ইলিশমাছ এবং বৃষ্টিতে এক দম্পতি

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৮ এপ্রিল, ২০১৫, ০৮:৪৮:০৫ রাত



দুদিন ধরে ঝির ঝির টানা বৃষ্টি হচ্ছে! একেই বুঝি বলে ইলশে- গুঁড়ে বৃষ্টি! বেশ ঠান্ডা অনুভূতি! প্রকৃতি যেনো শীতের চাঁদরে মুড়িয়ে রেখেছে নিজেকে! যদিও এখন শীতকাল নয় , বরং শীতের বিদায় নেওয়ার ঘন্টা বাজছে! আর তাই বুঝি সমস্ত আকাশ জুড়ে মেঘেদের অভিমান বৃষ্টির জলে ভেসে আসছে!

বারান্দার কার্নিসে দাঁড়িয়ে নাজিয়া কথাগুলো আপনমনে ভাবছিলো! রান্নার মেন্যু কি হবে তাই ভাবতে ভাবতে বারান্দায় এসেছিলো সে! ঝুড়ি থেকে সব্জি নিতে গিয়ে ভাবলো, অনেকদিন সব্জি খিচুড়ি রান্না হয়নি! বৃষ্টির দিনে নরম করে সব্জি খিচুড়ি সাথে গরুর গোশত ! হুম! চমৎকার মেন্যু ভাবা মাত্রই রান্নার কাজে হাত লাগালো কারন কিছুক্ষনের মধ্যেই বাইরে একটা জরুরি কাজে বের হতে হবে তাঁকে !

শৈশব আর কৈশরের সেই সোনালীদিনগুলোর কথা মনে পড়লো নাজিয়ার! লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজে কতোই না বকা খেয়েছে সে! বাসার গেট সংলগ্ন পেয়ারা গাছে উঠে পেয়ারা খাওয়া আর বৃষ্টিতে ভিজে জ্বর আসার ঘটনা মনে হলে এখনো হাসি পায়! অথচ এখন বৃষ্টি পড়লে বাইরে বের হতেই ইচ্ছে করে না! সময়ের ব্যবধানে কতো বিশাল পরিবর্তন ঘটে যায় মানুষের ইচ্ছাগুলোর!

বাইরে তখনো রিমঝিম বৃষ্টি! এই বৃষ্টি উপভোগ করা যায় বিছানায় কম্বলের নিচে শুয়ে, জানালা থেকে হাত বাড়িয়ে ছুঁয়ে, গরম ইলিশ ভাজা আর খিচুড়ি খেয়ে, অবসর বিকেলে আড্ডায় চা আর টোস্ট বিস্কিট দিয়ে! কিন্তু বৃষ্টির দিনে বাইরে বের হওয়া খুবি বিরক্তিকর নাজিয়ার কাছে! কারন এক হাতে ছাতা ধরে রাখা আর যদি বৃষ্টির সাথে বাতাসও থাকে তাহলে তো কথাই নেই! বোরখার নিচ পুরোটাই ভিজে একাকার হয়ে যায়! তারপরেও বের হতেই হলো!

কাজ শেষ করে ফেরার পথে বিল্ডিং এর নিচ থেকেই ইলিশ মাছ ভাজার সুঘ্রান পৌঁছলো নাজিয়ার নাকে! মনে মনে হাসলো নাজিয়া! একেই কি সুঘ্রানপ্যাথি বলে কিনা!

সালাম দিয়ে ঘরে ঢুকে পতির সন্ধানে বেড রুমে এলো! রুমে নেই তাহলে কি এখনো বাইরে থেকে ফিরে নি ? নাজিয়া কিচেন অভিমুখে রওয়ানা দিতে যাবে এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন সাজিদ! সালাম দিয়ে স্ত্রীকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে ডাকলেন সাজিদ!

নাজিয়ার কাছে কিছু একটা গড়বড় লাগছে! কেমন একটা চাপা উত্তেজনা বিরাজ করছিলো সাজিদের চেহারায় সেটা নজরে পড়েছে নাজিয়ার! কি হতে পারে ভাবতে ভাবতে কিচেনে এলো নাজিয়া! চোখ ভরা বিষ্ময় নিয়ে অবাক হয়ে তাকিয়ে দেখলো টেবিলে বিশাল সাইজের ইলিশমাছ ভাজা, সাথে শুকনো মরিচ আর পিঁয়াজ বেরেস্তা করা! এগুলো সব সাজিদ করেছে! আর পাশে রাখা আছে নাজিয়ার রান্না খিচুড়ি আর গোশত সব একসাথে করে টেবিল সাজিয়ে রেখেছে সাজিদ!

