কুইজ..............

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০৮ এপ্রিল, ২০১৫, ০৭:২৩:৩০ সন্ধ্যা



আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! কিছু কুইজ নিয়ে হাজির হলাম। এই কুইজ গুলো নিয়ে( আরো ছিল কম বেশি করেছি) আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম! আশাকরি ব্লগের সবাই অংশগ্রহন করবেন!

কুইজ-১) সালসাবিল উপহার স্বরুপ ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক টাকা খরচ করতে শুরু করে। কতদিন সময় লাগবে সালসাবিলের কপর্দকশূন্য(১টাকাও অবশিষ্ট থাকে না) হতে??

কুইজ- ২) আব্দুর রহিম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে রেস্টুরেন্ট গেলো । তিনজনে মিলে সিংগাড়া খেলো এবং বিল আসলো ২৫ টাকা। প্রত্যেকে মাথা পিছু ১০ টাকা দিলো বিল পরিশোধ বাবত। বয় যখন অতিরিক্ত ৫ টাকা ফেরত নিয়ে আসলো তিন বন্ধু ১ টাকা করে নিজের পকেটে রেখে দিলো এবং ২ টাকা বয় কে বখশিশ দিলো । রেস্টুরেন্ট থেকে বেড়িয়ে তিন বন্ধু হিসাব করতে লাগলো -আমরা মাথাপিছু ৩ গুন ৯ =২৭ টাকা। ২ টাকা বখশিশ মানে ২৭+২্= ২৯ টাকা । অতিরিক্ত ১ টাকা কোথায় গেলো? হিসাব মিলছে না কেনো?

কুইজ -৩) ২+২ = ৪ ! কিন্তু শুধু একটি নিয়মে ২+২ =৫ হয় কখন?

কুইজ- ৪) রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে বছর জন্ম গ্রহন করেন একটি ঐতিহাসিক ঘটনা ঘটে সে সময় এবং এ নামে একটি সূরা আছে , ঐ বছরকে কি বলা হয়?

কুইজ- ৫) পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি?

কুইজ- ৬) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?

কুইজ- ৭) কোন সাহাবীকে সাথে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হিজরত করেছেন?

কুইজ- ৮) রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হিজরতের পর কোন আনসারীর গৃহে আতিথ্য গ্রহন করেন?

কুইজ- ৯) যাতুন নিতাকাইন কাকে বলা হয়েছিলো?

কুইজ- ১০) দুনিয়ার বুকে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত । উনাদের নাম কি?

কুইজ- ১১) কোন সাহাবীর নবী ওয়ালী বৈশিষ্ট্য ছিলো?

কুইজ -১২) ঈসা আলািহিসসালাম এরকিছু মুজেজা উল্লেখ করো?

কুইজ-১৩) ইসলামের ৫টি স্তম্ভের নাম লিখো?

কুইজ-১৪) জা্ন্নাত কয়টি ও জাহান্নাম কয়টি?

কুইজ-১৫)সর্ব প্রথম নাজিলকৃত পূর্নাংগ সুরা কোনটি?

উত্তর লিখতে বসে যান প্লিজ! কোন ফিসফিস নাই, দেখা দেখি নাই কিন্তু.....................

( আইডিয়া কৃতজ্ঞতা হতভাগা ভাই)

বিষয়: বিবিধ

৩৪৮৮ বার পঠিত, ১০৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313711
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : এত প্রশ্ন দেখে তো আমার মাথা ঘুরতাছে..কি করি এখন? আপনারা কে কোথায় আমার মাথায় পানি ঢালুন। মাথা ঠান্ডা হলে জবাব....।
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৪
254697
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম মাহবুবা আপু! আপু পানি ঢালার কাউকে পেলেন ????? Tongue
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৮
254762
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাথা ঠান্ডা হওয়ার পর জবাব দিলেন ধীরে সুস্থে, অথচ এই সুস্থ মাথায় একবারো ভাইটির প্রতিযোগিতায় অনুস্পস্থিতির বিষয়টি মাথায় আসল না!!!!! ভাইয়ের ভাইয়ের শত্রু হয়য় জানি, 'ভাইয়ের শত্রু ভাই, মাছের শত্রু ছাই' আমার গ্রামে বলে, কিন্তু ভাইয়ের সাথে বোনের শত্রুতা? আপনি কি নতুন উদাহরণ সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছেন????? সাদিয়া মুকিম, আফরা, আপনি সবাই পরীক্ষা নিলেন এবং দিলেন, প্রাইজ লুফে নিলেন, অথচ আমার কথা কারোরি মাথায় আসল না!!!!!! আমার কথা নাইবা রাখেলন মনে, কিন্তু সন্ধাতারতো আপনাদের বোন!!!! উনি কোথায়?????????????????????????????????? আমার বড় বোনটাও কি ষড়যন্ত্রের শিকার আমার মত?
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৫
254791
আবু জান্নাত লিখেছেন : কালকে ঘুম বেশী পেয়েছিল? নাকি রমনায় অভিযান চলছিল? অনুপস্থিতির জন্য জরিমানা করালাম। @সাকা
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৪
254802
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি। এসব হচ্ছে কী? হায় আফসোস!! আমার ছোট ভাইটির পরীক্ষা তুমি জানো অথচ.... . সাদিয়াপু।
এখন শরীর কেমন? দুঃখ করোনা ভাইটি আগে ভালোভাবে পরীক্ষা দাও তারপর এর একটা সুন্দর বিহীত করা যাবে - গাজী ভাইয়া।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৪
254929
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর কতভাবে আমাকে নাজেহাল করা চাই!!!!!!! আর কত কষ্ট দিলে আপনাদের স্বাদ মিটবে? @ আবু জান্নাত

উনি এটাকে কিভাবে পারলেন, আমি কোনোভাবেই হিসেব মিলাতে পারছি না!!!!! আমার কাছে যা একেবারেই অপ্রত্যাশিত!

কিছুটা ভালো, আলহামদুলিল্লাহ্‌, পুরোপুরি সুস্থ নই। দোয়া করবেন। বিহিতের কথা ভুলে যাবেন না কিন্তু ! @ সন্ধাতারা
313718
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৬
দ্য স্লেভ লিখেছেন : ১০২৪ টাকার অর্ধেক ..মানে ২ দিনেই তো শেষ আর আমার কাছে থাকলে কয়েক মুহুর্তেই....

২. অতিরিক্ত একটার হিসাব েমেলানোর দরকার নেই, ওই টাকাটা দিয়ে একটু কাঠি লজেন্স কিনে চুষতে চুষতে সালাহউদ্দীন সাহেব এই চিন্তাটাই করছে.....

৩. ২+২=৫ তখনই হয় যখন ভুল হয়

৪. বেশীরভাগ ঐতিহাসিকের মতে তার(সাঃ)জন্মের ৫০ দিন আগের ঘটনা সেটি। সূরা ফিল।

৫.মসজিদে কুবা। হিজরতের সময় এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

৬.হযরত বিলাল(রাঃ)

৭. আবু বকর(রাঃ)

৮. মাথা চুলকাচ্ছি না,কারন চুলকানিতে এটা মাথায় আসার সম্ভাবনা নেই..

৯. হযরত আছিয়া, মারিয়াম,ফাতিমা,হাজেরা,সারা,খাদিজা....এদের বাইরে হলে আর জানিনা...

১০. হযরত ওমরের বিষয়ে এরকম শুনেছিলাম। আবার একটি হাদীসে রসূল(সাঃ)বলেন আলীকে(রাঃ) মূসার যেমন হারুন,আমার তেমন আলী....আপনিই বলেন...কোনটা ঠিক

১১.ঈশা(অঅঃ) অন্ধকে আল্লাহর ইচ্ছায় ঠিক করে দিতেন। কুম বেইজনিল্লাহ বলে সম্ভবত একবার মরা মানুষকেও জিন্দা করেছেন..

১২. ঈমান,নামাজ,রোজা,জাকাত,হজ্জ
১৩. জান্নাত ৮টি,জাহান্নাম ৭টি

১৪. এইটা জানা নেই....সূরা কাওসার কিনা কে জানে...এটা প্রথম দিকে নাযিল হয়েছিল চ্যালেঞ্জ হিসেবে...
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৭
254660
আবু জান্নাত লিখেছেন : সূরায়ে ফাতেহা। আলহামদু সূরা।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৩
254703
সাদিয়া মুকিম লিখেছেন : ১্) সালসাবিল ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক পরিমান খরচ করে। কপর্দকশূন্য বা এক টাকাও অবশিষ্ট হতে কয় দিন লাগবে?

উত্তর - ১ম দিন ১০২৪ টাকা

২য় দিন ১০২৪ : ২ = ৫১২ টাকা

৩য় দিন ৫১২ : ২ = ২৫৬ টাকা

৪র্থ দিন ২৫৬ : ২ = ১২৮ টাকা

৫ম দিন ১২৮ : ২ = ৬৪ টাকা

৬ষ্ঠ দিন ৬৪ : ২ = ৩২ টাকা

৭ম দিন ৩২ : ২ = ১৬ টাকা

৮ম দিন ১৬ : ২ = ৮ টাকা

৯ম দিন ৮: ২ = ৪ টাকা

১০ ম দিন ৪ : ২ = ২ টাকা

১১ তম দিন ২ : ২ = ১ টাকা

১২ তম দিন ১ : ২ = .০৫ পয়সা

সুতরাং সালসাবিলের ১ টাকা ও অবশিষ্ট থাকবে না ১২ তম দিনে!

২) আব্দুর রহীম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে মোট বিল পরিশোধ করলো ২৫+(বখশিশ) ২ + পকেটে ৩ টাকা = ৩০ টাকা । (ঐ ভাবে হিসাবটা সঠিক ছিল না)

৩) ২+ ২ = ৪ । শুধু ভুল করলেই ৫ হয় ।

৪) আমূল ফীল বা হস্তীবর্ষ নামে পরিচিত । সূরা ফীল ।

৫) সর্বপ্রথম মসজিদ- মসজিদে হারাম/ বায়তুল্লাহ / মক্কা

৬)প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু!

৭) আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ।

৮) আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু র ঘরে ।

৯) আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে।( কোমর বন্ধনী ছিরে দুভাগ করে খাবার নিয়েছিলেন)

১০ ) দুনিয়ার বুকে যে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত উনারা হলেন - ইমরানের মেয়ে মারইয়াম , খুওয়াইলেদের মেয়ে খাদীজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা , মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ফেরাউনের স্ত্রী আসীয়া।

১১) উমার রাদিয়াল্লাহু আনহু এর নবী ওয়ালি বৈশিষ্ট্য ছিল।

১২) ‘আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানী নিয়ে এসেছি ৷ আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরী করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে৷ আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি৷ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো৷ এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ঠ নিশানী রয়েছে, যদি তোমরা ঈমানদার হও ( ইমরান ৪৯)

১৩) ইমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ।

১৪) জান্নাত ৮ টি , জাহান্নাম ৭ টি ।

১৫) সুরা ফাতিহা সর্ব প্রথম নাযিল হওয়া পুর্নাংগ সুরা।


১৫ টি কুইজে আপনার সঠিক উত্তর হয়েছে ৭ টি । আলহামদুলিল্লাহ । মাশাআল্লাহ!

আল্লাহর অবারিত রহমাহ আর বারাকাহ বর্ষিত হোক আপনার জীবনে! জ্ঞানের জগতে সীমাহীন বিচরন চলুক, তার আলোয় আলোকিত হোক দুজাহান!আমিন।

জাযাকাল্লাহু খাইর! Good Luck
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:২৯
254721
সাদিয়া মুকিম লিখেছেন : আপনি সবার আগে উত্তর দিয়েছেন, আপনার স্থান তৃতীয় এবং আপনি কুইজ পোস্টে চ্যম্পিয়ান হয়েছেন!










Praying Good Luck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৬
254734
দ্য স্লেভ লিখেছেন : যে উপহার পেলাম তা দিয়ে সপ্তাহ খানেক বেশ চলে যাবে...এরকম কুইজ আরো দরকার। তবে একটা িবিষয়, কিছু কিছু বিষয়ে ঐতিহাসিকদের কিছুটা ভিন্নমত অঅছে তাই কখনও কখনও আপনার জানা বিষয়টি সঠিক মনে হলেও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখাতে তাদেরটাও মেনে নিতে হবে। তাহলে আমরা বেশী ঐক্য তৈরী করতে পারব। তবে সেসব ক্ষেত্রে সূত্র উল্লেখ করাই বাঞ্চনীয়। উদ্যোগটি সুপার হয়েছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৩
254766
ফাতিমা মারিয়াম লিখেছেন : সিঙ্গাড়ার প্লেট দেখেই মাথা নষ্ট হয়ে গেল!!!!! আপাতত কপোতাক্ষের কয়েক ট্যাংক পানি নিয়েই সন্তুষ্ট থাকেন হে খাদক ভাইজানSmug
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৭
254792
আবু জান্নাত লিখেছেন : ওরে বা.........স! মাত্র সাতটি প্রশ্নের উত্তর দিয়েই চ্যম্পিয়ন? Crying Crying Crying এ অবিচার আমি মানি না, সুপ্রিম কোর্টে যাবো। Tongue Tongue Tongue
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৮
254965
দ্য স্লেভ লিখেছেন : @ আবু জান্নাত ভাই: যান কোর্টে যান....তবে কোর্টের বারান্দা থেকেই কিডন্যাপড হয়ে যাবেন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আর আপনার শাস্তি হিসেবে নাস্তা হবে পান্তাভাতের সাথে তেলাপোকা....
313720
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:১১
আফরা লিখেছেন : ১। টাকা শেষ হবে না কখনো ।
২। ৩ দশে ত্রিশ । ২৫ টাকা বিল ২ টাকা বয়কে দিল আর তিন বন্ধু তিন টাকা নিল ৩০ টাকাই তো হল ।

৩,২+২ =৫ হয় যখন ভুল হয় ।

৫।মাসজিদুল হারাম-
৬। হযরত বেলাল

৭। হযরত আবুবকর (রাঃ)

৯।আসমা বিনতু আবী বকর (রাঃ)

১০ ।খাদিজা (রাঃ)আয়েশা (রাঃ) আছিয়া আরেক জন আমি শিউর না তবে মনে হয় ফাতিমা(রাঃ)

১৩ । ঈমান, নামাজ, রোজা ,যাকাত ও হজ্ব

১৪ ।জান্নাত ৮টি ও জাহান্নাম ৭ টি ।

১৫ সুরা ফাতিহা ।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
254704
সাদিয়া মুকিম লিখেছেন : ১্) সালসাবিল ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক পরিমান খরচ করে। কপর্দকশূন্য বা এক টাকাও অবশিষ্ট হতে কয় দিন লাগবে?

উত্তর - ১ম দিন ১০২৪ টাকা

২য় দিন ১০২৪ : ২ = ৫১২ টাকা

৩য় দিন ৫১২ : ২ = ২৫৬ টাকা

৪র্থ দিন ২৫৬ : ২ = ১২৮ টাকা

৫ম দিন ১২৮ : ২ = ৬৪ টাকা

৬ষ্ঠ দিন ৬৪ : ২ = ৩২ টাকা

৭ম দিন ৩২ : ২ = ১৬ টাকা

৮ম দিন ১৬ : ২ = ৮ টাকা

৯ম দিন ৮: ২ = ৪ টাকা

১০ ম দিন ৪ : ২ = ২ টাকা

১১ তম দিন ২ : ২ = ১ টাকা

১২ তম দিন ১ : ২ = .০৫ পয়সা

সুতরাং সালসাবিলের ১ টাকা ও অবশিষ্ট থাকবে না ১২ তম দিনে!

২) আব্দুর রহীম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে মোট বিল পরিশোধ করলো ২৫+(বখশিশ) ২ + পকেটে ৩ টাকা = ৩০ টাকা । (ঐ ভাবে হিসাবটা সঠিক ছিল না)

৩) ২+ ২ = ৪ । শুধু ভুল করলেই ৫ হয় ।

৪) আমূল ফীল বা হস্তীবর্ষ নামে পরিচিত । সূরা ফীল ।

৫) সর্বপ্রথম মসজিদ- মসজিদে হারাম/ বায়তুল্লাহ / মক্কা

৬)প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু!

