"একটি দোআ"
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০৯ নভেম্বর, ২০১৫, ০৪:৩১:১৮ রাত
আব্দুল্লাহ ইবন মাসউদ (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এভাবে দো’আ করতেন:
"আল্লাহুম্মাহ! ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা-ফা ওয়াল গিনা"।
(হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থণা করছি পথনির্দেশনা, তাকওয়া, নিরাপত্তা ও সুস্বাস্হ্য এবং পরিতুষ্টি ও পর্যাপ্ততা)। (মুসলিম, হাদীস নং ২৭২১)
ইমাম আস সা’দী (মৃত্যূ ১৩৭৬ হিজরী) রহিমাহুল্লাহ “বাহজাতুল ক্বুলুবুল আবরার” গ্রন্হে (পৃ. ১৯৮) বলেন
“উক্ত দো’আটি সবচেয়ে ব্যপক ও উপকারী দো’আসমূহের অন্যতম। কারণ তা আল্লাহর নিকট দ্বীন ও দুনিয়া উভয়ের নিরাপত্তা ও মঙ্গল কামনাকে অন্তর্ভূক্ত করে। আল হুদা (পথনির্দেশনা) হল উপকারী জ্ঞান আর আত-তুকা (অর্থাৎ তাকওয়া বা আল্লাহভীতি) হল পূণ্যআমল এবং আল্লাহ ও তাঁর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিষেধকৃত বিষয় পরিহার করে চলা। আর এটাই হচ্ছে একজন ব্যক্তির দ্বীনের ক্ষেত্রে বিশুদ্ধতা ও মঙ্গলের জন্য প্রার্থণা।
কারণ নিশ্চয়ই দ্বীন হল উপকারী জ্ঞান ও সত্যকে (পথনির্দেশনা) উপলব্ধি করতে পারা এবং আল্লাহ ও তাঁর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনুগত্যের উপর অবিচল থাকার সমষ্টি। আর এই আনুগত্যই হচ্ছে তাকওয়া।
অন্যদিকে আল-আফাফা (সুস্বাস্হ্য ও নিরাপত্তা) ও আল-গিনা (সন্তুষ্টি ও সচ্ছলতা) হচ্ছে সৃষ্টির ক্ষতি থেকে নিরাপদ থাকা, যদিও হৃদয় সে সমস্ত বিষয়ের প্রতি আবদ্ধ হয় না। এবং এর অর্থ এটাও যে, আল্লাহর প্রতি ও তিনি যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এবং এমন কিছু অনুসন্ধান করা যা অন্তরকে তাঁর (আল্লাহর) প্রতি সন্তুষ্ট রাখতে সাহায্য করবে। এতে পার্থিব জগতের সুখ যেমন পরিপূর্ণ হয়, তেমনি অন্তর ঈমানের মধুরতা ও পরমানন্দ আস্বাদন করে – আর এটাই হল পবিত্র জীবন।
সুতরাং যাকে হেদায়েত, তাকওয়া, নিরাপত্তা ও সন্তুষ্টির পাথেয় দান করা হয়েছে, সে-ই তো সত্যিকারের সুখ লাভ করেছে এবং মানুষ সাধারণতঃ যার পিছনে ছুটে থাকে তার সবই অর্জন করতে পেরেছে। সেই সাথে ভীতিপ্রদ ও ক্ষতিকর সবকিছু থেকে পরিত্রাণ পেয়েছে।
(ইবন রজব আল হাম্বলী রহিমাহুল্লাহ'র “আল খুশু ফীস সালাত” গ্রন্হের ভূমিকা থেকে সংকলিত)
(সংগৃহিত)
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথম উপস্থিতি এবং মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী!
আপনার মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী!
অনেক দিন পর আসলেন! আপনার কোনো লিখাই নেই ইদানিং! আশাকরি লিখবেন!
মূল্যবান উপস্থিতি , আন্তরিক মন্তব্য এবং অনুপ্রেরণার জন্য অনিঃশেষ শুকরিয়া! দোআ প্রার্থী!
আপনাকেও যে দেখা যায় না ইদানিং! আপনার মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী
একটি ছোট্ট দুয়া্ই মানুষের সকল শান্তি কামনায় যথেষ্ট।
দোআ মুমিনের ঐশ্বর্য্য , এতেই আছে প্রশান্তি!
আপনার মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী
আল্লাহুম্মা আ-তী নাফসী তাক্বওয়াহা,
আন্তা খা্ইরু মান যাক্কিহা,
আন্তা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা
হে আল্লাহ, আমার অন্তরকে তাক্বওয়ায় ভরে দাও, তুমিইতো শ্রেষ্ঠ সংশোধনকারী, তুমিই (অন্তরের) অভিভাবক ও সাথী
আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু, ফালা-তাকিলনী ইলা-নাফসী ত্বারফাতা-আইনিন, ওয়া-আসলিহলী শানী-কুল্লাহু, লা-ইলাহা ইল্লা-আন্তা; “হে আল্লাহ্! তোমারই রহমতের আকাঙ্খী আমি, সুতরাং তুমি চোখের পলক পরিমাণ এক মুহুর্তের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না, তুমি আমার সমস্ত কাজ সুন্দর করে দাও, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মা'বুদ নেই।
প্রথম দোআটার আমল জারী আছে , দ্বিতীয়টা দেখে পড়তে হয়! খুবি পছন্দের কিছু দোআ এগুলো!
জাযাকাল্লাহু খাইর ভাইয়া, অতি চমৎকার দোআর মাধ্যমে মন্তব্যের জন্য!
আপনার মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী
আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া! দোআ প্রার্থী
দ্বীনী তালিমময় সুন্দর উপস্হাপনা!
ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইর শ্রদ্ধেয়াজ্বী!
আপনার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া! বারাকাল্লাহু ফিক। দোআ প্রার্থী
আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া! বারাকাল্লাহু ফিক। দোআ প্রার্থী
বারাকাল্লাহু ফিক। দোআ প্রার্থী
আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া! বারাকাল্লাহু ফিক। দোআ প্রার্থী
মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া! বারাকাল্লাহু ফিক। দোআ প্রার্থী !
আপনাকেও অনেক অনেক শুকরিয়া! দোআ প্রার্থী
আপনার মূল্যবান উপস্থিতির জন্য আন্তরিক শুকরিয়া।
আচ্ছা আপনারা যে দারস করেন, সেগুলো মাঝে মাঝে ব্লগে পোস্ট করলে পাঠক অনেক কিছু জানতে পারবে। মানুষ তো কুরআন মুখস্থ করে আর তসবিহ গুণে।
পরামর্শের জন্য আন্তরিক শুকরিয়া, আসলে ব্যস্ততার পর বসে আবার টাইপ করা হয়ে উঠে না, কথা রাখার চেষ্টা করবো আপ্রাণ!
বারাকাল্লাহু ফিক।
মন্তব্য করতে লগইন করুন