ্লাইটের সময় বাকি আছে দুই ঘন্টা , এর মধ্যেই তো শিডিউল , গেট নাম্বার চলে আসার কথা! এবার চিন্তা হতে লাগলো , আমরা কি ভুল টার্মিনালে এলাম? নাহ টার্মিনাল ও তো ঠিক আছে!

সামনে এগোতে লাগলাম, অনেক দূর হাটার পর রাইয়ান এয়ার এর কাউন্টার দেখতে পেলাম, হাঁফ ছাড়বো তার আগেই চোখ আটকে গেলো লোকজনের সিরিয়ালের লম্বার দৈর্ঘ দেখে! এক মাইল তো হবেই!

সাথে দাঁড়ানো ডিউটি অফিসারকে দেখে জিজ্ঞেস করতেই উনি জানালেন, সিকিউরিটি সিস্টেম নিয়ে রাইয়ান এয়ার স্টাফরা স্ট্রাইক ডেকেছে, সেদিনের মোট ১৭টি ফ্লাইট ক্যানসেল করেছে রাইয়ান এয়ার যারমধ্যে আমাদের বলোনীয়ারটাও ছিলো! At Wits' End

মাথায় আকাশ ভেংগে পড়লো, পরিস্থিতির অকস্মাৎ পরিবর্তনে ! কি করনীয়? ইতোপূর্বে কখনোই আমাদের ফ্লাইট ক্যানসেল এর মতো কোনো ঘটনা ঘটে নি! দূর্ভাবনার কালো ছায়ায় ঢেকে গিয়েছিলো মন! I Don't Want To See

এক মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা ও কিছুটা দীর্ঘায়িত করলাম লাইনের দূরত্ব! কিছু্ক্ষণ পরেই আমাদের কাছে অফিসার এলেন, ডকুমেন্ট দেখলেন , সবকিছু শুনে সান্তনার বানী শুনিয়ে বললেন অপেক্ষা করতে , ডেস্কে যে অফিসার রা আছেন উনারাই পারবেন আমাদের করনীয় কি তা জানাতে! তারমানে বুঝলাম এই অফিসারের কাজ হলো শুধু ঘুরে ঘুরে সান্তনা দেয়া! Chatterbox

সামনে পিছনে সবার দূর্ভাবনায় অংকিত চেহারা দেখে বুঝতে পারলাম দূর্ভোগের স্বীকার শুধু আমরা নই! এর মাঝে মাঝ বয়সী এক মহিলা এলেন মরোক্কান। উনাকে কেউ হয়তো টিকিট কেটে দিয়েছে, সাথে কেউ নাই, উনি না জানেন স্পেনিশ না জানেন ইংলিশ! বারবার আমার কাছ এআসছিলো আমি যেনো অফিসারের সাথে কথা বলি! আমি জানি না আরাবিক ! উনার অনেক ঝামেলা হয়েছিলো! Sad

সামনেই ছিলো আমাদের শহরবাসী এক তরুণ কপোত-কপোতী। ওদের সাথে কথা বলে বুঝলাম এই লাইনে অনেকেই আছেন যারা সকাল সাত টায় এসে দাঁড়িয়েছেন! এতোক্ষণে পা ব্যথা, বিরক্তি, অসহায়ত্ব সব কিছু ঘিরে আসতো লাগলো অক্টোপাশের মতো!

লাইন তো সামনে আগাচ্ছিলো না! পিঁপড়ার মতো পিল করে একটু আগালেই মনের মধ্যে হালকা একটু স্বস্তির বাতাস বইতো ! Unlucky

টানা ৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে যা জানলাম তা হলো, তাঁরা খুবই দুঃখিত এই করুণ অবস্থার জন্য। আমাদের দুইটা অপশন আছে-

১। টাকা ফেরত নিবো

২। নেক্সট যে ফ্লাইট বলোনীয়া আসবে সেই ফ্লাইটে আসবো

দ্বিতীয় অপশনটা যুক্তিযুক্ত এটা পছন্দ করলাম , এখন দেখা গেলো নেক্সট যে ফ্লাইটে সিট খালি আছে সেটার জন্য আরো চারদিন অপেক্ষা করতে হবে! ছয়দিন বেড়ানো আমাদের জন্য যথেস্ট পর্যাপ্ত ছিলো, আলরেডি আমরা বাসায় ফিরে আসাটা খুব মিস করছিলাম, বেশ কিছু কাজের এপোয়েন্টমেন্ট রেডি ছিলো যা এসেই করতে হতো!