৭) আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ।

৮) আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু র ঘরে ।

৯) আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে।( কোমর বন্ধনী ছিরে দুভাগ করে খাবার নিয়েছিলেন)

১০ ) দুনিয়ার বুকে যে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত উনারা হলেন - ইমরানের মেয়ে মারইয়াম , খুওয়াইলেদের মেয়ে খাদীজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা , মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ফেরাউনের স্ত্রী আসীয়া।

১১) উমার রাদিয়াল্লাহু আনহু এর নবী ওয়ালি বৈশিষ্ট্য ছিল।

১২) ‘আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানী নিয়ে এসেছি ৷ আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরী করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে৷ আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি৷ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো৷ এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ঠ নিশানী রয়েছে, যদি তোমরা ঈমানদার হও ( ইমরান ৪৯)

১৩) ইমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ।

১৪) জান্নাত ৮ টি , জাহান্নাম ৭ টি ।

১৫) সুরা ফাতিহা সর্ব প্রথম নাযিল হওয়া পুর্নাংগ সুরা।

১৫ টি কুইজে ৯ টি সঠিক উত্ত্র আমাদের ছোট আফরা মনির! মাশা আল্লাহ! তোমার পারফর্মেন্সে অনেক খুশি হয়েছি আপু!

জাযাকিল্লাহু খাইর!Love Struck
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১৯
254715
সাদিয়া মুকিম লিখেছেন : ২য় হয়েছে আমাদের ছোট আপু আফরামনি এবং আবু জান্নাত ভাই!


০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৩
254733
দ্য স্লেভ লিখেছেন : আমি প্রথম হয়েছি,আমি চ্যাম্পিয়ন। যে প্রথম হওয়ার দাবী করবে তার খবর আছে....
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৩
254760
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কেন জানি মনে হচ্ছে, আবু জান্নতা (পাজি) আমাকে প্রতিযোগিতা থেকে দূরে ঠেলে দেবার ষড়যন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে !
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৯
254793
আবু জান্নাত লিখেছেন : যাকগে, প্রথম হওয়ার দরকার নেই, আমি আমার বোনটিকে নিয়ে একসাথে আছি এটাই আমার আনন্দ। কি বল! আফরামনি। আমার বোন।
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪৩
254798
আবু জান্নাত লিখেছেন : পরীক্ষার সময় 'হলে' উপস্থিত না হয়ে পরে কান্নাকাটির নযির এই প্রথম, তবে যতই কান্নাকাটি করেন লাভ হবে না যদি এখন সঠিক উত্তর দেন তবে তা হবে প্রশ্ন ফাঁস মার্কা পরীক্ষা। বুঝলেন সাকা মিয়া! কান্না না আসলে পিঁয়াজ কাটতে থাকুন, তবেই কান্না হয়ে যাবে। Winking) Winking) Winking)
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪১
254927
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওহ!!!!!! কি জঘন্য পরিহাস!!!!!! মজলুমের অসহায়ত্ব আল্লাহর চোখ এড়ায় না!!!!! @ আবু জান্নাত
313745
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩২
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কিছু কুইজের উত্তর নিয়ে হাজির হলাম।
কুইজ-১) সালসাবিল এর টাকা দু দিনেই শেষ।

কুইজ-২) আব্দুর রহিম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে রেস্টুরেন্ট গেলো।
সালাউদ্দিন ভাইকে না পেলেও আব্দুর রহিম + আবু জান্নাত ঠিকই নাস্তা সেরে নিল। সালাউদ্দনকে মোবাইলে দাওয়াত দেওয়া হল। মাত্র ১০দিন আগে এ কাজ করেছে।

কুইজ -৩) ২+২ = ৪ ! কিন্তু শুধু একটি নিয়মে ২+২ =৫ হয়, যখন ক্ষিধে বেশী থাকে তখন ২+২=৫ রুটি।

কুইজ-৪) রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে বছর জন্ম গ্রহন করেন একটি ঐতিহাসিক ঘটনা ঘটে সে সময় এবং এ নামে একটি সূরা আছে, (সূরায়ে ফিল) ঐ বছরকে কি বলা হয়?- Crying Crying মনে আসছে না।

কুইজ-৫) পৃথিবীর সর্বপ্রথম মসজিদ বাইতুল্লাহ, কিন্তু ইসলামের সর্ব প্রথম মসজিদ মসজিদে কুবা। হিজরতের সময় তৈরী করা হয়, সর্বপ্রথম জুমা আদায় সেখানে।

কুইজ-৬) ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল (রাঃ)

কুইজ-৭) হযরত আবু বকর (রাঃ)কে সাথে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন।

কুইজ-৮) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর হযরত আবু আইয়ুব আনসারীর (রা}) গৃহে আতিথ্য গ্রহন করেন।

কুইজ-৯) যাতুন নিতাকাইন কাকে বলা হয়েছিলো? প্রশ্নটি বুঝলাম না।

কুইজ-১০) দুনিয়ার বুকে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত । উনাদের নাম হচ্ছে, হাজেরা ইবরাহিম (আঃ) এর স্ত্রী। আছিয়া ফেরআউনের স্ত্রী। মারিয়াম ঈসা (আঃ) এর মা। খাদিজা (রাঃ) রাসূল (সাঃ) এর স্ত্রী।

কুইজ-১১) হযরত ওমর (রাঃ) এর নবী ওয়ালী বৈশিষ্ট্য ছিলো। রাসূল (সাঃ) বলেছেনঃ আমার পরে কেউ যদি নবী হত তবে ওমর বিন খাত্তাব হইত। তিরমিজি শরীফ।

কুইজ-১২) ঈসা আলািহিসসালাম এরকিছু মুজেজা হল শ্বেত রোগীকে হাত বুলালে ভালো হয়ে যাওয়া, জন্মান্ধের চোখের উপর হাত রাখতে ভালো হয়ে যাওয়া, কবরের পাশ্বে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়া ইত্যাদি।

কুইজ-১৩) ইসলামের ৫টি স্তম্ভের নাম হল ঈমান, সালাত, যাকাত, সিয়াম ও হজ্জ।

কুইজ-১৪) জা্ন্নাত ৮টি ও জাহান্নাম ৭টি?

কুইজ-১৫)সর্ব প্রথম নাজিলকৃত পূর্নাংগ সুরা সূরায়ে ফাতেহা।

কারো সাথে ফিস ফিস করি নাই আপু। ১০০ নাম্বার চাই।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
254705
সাদিয়া মুকিম লিখেছেন : ১্) সালসাবিল ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক পরিমান খরচ করে। কপর্দকশূন্য বা এক টাকাও অবশিষ্ট হতে কয় দিন লাগবে?

উত্তর - ১ম দিন ১০২৪ টাকা

২য় দিন ১০২৪ : ২ = ৫১২ টাকা

৩য় দিন ৫১২ : ২ = ২৫৬ টাকা

৪র্থ দিন ২৫৬ : ২ = ১২৮ টাকা

৫ম দিন ১২৮ : ২ = ৬৪ টাকা

৬ষ্ঠ দিন ৬৪ : ২ = ৩২ টাকা

৭ম দিন ৩২ : ২ = ১৬ টাকা

৮ম দিন ১৬ : ২ = ৮ টাকা

৯ম দিন ৮: ২ = ৪ টাকা

১০ ম দিন ৪ : ২ = ২ টাকা

১১ তম দিন ২ : ২ = ১ টাকা

১২ তম দিন ১ : ২ = .০৫ পয়সা

সুতরাং সালসাবিলের ১ টাকা ও অবশিষ্ট থাকবে না ১২ তম দিনে!

২) আব্দুর রহীম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে মোট বিল পরিশোধ করলো ২৫+(বখশিশ) ২ + পকেটে ৩ টাকা = ৩০ টাকা । (ঐ ভাবে হিসাবটা সঠিক ছিল না)

৩) ২+ ২ = ৪ । শুধু ভুল করলেই ৫ হয় ।

৪) আমূল ফীল বা হস্তীবর্ষ নামে পরিচিত । সূরা ফীল ।

৫) সর্বপ্রথম মসজিদ- মসজিদে হারাম/ বায়তুল্লাহ / মক্কা

৬)প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু!

