খুঁজে পাওয়া নীড়ের সন্ধানে
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০২ মে, ২০১৫, ০২:৪৪:৪৮ রাত
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
গতকাল বিকাল থেকে ব্লগে লগইন হতে পারছিলাম না! মন খারাপ লাগছিলো ভীশন! দুশ্চিন্ত হচ্ছিলো প্রিয় বিডি ব্লগ কি আবারো হুমকির সন্মুখীন হল কিনা? অজানা আশংকায় মনটা ভেংগে পরছিলো!
আলহামদুলিল্লাহ! এই মাত্র ঢুকতে পরলাম! সকল প্রশংসা আল্লাহ রব্বুল আ'লামীনের!
পর্দার আড়ালে থেকে যে সমস্ত ভাইয়া- আপুরা অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে আবারো বিডিকে আমাদের নিকটে নিয়ে এলেন তাদের প্রতি রইলো নিরন্তর শুকরিয়া! আল্লাহ আপনাদের কর্মের উত্তম প্রতিদান দান করুন! আমিন!
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগের মতো ব্লগে আসা হয়ে ওঠে না। কিন্তু আঙ্গিনাটি উন্মুক্ত আমাদের জন্য সবসময় এটা ভাবতে ভালো লাগে। রুদ্ধ না হোক এই দ্বার কখনোই এই দোয়া করি...
আপনার জন্য..
ব্লগের আঙ্গিনায় তারা ঝিকিমিকি আকাশে তোমার অবস্থান আমাদের কাছে সুউজ্জল নক্ষত্রের ন্যায়! এই নক্ষত্রটিকে আমারা সবাই ভীশন ভীশন মিস করি! সময় সুযোগ করে মাঝে মাঝে উঁকি দেয়ার বিনীত অনুরোধ রইলো আপুনি!
অনেক অনেক শুকরিয়া, শুভকামনা ও শুভেচ্ছা রইলো!
অনেক অনেক শুকরিয়া আপনাকে!
ভাইয়াকে অনেক অনেক শুকরিয়া সাথে থাকার জন্য!
"আপনার সন্তান আপনার ভবিষ্যৎ" বইটি পাওয়া যাবে- খান প্রকাশনী, দোকান নং ৩৮, ইসলামী টাওয়ার, ১ম তলা, ১১ বাংলাবাজার ঢাকা-১১০০। মোবাইল: ০১৭৫৩৫৬৩১১৫। এছাড়াও দেশের যে কোনো লাইব্রেরীতে অর্ডার দিলে তারা ঢাকা থেকে সংগ্রহ করে দিতে পারবে। আর কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের বই.কম। মোবাইল: 01954-014720
সমস্যাটা বিডিব্লগ এর সার্ভারেই ছিল মনে হয়।
ভাইয়াকে অনেক অনেক শুকরিয়া সাথে থাকার জন্য
চমৎকার মন্তব্য, শুভেচ্ছা ও শুভকামনা সহ উপস্থিতি এবং সাথে থাকার জন্য অনেক শুকরিয়া
তোমার হৃদয়ের সংশয় ও অনুভূতিগুলো খুব আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য জাজাকাল্লাহু খাইর।
আসলেই মনে হচ্ছে বুকের উপর থেকে যেন একটি ভারী পাথর নেমে গেল।
আমাদের সবার প্রিয় বিডিব্লগকে ফিরে পেয়ে সবাই আমারা আনন্দিত আলহামদুলিল্লাহ
বিডি ব্লগের পথচলা হোক বাঁধামুক্ত, উন্মুক্ত এই শুভকামনা সবার তরফ থেকে !
চমৎকার মন্তব্য, শুভেচ্ছা ও শুভকামনা সহ উপস্থিতি এবং সাথে থাকার জন্য অনেক শুকরিয়া আপুমনি
সাইটে সমস্যার পর প্রথম আপনার পোস্ট সত্যিই ভালবাসার বহিপ্রকাশ!!!!!
চমৎকার মন্তব্য, শুভেচ্ছা ও শুভকামনা সহ উপস্থিতি এবং সাথে থাকার জন্য অনেক শুকরিয়া ভাইয়া
বিডির সাথেই থাকুন
পর্দার আড়ালে থকে মাঝে মাঝে একটু দর্শন দিয়ে আমাদের সবাইকে উৎসাহ - উদ্দীপনা দিবেন বিনীত অনুরোধ রইলো!
চমৎকার মন্তব্য, শুভেচ্ছা ও শুভকামনা সহ উপস্থিতি এবং সাথে থাকার জন্য অনেক শুকরিয়া ভাইয়া
বিডির সাথেই থাকুন
জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন