ভূমিকম্প: কম্পিত হৃদয়ের আতংক

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৬ এপ্রিল, ২০১৫, ০৫:০৩:৩৭ সকাল



কম্পন নামে একটা অধ্যায় ছিলো ষস্ঠ শ্রেনীর বিজ্ঞান বইয়ে। এখনো মনে আছে সংজ্ঞার সাথে একটি বাটির পড়ে যাওয়ার ফলে যে কম্পন হয় সেটির চিত্র আঁকা ছিলো! আর ভূমিকম্প পড়েছিলাম নবম শ্রেনীতে! তখন থেকেই জেনেছিলাম জাপান সর্বোচ্চ ভূমিকম্প প্রবন দেশ!

ভূমিকম্পনের সাথে আমরা সবাই পরিচিত, ভূমিকম্পের কথা শুনে এসেছি, বইতে পড়ে এসেছি কখনো বাস্তবতার সম্মুখীন হতে হয় নি। অবশেষে ভূমিকম্পের শিকার হয়েই এ লিখার অবতারনা.........

সেদিন ভোর ৪টায় আচমকা ঘুম ভেংগে গেলো.... ঘুম জড়ানো চোখে মনে হলো আলমারিটা গায়ের উপর পড়ে যাচ্ছে! মুহূর্তেই খাটের দোলনার মত দুলোনী পেয়ে ঘটনা আঁচ করে আমি হতভম্ব! এটা কি স্বপ্ন? নাকি বাস্তব? কি করব? কি করা উচিত? হুঁশ ফিরলো পতিজ্বীর সজোরে কালিমার শব্দে!

আল্লাহু আকবর বলে ঘুমন্ত ছেলেকে কোলে নিলাম, ডেকে নিলাম পাশের রুমে মেয়েকে, মেয়ের ঘুমও ভেংগে গেছে আমরা সবাই বুঝে গেছি ভূমিকম্প হচ্ছে! বাইরে যাব নাকি বাসায় থাকবো, অনিশ্চয়তা আর উৎকন্ঠায় দ্বিধাদ্বন্দ করতে করতে মনে হলো ভূমিকম্প বুঝি একটু থেমেছে!

হতবিহবল হয়ে করনীয় কিছুই বুঝতে পারছিলাম না! দোআ পড়া শুরু করলাম! আতংকিত হয়ে মেয়ে বলছিলো, আম্মু ভূমিকম্পের দোআ তো তুমি শিখাও নি? চিন্তাক্লিষ্ট আমি কোনরকম বললাম, কালিমা পড় আর আল্লাহু আকবর বলো বেশি করে! ওদের আব্বু এর মাঝে নিচে গিয়ে খোঁজ নিয়ে আসলো! ৩৬ টি ফ্লাটের বেশীর ভাগ পরিবার নিচে নেমে গেছে, কিন্তু কারো কাছেই কোন নিউজ নাই আবার হবে কিনা! সবাই ভয়ে আতংকিত কেউ সাহস পাচ্ছেনা ঘরে ফিরার ! বাইরে প্রচন্ড ঠান্ডা তাই আমি ছোট বাচ্চাদের নিয়ে বাইরে যেতেও চাচ্ছিলাম না আবার ঘরে থাকাটাও নিরাপদ না এটা নিয়েও শংকিত হচ্ছিলাম!

এরমধ্যেই ফজরের ওয়াক্ত হয়ে গেলো, পতিজ্বী মসজ়িদের উদ্দেশ্যে রওয়ানা হলেন! উনি চলে যাচ্ছেন ভয় হচ্ছিল খুউব! কিছু না বলে আমি আর আমার মেয়ে জ়ামাত করলাম ! সূরা ফজ়ররের كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا (কখনই নয় , পৃথিবীকে যখন চূর্ণবিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে) - ঘটে যাওয়া পরিস্হিতির ভয়াবহতার সাথে আয়াতটি পড়ে অশ্রু সজল নয়নে, কম্পিত হৃদয়ে প্রভুর নিকট ফরিয়াদ জানালাম! এভাবেই প্রচন্ড উৎকন্ঠায় কেটে গেলো নির্ঘুম রাতটি!

পরদিন সকালে নিউজ পড়লাম। আমাদের শহর সহ আরো ৩টি শহরে ঘটেছে ভূমিকম্প। ভূমিকম্পের মূল পয়েন্ট হতে আমাদের শহর কিছুটা দূর হলেও রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫'৯। খবরে জানা গেল এক রাতেই ৬ জনের মৃত্যু হয়েছে! সামান্য কিছু সময়ের জন্য কেঁপে উঠেছিল বোলনীয়ার জমিন অথচ মনে হচ্ছিলো কিয়ামত কি তবে শুরু হয়েই গেল?

সংবাদ পেলাম বহু স্বজনদের যারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে সারা রাত শীতে বাইরে কষ্ট করে কাটিয়েছেন। অনেকেই বাসায় ফিরে যেতেই ভয় পাচ্ছিলেন!

সংসার জীবনে প্রবেশ করার পর থেকেই সবচাইতে প্রিয় যে স্থানটি সেটা হলো স্বগৃহ! বাসার বাহিরে থাকলে অস্থির লাগে, মনে হয় কখন বাসায় ফিরব! মেয়ে স্কুল থেকে ফিরতে দেরী করলে উদগ্রীব হয়ে বার বার জানালার সামনে দাঁড়াই , স্বামী- সন্তান পরিবারের জন্য কত পেরশানী! হাজারো ক্লান্তি নিয়ে যখন বাসায় ফিরি মনে হয় এ যেনো এক টুকরো শান্তির নীড়! যতক্ষন বাসায় থাকি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখি বাসাটিকে, নিজের বসবাসের এ স্হানটিকে মনের অজান্তেই ভালবেসে ফেলেছি! করিডোর থেকে বেডরুম প্রতিটি অংশ যেনো ভালোবাসার এক একটি নীরব নিদর্শনের সাক্ষ্য বহন করে আছে! আমাদের - সুকোমল সন্তানদের হাতের ছোঁয়া, হাসি -আনন্দাশ্রু মিলে মিশে একাকার হয়ে আছে প্রতিটি ইটের গাঁথুনিতে!

অজান্তেই ভালবেসে ফেলেছি আমার ছোট্ট বাসাটিকে, প্রত্যেকটি আসবাবকে, ভালবাসি আমার জীবনকে, প্রিয় সন্তান -স্বামীকে, ভালবাসি বেঁচে থাকাকে, ভালোবাসি এই পৃথিবীকে! এই ভালবাসা কিছুতেই থামবার নয়, দুরন্ত তীব্র গতিতে বেড়েই চলছে ... ............

কথাগুলো আপনমনেই ভাবছিলাম আর ফিরে আসছিলাম বাসায় ! তবে এবার ফিরার অনুভূতি কেমন জানি ম্লান হয়ে যাচ্ছিলো! যে বাসটিকে চির আপন, শান্তির নীড় ভাবতাম বাসায় ঢুকে মোটেই শান্তির নীড় অনুভূত হচ্ছিলো না! গতকালকেও কতো ভালোবাসা ছিলো অথচ এক রাতের ব্যবধানে কোন কিছুকেই ভালবাসতে পারছিলাম না! সব কিছু বিরাট ফাঁদ আর মরিচীকা মনে হচ্ছিলো!

ভয়াবহ রাতটির কথা কখনোই ভোলার নয়! শুধু মনের মাঝে শংকাধ্বনির মতো বাজছিলো কিছু কথা! এই ভূমিকম্পেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারাতাম, আলহামদুলিল্লাহ হায়াতে বেঁচে আছি! আমার ঘর,সন্তান,স্বামী সবকিছু নিয়েই আছি! কিন্তু মরে ও তো যেতে পারতাম!

সূরা যিলযাল- সূরা ক্বরিয়াহ এর তাফসির , এছাড়া সূরা হজ্ব এর ১ও২ নম্বর আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা যখন পড়েছিলাম কিয়ামত দিবসের ভয়াবহতা বোধগম্য হয়েছিলো কিন্তু পূর্ণরূপে উপলব্ধি করা হয়নি। যা এবারের ভূমিকম্প প্রাক্টিকালি কিছু অনুভূতি রেখে গেলো!