পতিজ্বি বুদ্ধি করে বললেন আশে পাশের এয়ারপোর্টে যাওয়া সম্ভব কি না? জবাব পজিটিভ জেনে আমরা পাশের শহরের ফ্লাইটে দুদিন পরে রওয়ানা হবো এই টিকিট বুকিং দিলাম! %%



টানা ৫ ঘন্টায় আমাদের সবার অবস্থা বিধ্বস্থ! বাচ্চারা ব্যাপক মজা পাচ্ছিলো আবারো হাসান দম্পতির কাছ এফিরে যেতে পারবে এই আনন্দে! শুধু আমরা দুজন ঝড়ে ভেংগে পড়া মন নিয়ে আবারো সোজা হয়ে গন্তব্যে হাঁটা দিলাম... Worried

এবার পাঠক আরেকটা দৃশ্য আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই-

মাত্র ছয় মাস আগে গত বছর সামারে পেপারে একটা সংবাদের দিকে চোখ আটকে গিয়েছিলো। কি এক কারণে এয়ারপোর্টে এক সাথে শ'খানেক ফ্লাইট ক্যানসেল করেছিলো কতৃপক্ষ! হাজার হাজার মানুষের দূর্ভোগ এবং যাত্রাপথের কষ্টের বিবরণ , যাত্রীদের আহাজারী নিয়ে ছিলো আর্টিকেলটি ! পড়ার পরে অনুভূতি জাগলো হলোই না হয় ফ্লাইট ক্যানসেল বা ডিলে এটা তো অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার ! আরো বেশি কিছু দিন বেড়ানো যাবে অথবা এয়ারপোর্টেও সময় কাটানোর ব্যবস্থা থাকে, কতোভাবেই তো সময় কাটানো যায় - এই অভিব্যাক্তি নিয়ে কিছুটা অনীহা , কিছুটা ব্যাপার না মনোভাব, কপালে ভাঁজ ফেলে পেপারের অপর পৃষ্ঠায় চক্ষু মনোনিবেশ করেছিলাম!

সেদিনের সেই অনীহা , ব্যাপার না মনোভাবের প্রতিদান হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যদিও কাউকে শেয়ার করতে পারছিলাম না! তোওবা আর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মনে মনে কঠিন শপথ করলাম আর কোনোদিন যেনো এই সব আজব ব্যাপরে আমার বিন্দুমাত্র আকাংখা বা অনীহা ভাবপ্রকাশের লেশ মাত্র না আসে!

"যমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। যাতে তোমরা আফসোস না কর তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না।" (হাদীদ : ২২-২৩)

ভগ্ন হৃদয়ে , ক্লান্ত শরীরে আফরোজা দের বাসায় এলেও এই অসাধারণ মানুষগুলোর খুশী এবং কিছু দিন একসাথে থাকতে পারার আনন্দে মনের মাঝে সুখের পাখিরা কুহু সুরে ডাক দিয়ে যাচ্ছিলো...