৭) আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ।

৮) আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু র ঘরে ।

৯) আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে।( কোমর বন্ধনী ছিরে দুভাগ করে খাবার নিয়েছিলেন)

১০ ) দুনিয়ার বুকে যে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত উনারা হলেন - ইমরানের মেয়ে মারইয়াম , খুওয়াইলেদের মেয়ে খাদীজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা , মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ফেরাউনের স্ত্রী আসীয়া।

১১) উমার রাদিয়াল্লাহু আনহু এর নবী ওয়ালি বৈশিষ্ট্য ছিল।

১২) ‘আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানী নিয়ে এসেছি ৷ আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরী করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে৷ আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি৷ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো৷ এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ঠ নিশানী রয়েছে, যদি তোমরা ঈমানদার হও ( ইমরান ৪৯)

১৩) ইমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ।

১৪) জান্নাত ৮ টি , জাহান্নাম ৭ টি ।

১৫) সুরা ফাতিহা সর্ব প্রথম নাযিল হওয়া পুর্নাংগ সুরা।


মাশা আল্লাহ ! ভাইয়া আপনি শুধু আমাদের উৎসাহ দেয়ার জন্য অংশগ্রহণ করেছি বুঝতে পেরেছি এবং আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ!

আপনার সঠিক উত্তর ৯টি ! মাশা আল্লাহ! অনেক অনেক শুকরিয়া ভাইয়া!
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:২১
254716
সাদিয়া মুকিম লিখেছেন : শ্রদ্ধেয় আবু জান্নাট ভাই এবং ছোট াপু আফরা দুজনে ২য় হয়েছেন -


০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৯
254735
দ্য স্লেভ লিখেছেন : আবু জান্নাত ভাই,আপনি আমার থেকে বেশী প্রশ্নের সফিক উত্তর দিয়েছেন কিন্তু চ্যাম্পিয়ন আমি। যদি প্রশ্ন করেন কিভাবে ? তবে উত্ত: এটাই চলছে...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫০
254822
আবু জান্নাত লিখেছেন : আপনি যে খাদক, আমার পুরস্কারগুলোও আপনি খেয়ে ফেলুন। আপনাকে প্রশ্ন করার স্পর্ধা আমার নেই। Good Luck Good Luck Good Luck বুঝলেন দ্যা স্লেভ ভাইয়া!
313746
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কুইজ-১) সালসাবিল উপহার স্বরুপ ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক টাকা খরচ করতে শুরু করে। কতদিন সময় লাগবে তুহিনের কপর্দকশূন্য(১টাকাও অবশিষ্ট থাকে না) হতে??
উত্তরঃ- ১০২৪ টাকার অর্ধেক ..মানে ২ দিনেই তো শেষ!

কুইজ- ২) আব্দুর রহিম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে রেস্টুরেন্ট গেলো । তিনজনে মিলে সিংগাড়া খেলো এবং বিল আসলো ২৫ টাকা। প্রত্যেকে মাথা পিছু ১০ টাকা দিলো বিল পরিশোধ বাবত। বয় যখন অতিরিক্ত ৫ টাকা ফেরত নিয়ে আসলো তিন বন্ধু ১ টাকা করে নিজের পকেটে রেখে দিলো এবং ২ টাকা বয় কে বখশিশ দিলো । রেস্টুরেন্ট থেকে বেড়িয়ে তিন বন্ধু হিসাব করতে লাগলো -আমরা মাথাপিছু ৩ গুন ৯ =২৭ টাকা। ২ টাকা বখশিশ মানে ২৭+২্= ২৯ টাকা । অতিরিক্ত ১ টাকা কোথায় গেলো? হিসাব মিলছে না কেনো?
উত্তরঃ- ৩ গুন ৩= ৯গুণ ৩=২৭ মালিক দুইটাকা কম রেখেছে আর পাঁচ টাকা ফেরত দিয়েছে দুইটাকা হোটেল বয়কে বকশিশ দিয়েছে আর বাকি তিনটাকা তিন জনের পকেটে হিসাব মিলে গেছে.হুররে.......।
কুইজ -৩) ২+২ = ৪! কিন্তু শুধু একটি নিয়মে ২+২ =৫ হয় কখন?
উত্তরঃ- যখন ভুল হয়।
কুইজ- ৪) রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে বছর জন্ম গ্রহন করেন একটি ঐতিহাসিক ঘটনা ঘটে সে সময় এবং এ নামে একটি সূরা আছে , ঐ বছরকে কি বলা হয়?
উত্তরঃ- সূরার নাম ফিল! ঐ বছরকে বলে "হাতির বছর" আরবীতে عام الفيل
ঐতিহাসিক ঘটনা হলো ইয়েমেনের বাদশা আবরাহা কাবা ধংস করতে আসে
'আম আল-ফীল
লিখে দিয়েছি তো
عام الفيل
عام=বছর
الفيل=হাতি

কুইজ- ৫) পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি?
উত্তরঃ- মাসজিদে কুবা!
কুইজ- ৬) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?
উত্তরঃ- হযরত বেলাল (রাযিঃ)
কুইজ- ৭) কোন সাহাবীকে সাথে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হিজরত করেছেন?
উত্তরঃ- হযরত আবু বকর (রাযিঃ) কে নিয়ে।
কুইজ- ৮) রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হিজরতের পর কোন আনসারীর গৃহে আতিথ্য গ্রহন করেন?
উত্তরঃ- আবু আইয়ুব আনসারী (রাযিঃ) এর ঘরে।
কুইজ- ৯)যাতুন নিতাকাইন কাকে বলা হয়েছিলো?
উত্তরঃ- আসমা বিনতে আবু বকর (রাঃ)
কুইজ- ১০) দুনিয়ার বুকে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত । উনাদের নাম কি?
উত্তরঃ- হযরত আছিয়া (আঃ) হযরত হাজেরা (আঃ) হযরত মারইয়াম (আঃ) হযরত খাদিজা (রাযিঃ)
কুইজ- ১১) কোন সাহাবীর নবী ওয়ালী বৈশিষ্ট্য ছিলো?
উত্তরঃ- নাম - উমর ইবনুল খাত্তাব (রাঃ)। উপনাম - আবুল হাফস। উপাধি - আল-ফারুক। পিতা - খাত্তাব, মাতা - হানতামা বিনতে হাশেম ইবনে মুগীরা। জন্ম - হিজরতের ৪০ বছর পূর্বে রাসূল (সাঃ) এর জন্মের ১৩ বছর পর ৫৮৩ খৃষ্টাব্দে। প্রাথমিক জ্ঞান - উট চরাতেন। যৌবনে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা শিক্ষা লাভ করেন। ইসলাম গ্রহণ - নবুওয়াতের ৬ষ্ঠ সালে ৪০ তম ব্যক্তি হিসাবে। লাফতের দায়িত্ব - হিজরী ১৩ সালের ২৩ জমাদিউল উলা। ২৪ শে আগষ্ট ৬৩৪ সাল খিলাফতকাল ১০ বছর ৬ মাস। বিডিতে রাজ্য ১০৩৬। হিজরী সন প্রবর্তক।
মর্যাদা-হুজুর স বলেন, আমার পরে কেউ যদি নবী হতো, তাহলে সে হতো ওমর (রা)। তিনি মোট হাদীস বর্ণনা করেছেন - মোট ৫৩৯টি। এককভাবে বুখারীতে ৯টি মুসলিমে ১৫টি। হিজরী ২৩ সালের ২৪শে জিলহজ্জ বুধবার মসজিদে নববীতে ইমামতি করার সময় মুগীরা বিন শুরার দাস আবু লুল’র বিষাক্ত তরবারীর আঘাতে আহত হয়ে ৩দিন পর ২৭শে জিলহজ্জ শনিবার শাহাদাত বরণ করেন হযরত উমার (রাযিঃ)
কুইজ -১২) ঈসা আলািহিসসালাম এরকিছু মুজেজা উল্লেখ করো?
উত্তরঃ- হযরত ইষা আলাইহিস সালাম অন্ধের চোখে হাত মুছে দিলে সে দেখতে পেত
কুষ্ঠ রুগির গায়ে হাত বুলিয়ে দিলে সে ভালো হয়ে যেত এবং মৃত্য মানুষকে জীবিত করতে পারতেন। এটা আল্লাহ প্রদত্ত এই নবীর মু'জিজা।
কুইজ-১৩) ইসলামের ৫টি স্তম্ভের নাম লিখো?
উত্তরঃ- ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ্জ
কুইজ-১৪) জা্ন্নাত কয়টি ও জাহান্নাম কয়টি?
উত্তরঃ- জান্নাত আটটি ও জাহান্নাম সাতটি!
কুইজ-১৫)সর্ব প্রথম নাজিলকৃত পূর্নাংগ সুরা কোনটি?
উত্তরঃ- সূরাহ ফাতিহা!