এটাই আমার জীবনে সংঘটিতো প্রথম বার ভূমিকম্পের অভিজ্ঞতা ! এই ভূমিকম্পে আমি শুধু আতংকিতই হইনি বরং স্মরন করেছি প্রায় বিস্মৃত সেই মৃত্যুর কথা !

চলেই যদি যেতে হতো কী জ়বাব দিতাম আমি আমার রবের সামনে? আমি যে প্রস্তুত নই এখনো! মরে গেলে আমি কোথায় থাকতাম? আমার সেই চিরস্হায়ী ঘর কে কি আমি আমার দুনিয়ার ঘরের মতো ভালবাসি? নেক আমলনামা দিয়ে কখনো কি সাজানোর চিন্তা করেছি? এই ঘর,স্বামী-সন্তান, আপনজন -দুনিয়ার ভালবাসা ছেড়ে যেতে হবেই আমাকে তবু কেন আমার মাঝে কোন পেরেশানী সৃষ্টি করে না? কেন ভালবাসি না স্বামী- সন্তান ,আপনজন নিয়ে জান্নাতী হওয়ার চিন্তাকে?

ভূমিকম্পের একটি রাত, কিছু ভয় কিছু ভাবনা আর তার আত্নসমালচনা আমাকে আমার রবের অনেক কাছে নিয়ে এসেছিলো। আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয়!

(ঘটনাটি ২০১২ সালের! আরো একবার ভূমিকম্পের স্মরনে অতীত স্মৃতি চারন করা ! এটি লিখা হয়েছিলো অনেক আগে এস,বি ব্লগে! )

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316893
২৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৬
এলিট লিখেছেন : আস সালামু আলাইকুম
ভুমিকম্প খুব বিপদজনক একটা প্রাকৃতিক দুর্যোগ। এটার কোন পুর্বাভাস হয় না। কখন হবে, কত বেশী কম্পন হবে, কখন থামবে এগুলো কেউই জানে না। এর থেকে বাচার জন্য, পুরোপুরি কার্যকারী তেমন কোন উপায়ও নেই। আল্লাহ আমাদের সবাইকে এমন বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ যেন সবাইকে ইমানদার বানিয়ে মৃত্যু দেন।
আপনার লেখার সবচেয়ে বড় অলংকার হল আপনার বর্ননা। একটি সাধারন ঘটনার এমন বর্ননা থাকে যাতে মনে হয় ব্যাপারটি চোখের সামনে ঘটছে। ভালো লাগলো। চালিয়ে যান।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:২০
258178
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহিওয়া বারাকাতুহ!

প্রথমে শুকরিয়া আদায় করছি প্রথম মন্তব্যকারী হিসেবে সুপ্রিয় ব্লগার ও লেখক ভাইয়ার মন্তব্য পেয়ে- আলহামদুলিল্লাহ!

আমার জীবনের প্রথম ভূমিকম্পের ঘটনা ছিলো সেটি তাই অনেক ঘাবড়ানো অবস্থায় ছিলাম! সাথে ছোট বাচ্চারা এবং বাইরে ছিল প্রচন্ড শীত তাই বাইরে বেশীক্ষন থাকটাও সম্ভব ছিলো না! আল্লাহ আমাদের সেই বিপদ থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ!

কিছুক্ষন পর পর দেশী ভাইবোনরা এমনিতেও মেসেজ পাঠাতো আর কিছু ক্ষন আবারো ভূমিকম্প হবে, সেই সংবাদে তো আবার ভয় পেতাম কিন্তু পরে সংবাদে বলেছিলো যে এটা আসলে পূ্রবে জানার কোন উপায় নেই! ঘটার পরেই ধরা পড়ে!

ব্যস্তার মাঝেও সময় দিয়ে পড়া এবং অনুপ্রেরনা দিয়ে মন্তব্য করার জন্য আন্তরিক শুকরিয়া! আপনার নিয়ামত নিয়ে লিখাগুলো বাচ্চাদের সাথে শেয়ার করছি!

জাযাকাল্লাহু খাইর!Good Luck Praying
316896
২৬ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভূমিকম্পের একটি রাত, কিছু ভয় কিছু ভাবনা আর তার আত্নসমালচনা আমাকে আমার রবের অনেক কাছে নিয়ে এসেছিলো। আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয়!

আপনার লেখা সুন্দর। প্রানবন্ত। ধন্যবাদ।

প্রশ্ন- আপনি কিন্তু আরবী তন্ত্রমন্ত্র মুখস্ত করে আল্লার একমাত্র প্রিয় মুসলিম হিসেবে পরকালের সুখ, পুলক, বসতভিটা সব বন্দবস্ত প্রায় করে ফেলেছেন।
কিন্তু যারা আপনার আল্লায় মোটেও বিশ্বাস রাখে না, অথচ ভূমিকম্পের Tectonic Plates, Plate Boundaries নিয়ে দিনরাত গবেষণা করে, পূর্বাভাস দিয়ে জনসচেনতা তৈরি করে, ভুমিকম্প প্রবন অঞ্চল চিহ্নিত করে দেয়, ধ্বংসাত্মক ভূমিকম্পের হাত থেকে বাঁচার কৌশলগত গত অবকাঠম নির্মানের প্রযুক্তি উদ্বাবন করে, তাৎক্ষনিক উদ্ধার তৎপরতার ভারি যন্তযান নির্মান করার অক্লান্ত সময় ব্যায় করে। ওদের জন্য আপনার আল্লা কি বন্দবস্ত করেছেন? বলেন তো, শুনি?
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৯
258140
শেখের পোলা লিখেছেন : আল্লাহ কারও আমল নষ্ট করেন না৷ আপনার নিজের বিষয়েও প্রশ্ন করে জেনে নিতেন!
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
258180
সাদিয়া মুকিম লিখেছেন : শ্রদ্ধেয় ভাই, আপনার ফুয়াদ নামটি মুসলিম পরিচয় বহন করে যার অর্থ- হৃদয়! আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সম্ভাষন- আসসালামুআলাইকুম- আপনার উপর শান্তি বর্ষিত হোক!Happy
মন্তব্যের প্রথামাংশে আপনার করা অনুপ্রেরনার জন্য আন্তরিক ধন্যবাদ!

আমরা যারা মুসলিম- ইসলাম ধর্মের উপর ঈমান এনেছি এবং আল্লাহ কে রব, প্রভু এবং ইলাহ হিসেবে মানি, আমরা বিশ্বাস করি আমাদের প্রভুর নিকট আমল গ্রহনযোগ্য হওয়ার জন্য ঈমান বা বিশ্বাস প্রথম শর্ত! যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আল্লাহ তাদের ভালো এবং মন্দ উভয়ের অনু পরিমান কাজগুলোর প্রতিদান দিবেন কাউকে বন্চিত করা হবে না!

আর যারা বিশ্বাসী নয় অথচ অনেক ভালো কাজ করে যাচ্ছে তাদের প্রতিও আমার রব অবিচার করবেন না তাদের প্রতিদান এই পৃথিবীতেই দিয়ে দেয়া হবে পরকালে তাদের কোন অংশ নেই!

চমৎকার প্রশ্নটির জন্য আরো একবার ধন্যবাদ আপনাকে! ভালো থাকুন সবসময়, সঠিক বিশ্বাসের উপর জীবন গড়ে তুলুন!

Happy Good Luck Good Luck Good Luck


316898
২৬ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৪
ছালসাবিল লিখেছেন : কালকে প্রচুর ভয় পেয়েছিলাম। Worried ভাবছিলাম মৃত্যুর সময় কালেমা পড়তে পারবো তো!! Worried ফ্যানটা দোলনার মতো দুলছিলো। Worried আল্লাহই রক্ষাকারী। আমার একটাই টেনশন “মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, আল্লাহ যেন মুসলিম হিসেবে মৃত্যু দেন আমীন” Worried
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৫
258182
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

এটাই কিন্তু আমাদের জন্য ভাবনার বিষয়! ঠিক ভূমিকম্পের সময় আমরা একেকজন একেক কাজে ব্যস্ত ছিলাম, যখন ভূমিকম্প শুরু হলো, জমিন দুলে উঠলো সবার আগে আমাদের অন্তর ঠিক কার স্মরন এসেছিলো! তিনি কি আমাদের প্রভু? উনার সুমহান কালিমাই কি কন্ঠে ধারন করেছি?
আমরা এখান থেকেই শিক্ষা গ্রহন করতে পারি , আমাদের ভালো কাজে মনোনিবেশ করতে হবে এবং অভ্যস্থ করতে হবে সব অবস্থায় আগে আল্লাহর স্মরন অন্তরে আনার ব্যাপারে!

“মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, আল্লাহ যেন মুসলিম হিসেবে মৃত্যু দেন আমীন! আরো সুন্দর করে বলতে পারি শহিদী মৃত্যু দান করুন! আমীন!

জাযাকাল্লাহু খাইর!
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২২
258287
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুমআসসালাম Happy আপনার দুআ আল্লাহ কবুল করুন আমীন। Love Struck
316905
২৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৭
সুমন আখন্দ লিখেছেন : ভূমিকম্পের সময় প্রথমেই কি করনীয়?
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
258185
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

যখনি বুঝতে পারবেন ভূমিকম্প হচ্ছে তখনি সর্বোচ্চ চেস্টা করুন মনোবল না হারাতে, সাহসী হতে ! কালিমা পড়ুন এবং আল্লাহর উপর ভরসা করুন!

করনীয় যা করতে পারেন-

খুব বেশি নড়াচড়া করবেন না! দৌড়াদৌড়ি করবেন না! ঘরের মধ্য পয়েন্টে না থেকে বরং দেয়াল ঘেসে বা টেবিলের নিচে থাকত এপারেন লক্ষ্য - মাথাকে আঘাত থেকে রক্ষা করা!

বাসার গ্যাস লাইন অফ করে দিবেন ।

বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ হচ্ছে সিঁড়ি তাই তড়িঘড়ি করে একসাথে অনেক মানুষ সিঁড়ি দিয়ে নামা বেশ ঝুঁকিপূর্ন! ভুলেও লিফট ব্যবহার করবেন না! পায়ে স্যান্ডেল বা জুতা পড়ুন ,মানিব্যাগ সাথে নিয়ে ধীরে বাসা থেকে বের হবেন ! ---- অনেকদিন পর মনে করার চেস্টা করলাম আমাদেরকে নিউজে এগুলো বলে সতর্কতা নির্দেশ দেয়া হয়েছিলো!

শুকরিয়া আপনাকে!জাযাকাল্লাহু খাইরPraying
316909
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কালকে আমার ৪বছরের ছোট ভাতিজাটা ওর বাবা-মায়ের করুণ অবস্হা, আশেপাশের মানুষের চিৎকার, কান্না দেখে ভয় পেয়ে কান্না শুরু করে দিল ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। নীচে নামতে নামতে দেখি মানুষজন সব ভয়ে ঘর বাড়ি, দরজা খোলা রেখেই ছুটছে। কেউবা পায়ের সেন্ডেলটাও পরতে ভুলে গেছ। ঘরে কত দামি দামি জিনিসপত্র, রাস্তায় মানুষ আর মানুষ সবার চোখে মুখে ভয় । কারো দিক কারো তাকানোর সময়ও নেই ইয়া নাফসি! ইয়া নাফসি! আমি অবশ্য ব্যাপারটা উপভোগ করছিলাম মানুষের অবস্হা দেখে যারা এত বড় বড় কথা বলে কিন্তু মৃত্যু সামনে এসে দাড়ালে তারাও আল্লাহর নাম জপে। আমি বেশিক্ষণ নীচে থাকিনি ঘরে চলে আসছিলাম কারণ নীচে অস্বস্হি লাগছিল। ভাইয়া বলে এই উপরে যাও কেন? আমি বললাম মৃত্যু কপালে থাকলে এমনিতেই মরব।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৭
258189
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

সূরা হজ্জের প্রথম আয়াতগুলোর কথা মনে আছে? ঐ আয়াতগয়লো কিয়ামতের সময়ের কথা বর্ননা দিয়ে করা হয়েছে!এখন তো সামন্য কম্পন তাতেই আমাদের কি শোচনীয় অবস্থা!