পতির দিকে তাকিয়ে হাসি মুখে বললো কখন করা হলো এতোসব? তোমার না আরো দেরিতে ফেরার কথা? আমি কতো তাড়াহুড়ো করে রান্না করে বাইরে গেলাম!

কাজটা শেষ হয়ে গেলো অল্প সময়ের মধ্যেই! বাজারে গিয়ে দেখলাম চমৎকার ইলিশ বেচারা ফ্রিজের মধ্যে বসে কাস্টমারের অপেক্ষায়! আমিও দেরি না করে কিনে ফেল্লাম! বাসায় এসে দেখি তুমিও ফিরছো না! গরম খিচুড়ি আর গোশতের সাথে ভাজা ইলিশ খারাপ লাগবে না! তাই আমি নিজেই করে ফেললাম তোমাক একটু সারপ্রাইজ দেওয়ার জন্য!

এজন্যই তো বলি বাইরে কেনো ইলিশের এতো সুঘ্রান পাচ্ছিলাম!

কথা বলতে বলতে খাচ্ছিলো দুজনে! এক প্রসংগে সাজিদ বললো আজকে আম্মার সাথে কথা হলে বলবে ইলিশ মাছ খেয়েছি আমরা!

ভ্রু কুঁচকে নাজিয়া জিজ্ঞেস করলো, আম্মাকে বলার মতো কি এতো গুরুত্বপূর্ন হলো এটা?

না মানে, জানা উচিত আমরাও প্রবাসে বসে দেশের জিনিষ খাই! শ্বাশুড়ি আম্মাতো মনে করেন উনার আদরের কন্যাকে বুঝি কতো দেশি খাবার থেকে বঞ্চিত করা হয়!

এই, আম্মা তোমাকে কবে বললো এই কথা শুনি! কৃত্রিম রাগ প্রকাশ পায় নাজিয়ার স্বরে!

ওভাবে বলেনি , তবে যেভাবে তোমাকে জিজ্ঞেস করে কি খাও , না খাও মনে করে আমরা বুঝি খুবি কষ্টে দিনাতিপাত করছি আমরা! বেচারা জামাই বুঝি অর্থাভাবে কেমন করে চলে?

দূর থেকে সবাই ওরকম টেনশন করেই। তোমার বোনরাও তো করে তাই না?

হুম করে তা ঠিক! যদি কথা বলো আজকে তাহলে বলবে যে ইলিশ মাছ খেয়েছি সেটা উনাদের জামাইবাবা বাইশশো টাকা দিয়ে কিনে এনেছে!

খাওয়া বন্ধ করে নাজিয়া এবার তাকায় সাজিদের দিকে! বাইশশো টাকা মানে কি?

মানে বাইশ ইউরো! হেসে জবাব দেয় সাজিদ!

মুহূর্তেই জ্বলে উঠলো গিন্নী, তুমি এতো দাম দিয়ে ইলিশ কিনেছো?

আরে একি! তুমি এমন ভাব করছো আমি জীবনে কিছু কিনি না!

তুমি সব কিছুই কিনো কিন্তু তাই বলে এই কাঁটা ওয়ালা ইলিশ তুমি বাইশ ইউরো দিয়ে কিনবে?

আরে কাঁটা ওয়ালা কই? কি সুন্দর বিশাল সাইজের ইলিশ! নিচ থেকে পর্যন্ত সুবাস পেয়েছো আর এখন বলছো পঁচা মাছ! একি খাওয়া বন্ধ কেনো? খাও আর আলোচনা করো- হাসতে হাসতে বলে সাজিদ!

দাম শুনে আমার খাওয়ার রুচি শেষ! তা এতো দামি মাছ কয় পিস হলো সব মিলিয়ে ?

মাথা লেজ বাদ দিয়ে আট পিস! শোনো বাকিগুলো দিয়ে একদিন রান্না করবে সরিষা ইলিশ, আরেকদিন ইলিশ পোলাও, একদিন লাউপাতা জড়িয়ে ইলিশ, কান মাথা লেজ দিয়ে পুঁইশাক বুঝেছো! আরে খাও তো , এমন কিপ্টা বউ আর দেখিনি!

তোমার ইলিশ খেতে ইচ্ছে করলো যে হঠাৎ!

আচ্ছা আমরা লাস্ট কবে ইলিশ খেয়েছি মনে আছে তোমার?