বিষয়: বিবিধ

২৮০২ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360529
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:১৬
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম আপু ।কখনো ফ্লাইট ক্যানসেল হয়নি কখনো তবে মিস করেছি অনেক বার ।
াল্লাহ যা করেন ভাল জন্যই করেন আপু । আপনার ও বধোদয় হল, আবার বান্ধুবীর সাথে আরো কিছু সময় কাটাতে পারলেন তাই না আপু ।

ধন্যবাদ আপু ।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০২
298843
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম আপুনি!
আপু নিজের কারণে ফ্লাইট মিস হলে নিজেকে দোষারোপ করেও কিছুটা শান্তি পাওয়া যায় আর যদি কতৃপক্ষের কারণে হয় তখন সবর করা ,নিজেদের নতুন পরিস্থিতিতে মানিয়ে নেয়া , কি করণীয় সিদ্ধান্ত নেয়া আসলেই জটিল হয়ে পড়ে ।

হ্যা, আপু থেকে আমরা সবাই যে প্ল্যান গুলো আগে করতে পারি নি সেগুলো ফুলফিল করেছিলাম।

শুকরিয়া আপু। শুভকামনা রইলো।Love Struck Praying
360530
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:৩৯
সন্ধাতারা লিখেছেন : Chalam apumoni. My heart melt down to read 0 ve blood. Anyhow sometimes something happens bad for good reasons. Otherwise you could not enjoy more adorable accompanies and delicious foods. Jajakallahu khair for letting us know everything.
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
298844
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম আপুজ্বি।

চমৎকার মন্তব্য এবং সাড়া দিয়ে পাশে থাকার জন্য আপুকে শুকরিয়া! শুভকামনা রইলো আপু!Love Struck Praying
360531
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৩৮
শেখের পোলা লিখেছেন : আপনার বিড়ম্বনার কথা পড়লাম, অনুভুতিও জানলাম৷ মনেের সামান্য গর্ব বা অহংবোধ ও আল্লাহ সময় মত ফিরিয়ে দেন৷ দীর্ঘ জীবনে এমন অনেক নজীর আমি পেয়েছি৷ ধন্যবাদ৷
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
298845
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ভাইয়া!

আজব অনুভূতির গজব পরিণতি কি হতে পারে সেটা আমিও অনুধাবন করেছি, করছি! আল্লাহ আমাদের অন্তরগুলোকে সোজা, সহজ পথে ধাবিত করুন, আমীন! Praying
360535
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:০৩
পললব লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
298846
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ভাই।

শরীক থাকার জন্য আন্তরিক শুকরিয়া জানবেন! শুভকামনা রইলোPraying
360540
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫৭
মিশু লিখেছেন : জাযাকাল্লাহী খাইরান আপু তোমাকে। সবরের গুনাবলী আমাদের পরিবারগুলোতে বেশী অনুশীলন দরকার,যে ঘটনা উল্লেখ করলে এই অবস্থায় মা বাবা কতখানি ঠান্ডা মাথায় সামাল দিয়েছে সেটা দেখেই সন্তান সবরকে বুঝতে পারে,এরই সাথে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল আরো বেড়ে যায়,আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর চিন্তা আসে,নিজের ত্রুটি নিয়েও ভয় আসে,সব মিলেই মুমিনের জন্য কল্যানের বার্তা। ভালো লাগলো
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
298847
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু।

অনেক দিন পর! সোজা রাস্তায় চলত এ থেকে হঠাৎ যখন রাস্তায় মোড় পরিবর্তন হয় বা উঁচু নিচু জায়গা পাড়ি দিতে হয় তখন কিছুটা জটিলতা এসেই পরে , আর এটাই মুমিনের টেস্ট। তখন তাওয়াক্কুল এবং সবরের পরাকাষ্ঠা থেকে যেনো বিচ্যুত না হই এটাই দোআ এবং কামনা!

শুকরিয়া আপু!Praying Love Struck
360549
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবসময় নেগেটিভ চিন্তা করেন তাই আপনার ব্লাডগ্রুপ নেগেটিভ!!
এভাবে কাউকে লোভ দেখাইয়া তার পেট থারাপ করা অনেক বড় অপরাধ! সেই শাস্তি আগেই পাইলেন ফ্লাইট বাতিল হয়ে। একবার আমারও এই সমস্যা হয়েছিল প্রায় ১৮ ঘন্টা। তবে সিঙ্গাপুর এয়ারপোর্ট হওয়ায় বিশেষ সমস্যা হয়নাই। ঘুমাই আর মুভি দেখে আর বিশাল মার্কেটে বেড়াতে বেড়াতেই কেটে গেছে টাইম। তবে এরপর শপথ নিছি কোন দিন আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এ চড়ব না!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১১
298848
সাদিয়া মুকিম লিখেছেন :

আসসালামুআলাইকুম ভাই।

খাবারের ছবি দিয়েছি আমার কোনো দোষ নেই সব দায়িত্ব নিয়েছেন আবু জান্নাত ভাই!