আমরাও বাসা থেকে বের হইনি প্রথমত ওরা দুজনেই ছোট আবার বাইরে প্রচন্ড শীত@ বাইরে গিয়ে আধঘন্টা থাকলে এমনিতেও জমে যেতাম! অনিষহ্চিতভাবে বেশিক্ষন বাইরে থাকা সম্ভব না! পরে মনে হলো ভূমিধ্বসে মারা গেলে শহীদি মৃত্যু সুতরাং ভয়ের কি?

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয়! Praying জাযাকাল্লাহু খাইরPraying
316922
২৬ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৬
আফরা লিখেছেন : এক হুজুর বলেছে দুনিয়াটা মানুষের পাপে ভরে গিয়েছে -- এগুলো নাকি মানুষের পাপের গজব । আপু কথাটা কি সত্যি ?

জাজাকাল্লাহ খাইরান আপু ।
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩২
258141
শেখের পোলা লিখেছেন : আপুর হয়ে আমি উত্তর দিলাম, সত্যি৷ এ বিষয়ে কোরআের আয়াত আছে৷
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:০৭
258194
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! শেখের পোলা ভাইআয় তো সুন্দর করে বলেদিয়েছেন! পৃথিবীর মানুষ যখন প্রভুকে ভুলে গিয়ে অনাচার আর অশ্লীলতায় ডুবে থাকে তখন সতর্কবানী হিসেবেও ভূমিকম্পের কিছুটা আযাব পাঠানো হয়! আল্লাহ আমাদের হিফাজত করুন!Praying
316933
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আল্লাহ হেফাজত করেছেন সকলকে আলহামদুলিল্লাহ!
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:০৯
258195
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহিওয়া বারাকাতুহ!
জ্বি আপু! তবে প্রায় সেই দিনগুলোর কথা মনে আসে! দোআ করি মৃত্যু বা ভূমিকম্প বা যেই পরীক্ষাই আসুক না কেনো ঈমানহারা যেনো না হই!

দোআ করবেন!আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।শুকরিয়াGood Luck Praying
316949
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু। আপনার পোষ্টটি পড়ে মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। শান্তীর নীড় কে ভয় করা, ছোট বাসাটির প্রতিটি কণায় ভালোবাসা, স্বামী সন্তানদের ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা। কিন্তু সামান্য সবকিছু মরিচিকা মনে হওয়া সত্যিই অবাক করার মত ব্যাপার। আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তাওফীক দান করুক।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১১
258196
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহিওয়া বারাকাতুহ !

চমৎকার মন্তব্য করে অনুপ্রেরনা রাখার জন্য শুকরিয়া! দেশে আমাদের ভাবী, জান্নাতমনি, বাকি স্বজনরা সবাই ভালো আছেন তো?

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।শুকরিয়াGood Luck Praying
316955
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় ছোট আপি। অতীত স্মৃতির পাতায় মোড়ানো অত্যন্ত কঠিন উপলব্ধি ও অভিজ্ঞতাগুলোকে তোমার লিখায় সুন্দর সাবলীল ও অসাধারণ উপস্থাপনায় হৃদয়গ্রাহী হয়ে উঠে যা সবসময় আমাকে মুগ্ধ করে। এই লিখাটিও তার ব্যতিক্রম নয় আপি। যদিও লিখাটি পড়ে আমারও কম্পিত বুক অস্থির হয়ে উঠছিল মৃত্যুর চিরায়িত ভাবনায় যার স্বাদ প্রতিটি প্রাণীকেই স্পর্শ করবে। আমাদের এই অস্থায়ী মোহ কতটা মরীচিকা তা এই ভূমিকম্পের মধ্যেও বেশ স্পষ্ট।

অনিন্দ্য সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১৬
258200
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহিওয়া বারাকাতুহ আপুনি!

আপু আজকে আমাদের হালাকায় সূরা আল ক্বরিয়াহ এর আলোচনা ছিলো! কোআরানের আয়াতগুলো এবং হাদীসগুলো থেকে কিয়ামতের যে কঠিন দৃশ্য আমাদের সামনে চিত্রায়িত হয়েছে তার তুলনায় এই ক্ষনিকের ভূমিকম্প কিছুই না! তবু কিভাবে ভয়ে আতংকিত হয়েছি! আল্লাহ আমাদেরকে এখান থেকে সঠিক শিক্ষা নেয়ার জন্য মনকে উন্মুক্ত করে দিন!