মাথা ঝাঁকিয়ে মনে করার চেষ্টা করলো নাজিয়া , দেড় বছর আগে! স্পেনের মেহমান যখন আসলো তখন!

এবার দেখো, দেড় বছর পরে একটা ইলিশ কিনলাম আর তুমি ঝগড়া শুরু করলে আমার সাথে! আমাকে কি না খাইয়ে রাখতে চাও নাকি তুমি? বলতে বলতে আরো একবার খিচুড়ি নিলো সাজিদ!

কি আশ্চর্য আমি আবার কবে না খাইয়ে রাখলাম তোমাকে! আমি শুধু অতিরিক্ত দামী জিনিষ কেনার বিপক্ষে! আ্যল্টারনেট অনেক কিছু আছে যা দিয়ে ইলিশের বিকল্প হয়!

মোটেই না ইলিশের কোন বিকল্প নেই! তালগাছ উনার এমন মনোভাব সাজিদের!

আচ্ছা ঠিক আছে , তুমি রাইট! ঠিক আছে এবার খাও! তুমি দুই পিস খাও! এতো দামের মাছ ভালো করে খাও! তারপরেও বউকে আর অপবাদ দিও না !

খাওয়া শেষে বেসিনে জমানো প্লেট ধুতে লাগলো নাজিয়া! সাজিদ চুলায় চা বসালো! চা বানানো হলে দুজনে বারান্দায় এলো গরম ধূমায়িত চা নিয়ে সাথে ! অপলক বৃষ্টির দিকে তাকিয়ে রইলো নাজিয়া! সাজিদ সেই ধ্যান ভাংগালো-

কি ভাবছো এতো?

বৃষ্টিতে দোআ কবুল হয় তাই ভাবছিলাম! বাসার সবার কথা মনে পড়ে গেলো! সবার জন্য দোআ করলাম! বৃষ্টিও নিয়ামত! শুধু ইলিশ আর খিচুড়ি খেলে হবে? দোআ করাটাও তো জরুরি!

কাঁধ ঝাকিয়ে সম্মতি দেয় সাজিদ!

তখনো বৃষ্টি পড়ছে বাইরে! তবে বেশ পরিষ্কার নীলাকাশ ! সবুজ গাছপালাগুলো বৃষ্টিতে স্নাত হয়ে আরো চির সবুজ রং ধারন করেছে! এর মাঝে দুই পতি পত্নী ধূমায়িত চা পানে মগ্ন হয়ে উঠলো!



বিষয়: বিবিধ

২১০৪ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317326
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোটআপি...
২৯ এপ্রিল ২০১৫ রাত ০২:৫২
258539
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ Love Struck !
317329
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপুনি আসছি........
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:০২
258540
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহGood Luck
317338
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইলিশ কই পাব!!
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৩
258541
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আপনার জন্য ভাজা ইলিশ -



শুকরিয়া ভাইয়া!Good Luck
২৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:২১
258557
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবি দর্শনে কয় পার্সেন্ট ভোজন???
317339
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
নিমু মাহবুব লিখেছেন : বউটা তো দেখছি আসলেই কিপ্টা Big Grin
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৫
258542
সাদিয়া মুকিম লিখেছেন : কিপটা বউ দাম্পত্য জীবনের জন্য স্বাস্থ্যকরTongue

শুকরিয়া আপানাকে নিমু ভাই! Good Luck
317346
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১৪
নিমু মাহবুব লিখেছেন : বুঝি ! বুুুঝি!!! গল্পের আড়ালে নিজেদের খুনসুটি এসব!! Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৭
258543
সাদিয়া মুকিম লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Praying Angel Love Struck
317352
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:২৬
সন্ধাতারা লিখেছেন : সবকিছু মিলিয়ে দারুণ এক উপভোগ্য রোমান্টিক কাহিনী আমার বোন এবং ভাইয়ার। তা কী আর বুঝতে এতোটুকু বাকী রইলো। আফসোস হতো যদি না আমি আজ একটা বড় সাইজের ইলিশ কিনে ভাজি করতাম। বাসায় এবং নাকে এখনো গন্ধ লেগে আছে।
মনে মনে ভাবছি আর হাসছি ছোট আপির খাওয়ার আয়োজনের সাথে কী অদ্ভুত মিল!! সুন্দর অনুভূতির মিষ্টি গল্পটি শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর আপিম্নি।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৯
258544
সাদিয়া মুকিম লিখেছেন : সত্যি আপু জেনে খুবি খুশি হলাম আমাদের দু বোনের বাসাতেই মাছের রাজার কল্লা কেটে ভাজা ভাজা করা হয়েছে Winking) !
পড়া এবং মন্তব্যের জন্য শুকরিয়া আপুনি!Love Struck Praying Happy Angel
317354
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : নিচের ছবিটা দেখে শুধুই তাকিয়ে থাকতে মন চায়।
পড়তে যে ইচ্ছে করছে না আপু Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৩
258545
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ছোট ভাই! আহারে আমি কি কষ্ট বাড়িয়ে দিলাম? ইনশা আল্লাহ সব হবে! আপাতত আমাদের হবু ছোটবৌরানী চা বানানো প্রশিক্ষন নিচ্ছে! তাই মন খারাপ না করে তুমি মগ রেডি করতে থাকো!Happy