আপু প্রথম লেখাটা ভুলে চাপ পড়ে মন্তব্য হয়ে গেছে। পারলে মুছে দেবেন। ভুলগুলো শুধরিয়ে দেবেন।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
254706
সাদিয়া মুকিম লিখেছেন : ১্) সালসাবিল ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক পরিমান খরচ করে। কপর্দকশূন্য বা এক টাকাও অবশিষ্ট হতে কয় দিন লাগবে?

উত্তর - ১ম দিন ১০২৪ টাকা

২য় দিন ১০২৪ : ২ = ৫১২ টাকা

৩য় দিন ৫১২ : ২ = ২৫৬ টাকা

৪র্থ দিন ২৫৬ : ২ = ১২৮ টাকা

৫ম দিন ১২৮ : ২ = ৬৪ টাকা

৬ষ্ঠ দিন ৬৪ : ২ = ৩২ টাকা

৭ম দিন ৩২ : ২ = ১৬ টাকা

৮ম দিন ১৬ : ২ = ৮ টাকা

৯ম দিন ৮: ২ = ৪ টাকা

১০ ম দিন ৪ : ২ = ২ টাকা

১১ তম দিন ২ : ২ = ১ টাকা

১২ তম দিন ১ : ২ = .০৫ পয়সা

সুতরাং সালসাবিলের ১ টাকা ও অবশিষ্ট থাকবে না ১২ তম দিনে!

২) আব্দুর রহীম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে মোট বিল পরিশোধ করলো ২৫+(বখশিশ) ২ + পকেটে ৩ টাকা = ৩০ টাকা । (ঐ ভাবে হিসাবটা সঠিক ছিল না)

৩) ২+ ২ = ৪ । শুধু ভুল করলেই ৫ হয় ।

৪) আমূল ফীল বা হস্তীবর্ষ নামে পরিচিত । সূরা ফীল ।

৫) সর্বপ্রথম মসজিদ- মসজিদে হারাম/ বায়তুল্লাহ / মক্কা

৬)প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু!

৭) আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ।

৮) আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু র ঘরে ।

৯) আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে।( কোমর বন্ধনী ছিরে দুভাগ করে খাবার নিয়েছিলেন)

১০ ) দুনিয়ার বুকে যে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত উনারা হলেন - ইমরানের মেয়ে মারইয়াম , খুওয়াইলেদের মেয়ে খাদীজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা , মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ফেরাউনের স্ত্রী আসীয়া।

১১) উমার রাদিয়াল্লাহু আনহু এর নবী ওয়ালি বৈশিষ্ট্য ছিল।

১২) ‘আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানী নিয়ে এসেছি ৷ আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরী করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে৷ আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি৷ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো৷ এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ঠ নিশানী রয়েছে, যদি তোমরা ঈমানদার হও ( ইমরান ৪৯)

১৩) ইমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ।

১৪) জান্নাত ৮ টি , জাহান্নাম ৭ টি ।

১৫) সুরা ফাতিহা সর্ব প্রথম নাযিল হওয়া পুর্নাংগ সুরা।

আপনার সঠিক উত্তর ১২ টি মাশা আল্লাহ! Love Struck Love Struck Love Struck Love Struck Praying Praying Praying

আপনাদের অংশগ্রহণ কুইজ পোস্ট কে অনেক আনন্দদায়ক ও শিক্ষণীয় করে তুলেছে।

জাযাকিল্লাহু খাইর! জ্ঞানের চর্চায় অবিরাম নিয়োজিত থাকুন এই শুভকামনা ও দোয়া রইল!Good Luck Good Luck Good Luck Good Luck
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১৪
254713
সাদিয়া মুকিম লিখেছেন : আপু আপনি সর্বাধিক নম্বরে বিজয়ী হয়েছেন! Love Struck Love Struck Love Struck Love Struck Praying Praying Praying
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১৭
254714
সাদিয়া মুকিম লিখেছেন :
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪১
254736
দ্য স্লেভ লিখেছেন : জি উনি প্রথম,কিন্তু পুরষ্কার আমার। প্রশ্ন: কিভাবে ? উত্তর: আমার সামনে দিয়ে পুরষ্কার নিয়ে যাবে.....হুহাহাহাহাহাহা এত সোজা...Smug Smug Smug
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪১
254759
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছোটি ভাইকে প্রতিযোগিতার বাইরে রেখে পুরুষ্কার বুকে নিয়ে ঘুম আসবে ????
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৫
254841
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আলহামদুলিল্লাহ! আল্লাহর শুকরিয়া এজন্য যে তিনি আমার মাধ্যমে সঠিক জবাব দিয়াইছেন! আপনার দেয়া পুরষ্কারের জন্য আপনাকে যাযাকুমুল্লাহ! আর এই গিফট আমার সকল ব্লগার ভাই বোনদের জন্য উৎসর্গীত!
313765
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১/খালি সালসাবিল কে টাকা দিলে হবেনা আমাদের ও দিতে হবে।
২/ সালাউদ্দিন কখনও বিল দেয়না তাই এই ঘটনা ঘটার কোন সম্ভাবনা নাই।
৩/কম্পিউটার এর প্রসেসর নষ্ট হইলে।
৪/ফিল বা হাতির বছর।
৫/মসজিদে কুবা।
৬/হযরত বিলাল (রাঃ)।
৭/হযরত আবুবকর সিদ্দিক (রাঃ)।
৮/হযরত আবু আইয়ুব আনসারি(রাঃ)।
৯/হযরত আসমা বিনতে আবুবকর (রাঃ)।
আর সময় নাই!!!
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:০১
254708
সাদিয়া মুকিম লিখেছেন : ১্) সালসাবিল ১০২৪ টাকা পেলো। প্রতিদিন সে এর থেকে অর্ধেক পরিমান খরচ করে। কপর্দকশূন্য বা এক টাকাও অবশিষ্ট হতে কয় দিন লাগবে?

উত্তর - ১ম দিন ১০২৪ টাকা, ২য় দিন১০২৪: ২ = ৫১২ টাকা,৩য় দিন ৫১২ : ২ = ২৫৬ টাকা, ৪র্থ দিন ২৫৬ : ২ = ১২৮ টাকা
৫ম দিন ১২৮ : ২ = ৬৪ টাকা,৬ষ্ঠ দিন ৬৪ : ২ = ৩২ টাকা ,৭ম দিন ৩২ : ২ = ১৬ টাকা,৮ম দিন ১৬ : ২ = ৮ টাকা,৯ম দিন ৮: ২ = ৪ টাকা,১০ ম দিন ৪ : ২ = ২ টাকা, ১১ তম দিন ২ : ২ = ১ টাকা,১২ তম দিন ১ : ২ = .০৫ পয়সা Praying

সুতরাং সালসাবিলের ১ টাকা ও অবশিষ্ট থাকবে না ১২ তম দিনে!

২) আব্দুর রহীম, সালাউদ্দিন এবং আবু জান্নাত তিন বন্ধু মিলে মোট বিল পরিশোধ করলো ২৫+(বখশিশ) ২ + পকেটে ৩ টাকা = ৩০ টাকা । (ঐ ভাবে হিসাবটা সঠিক ছিল না)

৩) ২+ ২ = ৪ । শুধু ভুল করলেই ৫ হয় ।

৪) আমূল ফীল বা হস্তীবর্ষ নামে পরিচিত । সূরা ফীল ।

৫) সর্বপ্রথম মসজিদ- মসজিদে হারাম/ বায়তুল্লাহ / মক্কা

৬)প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু!