রাইয়ান এয়ার আমাদের প্রথমবার ভোগালো , এর পর থেকে আমরা ই মেইল চেক করেই এয়ারপোর্টে যাবো ইনশা আল্লাহ!

শুকরিয়াPraying
360556
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

ঘটনা দেখে মনে হলো ২+২ =৪ Rolling on the Floor Rolling on the Floor

এইভাবে খারারের ছবি দেয়া অন্যায় অন্যায়
এবং দন্ডনীয় অপরাদ Crying Crying
কিন্তু সেটা কোন ধারা অনুযায়ী
নিজ দ্বায়িত্বে জেনে নিবেন Cook Cool Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১২
298849
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ভাই।

শোনেন ভাই, খাবারের ছবি আর ভার্চুয়াল লালা ঝরবে না এই অভয় দিয়েছেন আমাদের ভাই আবু জান্নাত । উনাকে ধরুন প্লিজ!

Rolling on the Floor Rolling on the Floor

শুকরিয়া ভাই।
360579
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "যমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। যাতে তোমরা আফসোস না কর তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহঙ্কারীকে পছন্দ করেন না।" (হাদীদ : ২২-২৩)
ধন্যবাদ প্রিয় বোন সুন্দর লিখাটির জন্য। ছোটকালে আমিও আলিফ লায়লার ভক্ত ছিলাম, বাড়িতে টিবি না থাকার কারনে পাশের বাড়িতে গিয়ে লুকিয়ে দেখতে হতো, কারন আব্বু বাড়িওয়ালাকে বলেদিয়েছিলেন আমাকে যেন টিবি দেখতে দেওয়া না হয়। তবে দেখার পর যখন বাড়িতে আসার পথে তেতুল গাছের নিছ দিয়ে আসতাম, তখন ভয়ে যেন আমি এক নিথর দেহ হয়ে যেতাম, মনে হত এই বুঝি তেতুল গাছ থেকে সোপান ইজমা বের হয়ে আমাকে খাওয়ার জন্য দাত কেলিয়ে হাসবে !!!
০১ মার্চ ২০১৬ রাত ০৪:১৩
299075
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম
আপনার শৈশবের স্মৃতিচারণ পড়ে ভালো লাগলো! সময়ের পরিবর্তনে আসলেই অভ্যাস,রুচি, পছন্দের অনেক পরিবর্তন হয় তাই না?

জাযাাল্লাহু খাইর ভাইয়া।
360580
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপি, টিভি দেখার ব্যপারে আমারও অভিজ্ঞতা প্রায় একই। সাপ্তাহিক ছুটিকে বাড়িতে যেতাম, শুক্রবার বিকেলে প্রায় অর্ধকিলোমিটার হেটে গিয়ে মাঝে মাঝে কান্নার কান্ড দেখে অনেক কাঁদতাম। কিন্তু বাড়িতে ফিরে এসে আম্মুর উপহার পেয়ে আবারো কাঁদতাম।

আলিফ লায়লা দেখার কারণে বড়মামার শাষনে পতিত হলাম, কান পাকড়ে উঠবস আরকি!