শুকরিয়া!Good Luck
317357
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৬
আফরা লিখেছেন : নিমু মাহবুব লিখেছেন : বুঝি ! বুুুঝি!!! গল্পের আড়ালে নিজেদের খুনসুটি এসব !!

আসলেই কি তাই আপু ?
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৪
258546
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুমLove Struck

Rolling on the Floor Tongue Love Struck Talk to the hand Don't Tell Anyone Angel Praying Happy
317366
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম আপু। টি ব্রেক শেষ হলে কেমন রেধেছেন ছবি দিয়েন Day Dreaming Day Dreaming Rose
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৬
258547
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহLove Struck




এবং



আপনার সৌজন্যে আপু! Love Struck Praying Happy শুকরিয়াPraying
১০
317372
২৮ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : আপনাদের উভয়ের পছন্দের ইলিশ খাওয়ার গল্পটি ভালো লাগলো। দেড় বছরের ব্যবধানে তবুও আপনারা খেতে পারছেন। বাংলাদেশে যারা নিম্নবিত্ত তারা কে কবে ইলিশ খেয়েছে হয়তো অনেকেরই স্মরণেও নেই। মহান আল্লাহ আপনাদের উভয়ের মধ্যে আরো অধিক পরিমাণে জান্নাতী মহব্বত সৃষ্টি করে দিন। আমিন। জাঝাক আল্লাহ বি খাইর।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৮
258548
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

চমৎকার দোআ সম্বলিত মন্তব্য এবং আপনার উপস্থিতি দুটোতেই অনেক আনন্দিতো হলাম! শুকরিয়া আপনাকে!বারাকাল্লাহু ফিক!Praying
১১
317389
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুনি! ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৫
258549
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহLove Struck