৭) আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে ।

৮) আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু র ঘরে ।

৯) আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে।( কোমর বন্ধনী ছিরে দুভাগ করে খাবার নিয়েছিলেন)

১০ ) দুনিয়ার বুকে যে চারজন শ্রেষ্ঠ মহিলা হিসেবে খ্যাত ও সন্মানিত উনারা হলেন - ইমরানের মেয়ে মারইয়াম , খুওয়াইলেদের মেয়ে খাদীজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা , মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ফেরাউনের স্ত্রী আসীয়া।

১১) উমার রাদিয়াল্লাহু আনহু এর নবী ওয়ালি বৈশিষ্ট্য ছিল।

১২) ‘আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানী নিয়ে এসেছি ৷ আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরী করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে৷ আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি৷ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের গৃহে কি খাও ও কি মওজুদ করো৷ এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ঠ নিশানী রয়েছে, যদি তোমরা ঈমানদার হও ( ইমরান ৪৯)

১৩) ইমান, সালাত, সিয়াম, যাকাত, হজ ।

১৪) জান্নাত ৮ টি , জাহান্নাম ৭ টি ।

১৫) সুরা ফাতিহা সর্ব প্রথম নাযিল হওয়া পুর্নাংগ সুরা।


মাশা আল্লাহ ভাইয়া! আপনি হাজিরা দিয়েছেন এটেই আমি আনন্দিত ।

৬ টি সঠিক উত্তর আপনার! আপনাদের অংশগ্রহণ কুইজ পোস্ট কে অনেক আনন্দদায়ক ও শিক্ষণীয় করে তুলেছে।
জাযাকাল্লাহু খাইর!Praying
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪০
254758
গাজী সালাউদ্দিন লিখেছেন : রাগে আমার শরীর কাঁপছে!!!!! এতো বড় অপমান্সট!!!!! আপনাকে হাতের কাছে পেলে টাকা দিয়ে মেরে ভর্তা বানিয়ে হোটেলে খেয়ে বিল পরিশোধ করতাম ! @রিদোয়ান কবির সবুজ
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৭
254821
আবু জান্নাত লিখেছেন : বেশী রাগ হলে ফ্রিজে ঢুকে পডুন, ঠান্ডা হয়ে বেরিয়ে আসবেন, রাগ ও চলে যাবে, কাঁপুনি ও বন্ধ হয়ে যাবে। @সাকা
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৯
254925
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানুষ এতো নিষ্ঠুর হতে পারে!!!!

কাটা ঘায়ে লবণ ছিটানোর সংস্কৃতি এখনো বর্তমান!!!! @ আবু জান্নাত
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:০৬
255004
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue
আমি কিন্তু ভাল রাঁধতে পারি!!!!
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
255005
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Tongue Tongue
আমি কিন্তু ভাল রাঁধতে পারি!!!!
আমাকে ভর্তা বানিয়ে থাইতে পারেন তবে তা দিয়ে বিল দিতে পারবেন না!!!!!!!!!!!
313771
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৪
বৃত্তের বাইরে লিখেছেন : ৩ নং টা বলতে চেয়েছিলাম উপরে সবাই বলে ফেলেছে। Sad খেলবনা হুহ Frustrated
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:১১
254695
সাদিয়া মুকিম লিখেছেন : আপূঊূঊূঊূঊূঊূঊ আপনি ! আমার খুব খুশি লাগছে!!!! Love Struck Love Struck Love Struck আসছি একটু পর
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:০২
254709
সাদিয়া মুকিম লিখেছেন : আপু আপনার জন্য আবারো কুইজ করতে আমরা সবাই দু পায়ে খাড়া আছি! Love Struck

আশাকরি আপনাকে পাব!Praying Love Struck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪৩
254737
দ্য স্লেভ লিখেছেন : বৃত্তের বাইরে থেকে ভেতরের প্রশ্ন পারার কথা না,তারপরও চেষ্টা করেছেন...আপনার জন্যে কুইজ আবার হবে....নয়ত ৩ নং প্রশ্নটাই আবার করা হলRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৩
254741
ছালসাবিল লিখেছেন : কুইজ-নাম্বার ছাড়া)- বৃত্ত তার বাহিরে চলে গেল, এখন কত বছর লাগবে বৃত্তের ভিতরে চলে আসতে Tongue
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৭
254803
সন্ধাতারা লিখেছেন : আমিও আছি আপনার সাথে - বৃত্তাপু
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৫
254820
আবু জান্নাত লিখেছেন : সারা জীবন বৃত্তের বাহিরে খাকবেন আপু? প্লীজ এবার একটু বৃত্তের ভিতরে আসুন। ব্লগ আপনাকে অনেক মিস করছি।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
254990
বৃত্তের বাইরে লিখেছেন : আপু কুইজ দেন. ছালছাবিল উত্তর দেয়ার জন্য তৈরী। না পারলে ১০২৪ টাকা ফেরত নিবেন।
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২১
254996
সাদিয়া মুকিম লিখেছেন : হি হি! সামনের বা রকুইজ দেয়ার আগে বিজ্ঞাপন দিয়ে কুইজ দিব! যেনো সবাই অংশগ্রহন করতে পারে!Happy
313791
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।
অভিঙ্গ ব্লগারদের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ দেখে খুবই মুগ্ধ....।

কুইজে আমি না হলেও আমার নাম দেখে হতবাক হয়ে গেলাম! ব্লগার আবু জান্নাত + আমি কয় আগে দেখা করলাম হালকা নাস্তাও করলাম (সালাউদ্দিন) ব্লগার গাজী সালাউদ্দিন কিনা জানিনা...... আমরা দুজনের দেখা হবার দিন ফোনে আলাপ করে ছিলাম আমরা.......

কুইজের সাথে আমাদের নাম মিলে যাবার পেছনে কার অদৃশ্য হাত বুঝতে পারিনি!!!!

কৃতজ্ঞতায় দেখলাম (ব্লগার হতভাগা) হতভাগা কি করে জানলেন আমরা নাস্তা ক......???

ব্লগারি... সাদিয়া মুকিম, বুদ্ধির কাজ করেছেন, ব্লগারদের নামে কুইজ আইডিয়া নিয়ে ইসলামীক কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা....

কুইজটিতে মন্তব্যের মাধ্যম হতে পাঠকেরা কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ ব্লগারি সাদিয়া মুকিম এবং ব্লগার হতভাগাকে।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:০৭
254710
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম!

আমি তো আপনাদের নাস্তার কথা জানতাম না । এমনিতেই আপনাদের তিন বন্ধুর নাম দিয়েছি! একেই বলে কাকতলীয় ভাবে মিলে যাওয়া!Happy

হতভাগা ভাই সকালে ক্রিকেট নিয়ে কুইজ দিয়েছেন। আমি ক্রিকেট বুঝি না, পারি ত নাই! তখন আইডিয়া আসলো ইসলামিক কুইজ টা করে ফেলার। এই কুইজ দিয়ে আমাদের বাচ্চাদের প্রোগ্রাম হয়েছিল!

আমাদের উৎসাহ দেয়ার জন্য আপনাকেও শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর। Good Luck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৭
254757
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মুগ্ধতা পকেটে রাখুন, আগে তথ্য বিভ্রাটের অপরাধের জন্য কর্তিপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন! @ আব্দুর রহিম
313799
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : সময় করে পড়ে নিব। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:০৮
254711
সাদিয়া মুকিম লিখেছেন : জি ভাইয়া! ঠিক আছে। উপস্থিতির জন্য শুকরিয়া। Praying Good Luck
১০
313807
০৯ এপ্রিল ২০১৫ রাত ০১:০১
আহমেদ ফিরোজ লিখেছেন : উত্তরগুলো লিখতে গিয়ে দেখি সব উত্তর ফাঁস হয়ে গেছে!! শিক্ষামন্ত্রীর কারসাজি মনে হয়!!!
০৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১০
254712
সাদিয়া মুকিম লিখেছেন : তা ভাই যা বলেছেন! ভয় নাই আমাদের এখানে আমরা শতভাগ বিশুদ্ধতা্র সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়াছি!