আমার ব্লাড গ্রফ কি এখনো জানা হয় নাই।

এত খাবারের ম্যানু! হরে ব্যাস... Surprised Surprised Surprised Surprised
পাকা রাধুনী তো পাকা ব্লগারানীও ছিলেন, কিন্তু এখন ফাঁকা ব্লগারানী হয়ে রয়েছেন। না জানি পাকের কর্মটি ভুলে যায় কিনা! অবশ্যই মাঝে মাঝে কিছু পাকের টিপ্স নিয়ে হাজির হলে হয়তো ভুলবেন না।

আরবি জানলেও মরোক্কানদের বুঝানো অনেকটা কঠিন, তাদের ভাষা আরবী হলেও অনেকটা ফ্রান্সের টান আছে। বাঙ্গালী যেমন বাংলিশে অভ্যস্ত, তারাও আরবী+ফ্রান্সে অভ্যস্ত।

বাংলাদেশ বিমানের ৬টার ফ্লাইট ৮.৩০টায় হওয়াতেও অনেক বিরক্ত অনুভব করেছি, আর আপনি তো মাশা আল্লাহ ৫ঘন্টা+২দিন। অবশ্য ফ্যামেলি সাথে থাকলে নো টেনশান।

আপনার তোলা অনেক ছবিতে ডান কোনে কেনডি লিখা মনোগ্রাম থাকে, কারনটা কি?

আকাশ ভেঙ্গে পড়লো তবুও বেছে আছেন, মনে হয় রানা প্লাজার রেশমী থেকেও আপনার আত্মা অনেক শক্ত, তাইতো ব্লগে আবার দেখতে পাচ্ছি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

নিচের ছবির ব্যক্তিটি কে? আপনার কাছের কেউ নয় তো!

সুন্দর পোষ্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ / শুকরিয়া।


০১ মার্চ ২০১৬ রাত ০৪:১৮
299077
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।

ব্লাড গ্রুপ জানা থাকা টা অনেক ভালো, দেশে গেলে চেক আপের সুযোগ করে নিবেন !
নির্ধারিত নিয়মের ব্যতিক্রম ঘটলে আসলেই অনেক অসুবিধার সন্মুখীন হতে হয়, তবু তো আমাদের থাকা - খাওয়া -বেড়ানোর নিরাপদ ব্যবস্থ আছিলো আলহামদুলিল্লাহ!

দুর্ভাবনার আকাশ- এতে মাথা ভাংগে না তবে ভার হয়,বোঝার মতোন লাগে!

বিপন্ন যাত্রীদের কেউ!

অনেক অনেক শুকরিয়া সুবিস্তারিত মন্তব্যের এবং সুপঠনের জন্য!Praying
১০
360587
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমাদের সময়ের মানুষ দেখছি আপনি...! দারুন লিখেছেন... Thumbs Up পিলাচ পিলাচ পিলাচ
০১ মার্চ ২০১৬ রাত ০৪:১৮
299078
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।মিলে যায় অনেক সময় অনেক কিছু!

শুকরিয়া ভাইয়াPraying
১১
360588
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
তবুওআশাবা্দী লিখেছেন : প্রথমে একটু খারাপই মানে দুঃখ দুঃখ লাগছিল বাচ্চাদের নিয়ে এই ঝামেলা| তারপরতো দেখি খুবই হ্যাপী এন্ডিং|আপনাদের এই রাম ঝামেলার ঘটনার পরও আপনার এই লেখা পরে আমার যদি মজা লেগে থাকে তাতে কিন্তু আমার কোনো দোষ নেই|মানে আরেকটা সুন্দর লেখা হয়েছে|
০১ মার্চ ২০১৬ রাত ০৪:২১
299080
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
আমাদের কষ্ট হলেও বাচ্চরা এনজয় করছিলো, পরিষ্কার বুঝতে পেরেছিলো কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য করলেও আরো কিছুদিন স্কুল মিস প্লাস বেড়ানোর সুযোগ পাচ্ছে তারা ! আমার কণ্যা এতোই খুশি ছিলো বাসায় ফিরেই বলছিলো- আল্লাহ আমাকে এই গিফট দিয়েছেন! Don't Tell Anyone

চমৎকার মন্তব্যের জন্য শুকরিয়া!Praying
১২
360589
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আপি কেমন আছ? তোমাদের বিদেশী গল্প,ভ্রমণ কাহিনী গুলো শুনলে কেমন জানি নিজেকে অপ্রস্তুত মনে হয়, অজপাড়াগায়ের মানুষ তো। Happy জানলাম অনেক কিছু আল্লাহ তোমাদের ফ্যামিলিকে ভাল রাখুন।
০১ মার্চ ২০১৬ রাত ০৪:২৩
299081
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন।

আমরাও অজোপাড়াগাঁয়ের মানুষ ভাই, অপ্রস্তুত হয়ে হয়েই পথ চলছি!

শুকরিয়া ভাই। আল্লাহ তোমাকে সুস্থতা এবং নিরাপত্তা দিন, আমিন।
১৩
360627
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৩১
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম।টক-ঝাল-মিষ্টি সুন্দর লেখনীর জন্য অনেক ধন্যবাদ Good Luck Good Luck
০১ মার্চ ২০১৬ রাত ০৪:২৪
299082
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, একটু দেরী হয়ে গেলো জবাব দিতে! আন্তরিক ভাবে দুঃখিত! শুকরিয়া শরীক থাকার জন্য!Praying
১৪
361359
০৫ মার্চ ২০১৬ সকাল ০৭:২৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ রাত ০১:২৩
299702
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম। শুকরিয়া।Praying
১৫
361364
০৫ মার্চ ২০১৬ সকাল ০৯:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ও নেগেটিভ থেকে খাবার সাথে ভ্রমণের দির্ঘ্য লেখা! পড়ে দারুণ লাগলো। অনেক অভিঙ্গতা পকেটে পুরালাম।

অসংখ্য ধন্যবাদ সুন্দর লেখাটি উপহার দেবার জন্য।
০৭ মার্চ ২০১৬ রাত ০১:২৪
299703
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ!

সাথে থাকার জন্য আন্তরিক শুকরিয়া! শুভকামনা জানবেন। Praying
১৬
361366
০৫ মার্চ ২০১৬ সকাল ১০:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্টিকি পোস্টে অভিনন্দন
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩০
299704
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

সত্যি কথা বলতে ভাই আজ তিন দিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি, টেকনোলজী থেকে নিরাপদ দূরত্বে আছি তাই এ কয়দিন অনলাইনে আসা হয় নি!

বিকেলে কিছুটা সুস্থবোধ করছিলাম শুয়ে শুয়ে ব্লগে ঢুকতে আমার পোস্ট দেখে আমি ভেবেছিলাম জ্বরের কারণে আমি বোধ হয় সব কিছু উল্টাপাল্টা দেখছি!

যাই হোক, আপনার ক্রিয়ার প্রতিক্রিয়া শুরু হচ্ছে মনে হচ্ছে, ব্লগের মডারেশন মহোদয় সকল ব্লগারদের দিকে সঠিক দৃষ্টিপাত রাখুক এটাই কাম্য!

অভিনন্দনের জন্য শুকরিয়া!
১৭
361370
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:১৯
আবু জান্নাত লিখেছেন : এক সাপ্তাহ বাদে স্টিকি!!!!!
শুভেচ্ছা Rose Rose Rose Rose Rose রইল।
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩১
299705
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

সত্যি কথা বলতে ভাই আজ তিন দিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি, টেকনোলজী থেকে নিরাপদ দূরত্বে আছি তাই এ কয়দিন অনলাইনে আসা হয় নি!

বিকেলে কিছুটা সুস্থবোধ করছিলাম শুয়ে শুয়ে ব্লগে ঢুকতে আমার পোস্ট দেখে আমি ভেবেছিলাম জ্বরের কারণে আমি বোধ হয় সব কিছু উল্টাপাল্টা দেখছি!

অভিনন্দনের জন্য শুকরিয়া!

আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনো! Praying
১৮
361399
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৮
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। সুন্দর খিখেছেন। এটা স্টিকি হওয়ার মতই ছিলো। দারুন লাগল
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩১
299706
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

সত্যি কথা বলতে ভাই আজ তিন দিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি, টেকনোলজী থেকে নিরাপদ দূরত্বে আছি তাই এ কয়দিন অনলাইনে আসা হয় নি!