আপনাকেও আন্তরিক শুকরিয়া Love Struck Praying Angel Good Luck
১২
317394
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৫০
শেখের পোলা লিখেছেন : বেশ ভালই লাগল৷ ধন্যবাদ৷
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:২৮
258550
সাদিয়া মুকিম লিখেছেন : সালাম ভাইয়া! আপনি পড়েছেন এবং মন্তব্য করেছেন তাতেই আমি আনন্দিতো! শুকরিয়া ভাইয়া Good Luck Praying
১৩
317396
২৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বিয়ে সম্পর্কিত লেখা সাধারণত এড়িয়ে যাই বিরক্তি লাগে কিন্তু লেখাটা এত সুন্দর!! মন বলছিল বের হো, বের হও আর পড়ার দরকার নেই কিন্তু প্রতিটা লাইন এত সুন্দর করে সাজানো গোছানো যে কিছুতেই চোখ সরাতে পারছিলাম না। পড়া শেষ কিন্তু ২টি চরিত্রই যেন জীবন্ত চোখে ভাসছে। অনেক সুন্দর আপি জাঝাক আল্লাহ।
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩৩
258551
সাদিয়া মুকিম লিখেছেন : সালাম ছোট ভাইয়া! তোমার অভিব্যক্তি পড়ে আমিও আনন্দিতো হচ্ছি! পড়ার জন্য আন্তরিক শুকরিয়া! নতুন লিখা কবে পাবো ভাই? মেধার অপচয় যেনো না হয় মনে রেখো ভাই!Praying Good Luck
২৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২২
258554
আওণ রাহ'বার লিখেছেন : উনি ঘুম ভাঙা ভাই নাকি আপু?
Surprised Surprised Surprised ? ? ?
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৬
258607
সাদিয়া মুকিম লিখেছেন : Don't Tell Anyone Angel
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
258619
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : @আওণ রাহ'বার ভাইয়া নিজেকে লুকিয়ে রাখতেই ভালবাসি। যদি কখনো দরকার হয়, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ব্লগে থাকি তবে নিজের ব্যাপারে বলব। মানুষের জেন্ডারে কি আসে যায়? এখানে আমার পরিচয় হল আমার কাজ, আমার লেখা, আমার চিন্তাধারা। এখানে ব্যক্তি আমি প্রয়োজনীয় না, লেখা ছাড়া আমার আলাদা কোন অস্তিত্ব নেই। গত চার বছর অনেক ব্লগে লিখেছি, ফেসবুকে আমার প্রচুর ফ্রেন্ডস আর ফলোয়ার ছিল কিন্তু কখনো বিক্ষাত হবার মনোবাসনা জাগেনি তাই সবখানেই নিজেকে লুকিয়ে রেখেছি, প্রকাশ করিনি নিজেকে, কারো সামনাসামনি হইনি। এসব নিয়ে কটু কথাও অনেক শুনেছি। একদিন আমি ব্লগে ছিলাম না, আজ আছি কিন্তু ভবিষ্যতে হয়ত হারিয়েও যাবো তাই ব্যক্তি আমার ব্যক্তি পরিচয় মূল্যহীন। Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
258622
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপি। বাসায় লুকিয়ে লুকিয়ে ব্লগ লেখতাম ছোটবোনের ল্যাপটপটা ব্যাবহার করে। ছোটবোন তার ল্যাপটপ নিজের কতৃত্বে নিয়ে নিয়েছে। বাসার কম্পিউটারটা সমসময় ছোটদের দখলে থাকে সেটায় হাত দিতে গেলে তুলকালাম কান্ড হয়ে যাবে, বড় ভাইয়ের ল্যাপটপে হাত দেয়ার সাহস নেই আর নিজের মোবাইলটা হারিয়ে গেছে তাই লেখালেখি এখন খুব কঠিন হয়ে গেছে ইচ্ছা হলেও তেমন উপায় নেই। ইচ্ছে তো হয় সারাদিন লেখি কিন্তু হয়না। আমার উপর আমার ফ্যামিলির লোকেরা খুবই বিরক্ত, রাগান্বিত তাই সেদিক দিয়েও সবসময় খুব চাপে থাকতে হয়, কটুকথা শুনতে হয়, মাঝেমাঝে খুব পালিয়ে যেতে ইচ্ছে করে। এর মাঝেও যখন হয়ত সুযোগ পাই কিছু লিখে ফেলি যা তোমাদের চোখে আটকায়। কেউ বা আবার ক্ষেপে যায়। আর আমার লেখার চাইতে তোমাদের লেখাগুলো পড়তেই বেশি ভাল লাগে। তোমাদের ব্লগিংয়ের সামনে আমি তো শিশু। Good Luck Good Luck
৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১০
258686
আওণ রাহ'বার লিখেছেন : ও ও বুঝেছি বুঝেছি তবেরে তোমাকে এখন থেকে ভাপু বলবো ঘুমভাঙা ভাপু Tongue Tongue
ভাপু = ভাইয়া + আপু এখন যেটাই হওনা কেনো! Rolling on the FloorRolling on the Floor
১৪
317414
২৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনার বর্ণনা শুনেই অর্ধভোজন হয়ে গেল। হাহাহা।

একটা টিপস দিই। ইলিশ মাছ ভাজার পরে যে তেল থাকবে তাতে করলা ভাজুন। করলাভাজিটা খেতে অসাধারণ টেস্ট হবে।
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
258608
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহGood Luck

দোকানদারকে বলতে হবে ইলিশের সাথে করলা ফ্রি দেন Tongue কারন বাসায় হয় ইলিশ থাকে করলা নাই, নয় করলা আছে ইলিশ নাই! Crying

সামনের বার আমি অবশ্যই ট্রাই করবো ইনশা আল্লাহ কারন করলা আমার খুবি পছন্দের সব্জি!