উৎসাহ দেয়ার জন্য শুকরিয়া! Good Luck Good Luck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৬
254756
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমরা নিশ্চিত বঞ্চনার শিকার!
১১
313817
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন :
মাথা খাটাতে বাধ্য করলেন কিছুক্ষণ! ২/৩টা ছাড়া বাকীগুলোর জবাব জানি আগে থেকেই! অবশিষ্টগুলোর উত্তরো এতক্ষণে পেয়ে গেছি!
জাযাকুমুল্লাহু খাইরান এমন উপস্হাপনার জন্যে!!
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪৫
254738
দ্য স্লেভ লিখেছেন : আপনার জন্যে প্রশ্ন আসহাবে কাহফ কত বছর ধরে ঘুমিয়ে ছিল ? আর তারা কত জন ছিল ?
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫৮
254740
কাহাফ লিখেছেন :
সুরা কাহাফে এর বিস্তারিত বর্ণনা আছে!
ওদের ঘুমের সময় ও সংখ্যা নিয়ে পবিত্র কোরআনে নির্দিষ্ট করে বলা নেই কিছু! তাই আমাদেরও সুনির্দিষ্ট ভাবে সংখ্যা না বলাই ভাল!
(উত্তর এড়িয়ে গেলাম মনে করবেন না!)
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪১
254818
আবু জান্নাত লিখেছেন : আসহাবে কাহফ এর সংখ্যা হযরত ইবনে আব্বাস (রাঃ) এর বর্ণনা অনুযায়ী সাতজন মানব ও একটি কুকুর। সহিহ মতানুসারে সূর্যের বছর হিসাবে ৩০০বছর ও চন্দ্র বছর হিসাবে ৩০৯ বছর ঘুমিয়ে ছিলেন। @স্লেভ।
১২
313829
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১১
ছালসাবিল লিখেছেন : এই যে মহাদয়া আপপপু Time Out Time Out Time Out ছালসাবিলকে ১০২৪ টাকা কে উপহার দিলো আগে সেটা বলুন Time Out Time Out Time Out
টাকা না পেলে হিসেব কষে উত্তর দিবো না phbbbbt Big Grin
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩০
254752
ফাতিমা মারিয়াম লিখেছেন : ১০২৪ টাকাতো পাইলেন!!! আবার সাদিয়াকে ঝাড়ি দেন ক্যান?Frustrated Frustrated Frustrated
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৫
254755
গাজী সালাউদ্দিন লিখেছেন : রাখেন আপনার টাকার হিসেব!!!!!

আমারে হোটেল না খাইয়েও অপমান্সট(সুপার লেটিভ ডিগ্রী) করা হল, এবং ষড়যন্ত্র করে পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখল, তার একটা বিহিত করুন!!!! সারাক্ষণ মোনাজার ধরে থাকেন কেন? খান না বুঝি? কে খাইয়ে দেয়?
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৪
254770
ছালসাবিল লিখেছেন : ঝাড়ি দিলাম কই Surprised একটু সাসালাম Smug Tongue ফাতিমা আপপু, আমার টাকা দেন ১০২৪ টাকা Worried Crying
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৫
254771
ছালসাবিল লিখেছেন : আপনিতো সারাদিন গান শোনেন Worried আপনার কান নষ্ট হয়ে গেছে মনেহচ্ছে Smug আমাকে আমার ইয়ে মানে ইয়ে খাইয়ে দেয় Tongue
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫০
254800
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি টাকা দিব ক্যান???Frustrated
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৮
254804
সন্ধাতারা লিখেছেন : খুব ভালো লাগলো দেখে –ফাতিমাপু
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৩
254838
ছালসাবিল লিখেছেন : Time Out Time Out Time Out Time Out তাহলে আমার টাকা কে দিবে Time Out Time Out Time Out Time Out হাতুড়ি কিন্তু বড়টি নিয়ে আসবো Time Out Time Out Time Out Time Out
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩০
254914
সাদিয়া মুকিম লিখেছেন : উপহার পেয়ে সালসাবিল আর চেহারা দেখেনি তাই মনে নেই কে দিয়েছিলো!Tongue
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৭
254924
গাজী সালাউদ্দিন লিখেছেন : হাতুড়ির আঘাত দেখি সব আপনার মাথায় পড়ছে, হাতুড়িও চালাতে পারেন না! আনাড়ী একটা @ ছালছাবিল।
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৮:০৪
255067
ছালসাবিল লিখেছেন : আমাকে সরল সহজ ছোটট পেয়ে সবাই সুধু সাশায় Surprised Crying
আমার টাকা চাইই চাই Smug নাহলে কিন্তু আমি আর উত্তর দিবো না Worried
১৩
313833
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : যারে টাকা দিলা আর যেই তিনজনকে হোটেলে পাঠাইলা খানা খাদ্যের জন্য তারাই জবাব দিবে। Frustrated আমি শুধুই কান্না করব Crying Crying Crying
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৬
254773
ছালসাবিল লিখেছেন : Time Out Time Out আমি কোন টাকা পাই নাই Time Out Time Out আমার টাকা দেন নাহলে হাতুড়ি হাত থেকে নামবে না কিন্তু Time Out Time Out Crying Crying
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৯
254775
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঊ হুক!!!!! একদম কাদবে না!!!!! চলেন সাদিয়া মুকিমের বাড়ি ঘেরাও করি এবং সেখানে অবস্থান কর্মসূচী পালন করব যতক্ষণ না আমাদের জন্য একটা বিহিত করে! @ ফাতিমা মারিয়াম
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৯
254805
সন্ধাতারা লিখেছেন : আমিও আছি আপনার সাথে – ফাতিমাপু
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৭
254816
আবু জান্নাত লিখেছেন : সাদিয়াপু অনেক দূরে, তার বাড়ীর ঠিকানা পাবেন কই?
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৩
254839
ছালসাবিল লিখেছেন : Time Out Time Out Time Out Time Out তাহলে আমার টাকা কে দিবে Time Out Time Out Time Out Time Out হাতুড়ি কিন্তু বড়টি নিয়ে আসবো Time Out Time Out Time Out Time Out
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
254915
সাদিয়া মুকিম লিখেছেন : কেনো আপুCrying ! আপনি কান্না করলে আমরা ব্লগ বাসী কিন্তু দ্বিতীয় বংগোপসাগর ব্লগেই সৃষ্টি করবো!Worried
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৬
254923
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই গ্লোবালাইজেশনের যুগে বাড়ি খোঁজা নিয়ে চিন্তার কোণ কারণ নেই @ আবু জান্নাত
১৪
313834
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কুইজ প্রতিযোগিতা আয়োজকদের উদ্দেশ্যে আমার হাজারো প্রশ্নের মাঝে কয়েকটা প্রশ্নঃ
১, প্রতিযোগিতার আগে এনাউন্স করা হয়য় নি কেন?????
২, যখন আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ এবং চলমান মিডটার্ম পরীক্ষার হামাগুড়ি দিয়ে টেবিলের কাছে আসছি এবং দুই চার ওয়ার্ড পরার চেষ্টা করছি, তখন কেন আরেকটা পরীক্ষা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিতে হবে?
৩, আবু জান্নাত এবং রহিম ভাই বিদেশের মাটিতে এক সাথে হয়েছেন, হোটলে নাস্তা করেছেন, সুদূর ভিন দেশ থেকে আমাকে মোবাইলে নাস্তার দাওয়াত দিয়ে শুকনা আদর দেখিয়েছে, ঐ যে বলে না, 'আলবা আদুরী হেনের খই' আমার জন্য আদর বানের পানির মত বেয়ে পড়ছে, আমি খেতে না পেরেও শিরোনাম হলাম, এবং অনেকে বলেছে, আমি নাকি বিল কখনো দেই না!!!!! ব্যাচেলর হয়েছি বলে বিল দেব না! ইস কি লজ্জা! অপমানস!!!! কিন্তু কেন আমার উপর এতো বড়ো অপমানের বোঝা চাপিয়ে দিলেন?
৪, বোন মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত, আফরা এবং দি স্লেভ যখন জানতে পারবে আমাকে সম্পূর্ণ অমানবিক ভাবে অসুস্থতা এবং পরীক্ষা থাকা সত্ত্বেও প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে, অথচ প্রথম দুইটা ছাড়া সব ক'টা প্রশ্নের উত্তর আমার জানা ছিল, তাহলে প্রাইজ পেয়েও কি ঘুমাতে পারবে?