বিকেলে কিছুটা সুস্থবোধ করছিলাম শুয়ে শুয়ে ব্লগে ঢুকতে আমার পোস্ট দেখে আমি ভেবেছিলাম জ্বরের কারণে আমি বোধ হয় সব কিছু উল্টাপাল্টা দেখছি!

অভিনন্দনের জন্য শুকরিয়া!

আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনো!Praying
১৯
361409
০৫ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৭
বাকপ্রবাস লিখেছেন : অভিযোগ আছে আমি কমেন্ট করিনা, কারন পড়া হয়ান, এটা কিন্তু পড়লাম, কিন্তু মন্তব্য করলামনা, কি মন্তব্য করব বুঝতে পারছিনা, আমার হয়ে কোন একটা মন্তব্য ভেবে নেবেন, সেই আশায় থাকলাম Tongue
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩১
299707
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

সত্যি কথা বলতে ভাই আজ তিন দিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি, টেকনোলজী থেকে নিরাপদ দূরত্বে আছি তাই এ কয়দিন অনলাইনে আসা হয় নি!

বিকেলে কিছুটা সুস্থবোধ করছিলাম শুয়ে শুয়ে ব্লগে ঢুকতে আমার পোস্ট দেখে আমি ভেবেছিলাম জ্বরের কারণে আমি বোধ হয় সব কিছু উল্টাপাল্টা দেখছি!

অভিনন্দনের জন্য শুকরিয়া!

আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনো!Praying
০৭ মার্চ ২০১৬ রাত ০২:৩৭
299713
বাকপ্রবাস লিখেছেন : হে আল্লাহ, বোনটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাওPraying Praying Praying Praying Praying
২০
361414
০৫ মার্চ ২০১৬ দুপুর ০২:২৫
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো লেখাটি প্রবাসে এত খাবার কে তৈরী করবে.? ছবি দেখে লোভ হচ্ছিল দেশ থেকে এসেছি ৪মাস হয়ে গেল আগামি মাসেই যেতে হবে এই গুলো খাওয়ার আশায়। লেখাটি স্টিকির জন্য মডারেট দের জানাই মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩৪
299708
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

আমরা বাংলাদেশীরা ভোজনবিলাসী এবং অতিথিপরায়ণ দুই গুণ ই আছে আমাদের আলহামদুলিল্লাহ!

আপনার রিযিকে আপনার পছন্দের খাবারগুলো মিলে যাক দ্রুত এই দোআ রইলো!

অভিনন্দনের জন্য শুকরিয়া!Good Luck
আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনোPraying
২১
361533
০৫ মার্চ ২০১৬ রাত ১০:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাদাম ভর্তা খাইতে ইচ্ছে করতেছে। Cook Eat Eat Eat
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩৫
299709
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

অনেক অনেক শুকরিয়া ভাই! আপনার পছন্দের খাবার রিযিকে মিলে যাক দোআ রইলোPraying
২২
361614
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো লেখাটা পড়ে,ভালো লাগলো লেখাটা স্টিকি হওয়ায়।

লম্বার দৈর্ঘ বুঝতে পারিনি।
০৭ মার্চ ২০১৬ রাত ০১:৩৬
299710
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম

অভিনন্দনের জন্য শুকরিয়া!Good Luck আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনোPraying
২৩
361649
০৬ মার্চ ২০১৬ রাত ১১:৩১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : .....কিছু্ক্ষণ পরেই আমাদের কাছে অফিসার এলেন, ডকুমেন্ট দেখলেন , সবকিছু শুনে সান্তনার বানী শুনিয়ে বললেন অপেক্ষা করতে , ডেস্কে যে অফিসার রা আছেন উনারাই পারবেন আমাদের করনীয় কি তা জানাতে! তারমানে বুঝলাম এই অফিসারের কাজ হলো শুধু ঘুরে ঘুরে সান্তনা দেয়া! Chatterbox.. কিছু্ক্ষণ পরেই আমাদের কাছে অফিসার এলেন, ডকুমেন্ট দেখলেন , সবকিছু শুনে সান্তনার বানী শুনিয়ে বললেন অপেক্ষা করতে , ডেস্কে যে অফিসার রা আছেন উনারাই পারবেন আমাদের করনীয় কি তা জানাতে! তারমানে বুঝলাম এই অফিসারের কাজ হলো শুধু ঘুরে ঘুরে সান্তনা দেয়া! সুন্দর অনুভুতিগুলো পড়ে ভাল লাগল.... অনেক ধন্যবাদ
০৭ মার্চ ২০১৬ রাত ০২:১১
299711
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ভাই।
অনেক দিন পর! আপনাকে ব্লগে দেহা যাচ্ছে তারমানে কি আমরা নতুন লিখা পেতে যাচ্ছি?
অভিনন্দনের জন্য শুকরিয়া!Good Luck Praying
আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনোPraying
২৪
361656
০৭ মার্চ ২০১৬ রাত ০১:১২
সন্ধাতারা লিখেছেন : Congratulations for sticky post my beloved sister. Jajakallahu khair. Thumbs Up Bee Star Bee Thumbs Up Rose Rose Rose
০৭ মার্চ ২০১৬ রাত ০২:১১
299712
সাদিয়া মুকিম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Angel Angel Angel Angel Praying Praying Praying

আমাদের জন্য দোআ করতে ভুলে যাবেন না যেনোLove Struck
২৫
361704
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:০০
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অনেক দারুণ করে লিখেছেন। তবে ছবি দেখে লো..
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৩৩
299896
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
অনেক অনেক শুকরিয়া ! Praying
২৬
361757
০৭ মার্চ ২০১৬ রাত ১১:০৮
এলিট লিখেছেন : বর্ননা ও লেখা তো বরাবরই ভালো। অবশ্য ভালো লেখেন এমন অনেকেই আছেন এই ব্লগে। তবে আপনি যে বিষয়ে একেবারে প্রথম সেটা হল "মন্তব্য"। আপনার লেখাতে সবচেয়ে বেশী মন্তব্য থাকে। আরো ভালো লিখুন, আরো শতজন মন্তব্য করুক - এই দোয়া করি।
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৩৫
299897
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আপনার মন্তব্য কিন্তু আসলেই স্পেশাল কিছু ভাইয়া! অনেক অনেক শুকরিয়া জানবেন সময় করে বোনের পোস্টে ঘুরে যাওয়ার জন্য!

জাযাকাল্লাহু খাইর।
২৭
361874
০৮ মার্চ ২০১৬ রাত ১১:৪২
সন্ধাতারা লিখেছেন : ষ্টিকি পোষ্টে বিড়ম্বিত এবং বিলম্বিত ফুলেল শুভেচ্ছার জন্য আন্তরিকভাবে দুঃখিত ছোট বোন। কেননা নিউক্যাসেলে ছিলাম না। তাই ল্যাপটপ সাথে না থাকায় অন্নেক ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়নি।
এই ফুলেল শুভেচ্ছা কিন্তু অন্নেক মায়া করে দেয়া!




শরীর এখন কেমন আপু? জানিও কিন্ত.........
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৩৯
299898
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম অাপু।

কোথায় ঘুরতে গিয়েছিলেন আপু? আমরা কি তাহলে নতুন লিখা পড়তে যাচ্ছি? Tongue

জানি আপু, আপনার স্নেহ,মায়া আর ভালোবাসা প্রতি মুহূর্তে অনুভব করিPraying Love Struck !

আনি সেরে উঠেছি আলহামদুলিল্লাহ, কণ্যার শুরু হয়েছে এখন, এন্টিবায়োটিক চলছে দোআ করবেন খাস করে আপুPraying Praying Praying Praying !

Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File