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।শুকরিয়া প্রিয় আপুনি!Angel Praying Good Luck
১০
316959
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৫
আহসান সাদী লিখেছেন : আপনার সাবলীল লেখা ভালো লাগলো। আল্লাহ আমাদের সহায় হোন।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১৭
258201
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইর!Good Luck Praying
১১
316971
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর লিখেছেন ধন্যবাদ।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১৮
258202
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহিওয়া বারাকাতুহGood Luck

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইর! দেশে সবাই ভালো আছেন তো? Praying
১২
316995
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
শেখের পোলা লিখেছেন : আপনার অনুভূতীর সাথে একাত্মতা ঘোষণা করলাম৷
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১৯
258203
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া ।

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইর! দেশে সবাই আপনজনেরা ভালো আছেন তো?Praying Good Luck
১৩
317009
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুমিকম্পের সময় মানুষের প্রকৃত ভয় পাওয়ার রুপ দেখা যায়। অতি সাহসিরাও এই সময় হয়ে যা কিংকর্তব্যবিমূর।
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:২০
258204
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া ।

আশাকরি আপনারা সবাই ভালো আছেন, হিফাজতে আছেন!

ঠিক বলেছে আপনি!

আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইর!Good Luck Praying
১৪
317134
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমিও পড়ছি আপুনি Good Luck
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৩
258307
ছালসাবিল লিখেছেন : এই যে সূর্য ভাইয়া, কোথায় পড়ছেন Smug খাট থেকে মাটিতে পড়ছেন কি Tongue
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
258358
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম! আপু জেনে খুবি আনন্দিত হলাম!Praying
১৫
317222
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : দারুন লিখেছেন। Good Luck Rose
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫১
258376
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকাল্লাহু খাইরGood Luck
১৬
317244
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : নেপালের চিত্র দেখে দেশের কথা ভেবে ভয়ে গা শিউরে উঠছে আপু। আল্লাহ আমাদের সহায় হোন। Praying Good Luck
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৭
258394
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুমHappy
আল্লাহ আমাদের সকল অবস্থায় হিফাজত করুন! আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট একটাই চাওয়া প্রকৃত মুসলিম হয়ে যেন দুনিয়াতে থাকি আর ঈমানদার অবস্হায় যেন দুনিয়া হতে বিদায় নেই। ঈমানের সাথে যেনো মরন হয়, জ়াণ্ণাতের সু- সংবাদ পেয়ে শহিদী মৃত্যু যেনো নসীব হয় ।

পড়ার এবং মন্তব্যের জন্য জাযাকিল্লাহু খাইর আপুনিLove Struck Praying Happy
১৭
318534
০৬ মে ২০১৫ রাত ০৯:২২
আওণ রাহ'বার লিখেছেন : আফসোস করছি যদি গাফেল অবস্থায় মউত হয় কি জবাব দেবো মহান রবের কাছে :'( ? ? ?
সালাতুত তাসবিহ এর আমালটা খুব দ্রুত পড়বো ইনশাআল্লাহ।
খুব মজবুত আমাল , আমার জীবনে এই আমালটা মহান রবের পক্ষ থেকে স্পেশাল উপহার মনে হয়।
আমার জন্য জাজাকাল্লাহ আপু।
০৬ মে ২০১৫ রাত ০৯:৫৭
259748
সাদিয়া মুকিম লিখেছেন : কালিমাকে কন্ঠে ধারন করেই আমাদের সামনে মালাকাল মাউত আসুক এই প্রার্থনা!

বারাকাল্লাহু ফিক!Happy
০৬ মে ২০১৫ রাত ১০:১০
259754
আওণ রাহ'বার লিখেছেন : আমিন ইয়া রব্ব।
Praying Praying Praying Praying Praying
গাফলতে আছি অনন্ত আমি।
ক্ষমা করে দাও রব তুমি Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File