জাযাকাল্লাহু খাইর আপনাকে চমৎকার টিপসটি দেয়ার জন্য ! শুকরিয়াPraying Good Luck
১৫
317415
২৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৭
আওণ রাহ'বার লিখেছেন : বাহ্ বাহ্ বেশ মজার এবং সেরাম লিখা পড়লাম হায় হায় না পড়লে তো বঞ্চিত হয়ে যেতাম।
আচ্ছা আপু এমন গল্পকি বাস্তবে সম্ভব?
বাস্তবে সম্ভব হলে বর কনেকে কতটা রোমান্টিক হতে হয়? Happy Happy
ইশশ কি মিত্তি লেখা Happy
গত ইদুল ফিতরে মামা বাড়িতে গিয়েছিলাম মামা আস্ত ইলিশ ভাজা দিয়েছিলেন খেতে।
এবার আমার একবন্ধু একটা ইলিশের চারটা পিস কিনেছে ৬হাজার টাকায়। Surprised Surprised একটুকরা ইলিশ ১৫০০টাকা আমিতো বড় বড় চোখ করে তাকিয়েছিলাম ৬হাজার টাকা!!!!!!!
১৫০০টাকা দিয়ে মাছের একটা খন্ড?!!!!!!
যাইহোক সে সেটিসফাইড।
আপু আপনার বাড়িতে রান্নাঘড়ের হাড়িতে চায়ের কাপে আমার এবং আমার ইয়ের দাওয়াত রইলো Rolling on the FloorRolling on the Floor অগ্রিম দাওয়াত। Tongue জাজাকাল্লাহ খুব ভালো লাগলো।
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
258610
সাদিয়া মুকিম লিখেছেন : আস্ত ইলিশ ভাজা ? একাই সাবাড় করেছো? Tongue
৬হাজার টাকায় ইলিশ কিনলে আমি ইসটোকTongue করতাম ! খাওয়ার জন্য মানুষ তাহলে এতো ব্যয় করে? জানা ছিলো না!

তোমাদের দাওয়ত কনফার্ম করা হলো! Happy হাড়িতে চা ফুটছে তো ইয়ের খবর কি? কোথায় আছেন উনিHappy Winking)

বারাকাল্লাহু ফিক!Praying
৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৪
258687
আওণ রাহ'বার লিখেছেন : আপু ৬হাজার টাকায় একটা ইলিশের চারটা টুকরা কিনেছিলো।
পুরা একটা ইলিশ না Surprised
একাতো সাবার করেছি যতটুকু মনে আছে অন্য ইলিশেও ভাগ বসিয়েছি।
বুঝতে হবেতো খাওয়াতো ভাইয়ের ছোট ভাই আমি।
শুধু শুধুই কি আপনার হাড়িতে অভিজান চালানোর কথা বলেছি?! Rolling on the FloorRolling on the FloorRolling on the Floor
১৬
317519
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, এ পর্যন্ত চার বার এসেছি মন্তব্য লিখতে, কিন্তু কি মন্তব্য করবো। এক কথায় অসাধারণ।
আপনার আর দুলাভাইয়ের গল্প বুঝি এতই রসিক হয়। আমৃত্যু আপনাদের ভালোবাসা অটুট থাকুক। ভাগীনি ও ভাগীনার প্রতি দোয়া রইল, আল্লাহ তায়ালা তাদেরকে মানুষের মত মানুষ হিবাসে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন। জাযাকিল্লাহ খাইর।
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৮
258753
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! খুব ব্যস্ততায় সময় কাটাচ্ছেন বুঝে নিলাম আমরা! তারপরেও মনে করে পড়া এবং কমেন্ট এর জন্য আন্তরিক শুকরিয়া!

অতি উত্তম দোআর জন্য শুকরিয়া! আপাদের জন্যেও অনুরুপ দোয়া রইলো! ভাগীনি ও ভাগীনার দোআ যথাস্থানে পৌঁছে দিয়েছে! সালাম গ্রহন করবেন! ফি আমানিল্লাহ! বারাকাল্লাহু ফিক!Praying
১৭
317612
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৪
ছালসাবিল লিখেছেন : এইযে আপপপপপি, হাউ আর আপনি? Day Dreaming
আপনার খাবারে ছবিতে তেলাপোকা হোয়াইইইই Time Out
স্লেভ ভাই একমাত্র তেলাপোকা ইটকরে Smug আপনি কবে থেকে স্টারর্ট কোরলেন Not Listening Time Out



৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
258754
সাদিয়া মুকিম লিখেছেন : এই! কি এটা? শুকনো মরিচকে আপনি তেলাপোকা বানিয়ে দিলেনCrying ! আমি কালা জাদু সেন্ড করলাম ঐটাতে হেঁটে হেঁটে উড়ে উড়ে আপনার ভাতের প্লেটে চলে আসলে টুডে ব্লগ দা্যী!Rolling on the Floor

আমিতো ভয় পেয়ে গিয়েছিলাম!Crying

আপনার দুষ্টামিবুদ্ধির প্রশংসা না করলেই নয়!

শুকরিয়া হাজিরা দেয়ার জন্য!Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File