সব কটা প্রশ্নের যথাযথ উত্তর চাই!
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৬
254761
ফাতিমা মারিয়াম লিখেছেন : অতএব এখন আমরা যারা পরে এলাম আমাদেরকেও পুরস্কার দেয়া হোক। আপনার তো তবু নাম রয়েছে!!!!ামার কিছুই নেইCrying
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৬
254772
গাজী সালাউদ্দিন লিখেছেন : চলুন আমরা শোক কে শক্তিতে রূপান্তর করি!!!!! আপনার জন্য সমবেদনা!!!!! হেরে বোন, এক দুঃখী আরেক দুখীর দুঃখ বুঝে!
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৮
254774
ছালসাবিল লিখেছেন : ফাতিমা আপপপু, আমার ১০২৪ টাকা আদায় করে দিন ওখান থেকে ৫% আপনার Tongue কানে কানে বললাম, কাউকে বলবেন না Smug Tongue
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২০
254809
আবু জান্নাত লিখেছেন : অন্তত আমার নামটি তো উল্লেখ আছে, এতেই শুকরিয়া জানানো দরকার। তা না করে জাতীয় শোক পালনের রীতি কে শেখাল? @সাকা ভাই।
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৬
254815
আবু জান্নাত লিখেছেন : আপনার সুস্থতা কামনা করছি। ফেসবুকে একটিভ ছিলেন বিধায় ব্লগে আসতে পারেন নাই। আসলে এগুলো কোন অপমান, বলতে পারেন অতি ভালোবাসা। হ্যাঁ ভাই আমরা পুরস্কার নিয়েও পর্যাপ্ত শান্তি পাব না ঠিক, কিন্তু করার যে কিছু নেই, তাই মেনে নিন। @সাকা ভাই।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৫
254922
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ আমি দুই লাইনের একটা স্ট্যাটাস দিয়ে ছিলাম, তাতেই সরব থাকা হয়ে গেলো!!!!! আচ্ছা আপনার হাতে ট্রপি দেখে আমি সন্তুষ্ট থাকলাম। @ আবু জান্নাত
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
254928
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম শ্রদ্ধেয় গাজী সালাউদ্দিন ভাই!

ভীশন অন্যায় হয়ে গেছে ভাইয়া! আপনাকে কখনোই মিস করতে চাইনি! আমি যখন পোস্ট দিয়েছি আপনার নাম আমি লগইন দেখেছি! আর সাধারনত ঐ সন্ধার টাইমে আপনারা সবাই ব্লগে থাকেন! আমার মনে হয়েছিলো আপনি অংশগ্রহন করলে সব জবাব দিতে পারতেন!

হুট করেই কিন্তু পোস্ট হয়েছে, কারন আমি হতভাগা ভাইকে ক্রিকেট নিয়ে কুইজ দিতে দেখলাম! সেটা দেখেই আইডিয়া আসলো, কুইজগুলো রেডি ছিলো দিয়ে ফেলেছি! আমার কি দোষ বলুন?

আপনার শারীরিকভাবে প্রচন্ড অসুস্থতার খবর আর চলমান পরীক্ষার খবর শুনে খুবি অনুতপ্ত হচ্ছি! এই বোনটিকে এবারের মতোন ক্ষমা করে দি প্লিজ ভাইয়া!

শুধুমাত্র আপনার জন্য আবার নতুন করে ভিন্ন কুইজ দিয়ে আরেকটা কুইজ পোস্ট করার চিন্তা করছি! আপনি যেদিন এবং যখন বলবেন তখন করা হবে ইনশা আল্লাহ! আপনার সিদ্ধান্তের অপেক্ষায়!

আশাকরি মন ভালো হয়েছে এখন! শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর.......Good Luck Praying
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
254931
গাজী সালাউদ্দিন লিখেছেন : বড় বোনে সরি বললে কি আর কোন রাগ থাকে, সব পানি হয়ে যায়!!!! আমিও ঠিক তাই! মনে পড়ে যাচ্ছে, আমার বোনদের কথা!!!!! বড় চার বোন, কখনো যদি কোন কারণে গায়ে হাত তুলতেন, পরে কেঁদে দিতেন! বোণের বুকের মাথা রেখে সব দুঃখ ভুলে যেতাম, এই যা, চোখে পানি টলমল করছে, যাই আমার পাঁচ বোন কে কল দিয়ে একটু খবর নিয়ে আসি।
১৫
313836
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : কুইজ-১৬) স্বামী যদি ২য় বিয়ে করতে চায় তাহলে তাকে স্ত্রীর অনুমতি নিতে হবে - এটা ক্বুরআন বা হাদিস কোথায় বলা আছে ?

কুইজ-১৭) স্ত্রীকে স্বামী প্রহার করলে ( একটা নির্দিষ্ট সীমার পর) সেটা নারী নির্যাতন মামলায় পড়বে - এটা কুরআন বা হাদিস কোথায় বলা আছে ?

কুইজ-১৮) ক্বুরআনে স্বামীকে স্ত্রীর অনুগত হয়ে চলতে বলা আছে না কি স্ত্রীকে স্বামীর অনুগত হয়ে চলতে বলা আছে ?


কুইজ-১৯)নারীর উপর পুরুষ কর্তৃত্বকারী না কি পুরুষের উপর নারী কর্তৃত্বকারী ?

কুইজ-২০) '' নারীর ছলনা ভয়ংকর '' - এটা ক্বুরআনের কোন সূরাতে বলা আছে ? কি কারণে এমনটা বলা হয়েছিল? আমরা আমাদের পারিপার্শিক পরিমন্ডলে এধরনের ঘটনাতে কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করি?
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৭
254845
ছালসাবিল লিখেছেন :


০৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪১
254850
হতভাগা লিখেছেন : কঠিন প্রশ্ন কইরা ফালাইলাম নাকি ?
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
254934
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম শ্রদ্ধেয় ভাই!

কুইজের বদলে কুইজ এটা কি নতুন নিয়ম নাকি????

১৬) কোথাও নাই! ১৭) কোথাও নাই! ১৮)স্ত্রীকে স্বামীর অনুগত হয়ে চলতে বলা আছে

১৯)"পুরুষেরা নারীদের উপর কতৃত্বশীল- নিসা ৩৪"

২০)'' নারীর ছলনা ভয়ংকর '' - সুরা ইউসুফ ।

কত পেলাম জানাবেন! Good Luck
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪০
255072
হতভাগা লিখেছেন : ১৬ ও ১৭ নং তাহলে কোন আইনে আছে ?

এগুলো কি ফলো করা হয় ব্যবহারিক জীবনে ?

১৮ নং স্ত্রীকেই যদি স্বামীর অনুগত হয়ে চলতে বলা হয় সেটা কি বাস্তবে পালন হয় ? বিভিন্ন অনুষ্ঠানে যেতে , কেনা কাটায় বা বেড়াতে গেলে যে সব খরচ হয় সেখানে কি এই থিউরী কাজে আসে?

১৯ নং তাহলে নারীরা পুরুষের উপর কর্তৃত্ব করে কেন ? কেন কেটা কাটার ক্ষেত্রে তারা আগ বাড়িয়ে কথা বলে এবং খরচ করে যেখানে টাকাটা পুরুষেরই ?

২০ নং ঘটনার সাথে বর্তমানের ঘটনাতে আমাদের কি রিয়েকশন ? রুমানা - সাঈদের ঘটনার কথা কি মনে আছে ?

ইসলাম ধর্মে কোন সূরা আগে অবতীর্ন হয়েছে , কোন সাহাবী কি করেছে - এসব বলতে পারাটা মুখ্য নয় । রীতি নীতি গুলো জানা এবং সেগুলো বাস্তব জীবনে সঠিক ভাবে পালন করার মাধ্যমেই একজন মুসলমানের প্রকৃত সার্থকতা নিহীত ।

খেলা কোন আবশ্যিক ব্যাপার নয় , এটা দুনিয়াবীর ক্ষনিক বিনোদন এর ব্যাপার । সাম্প্রতিক ঘটে যাওয়া এই ইভেন্ট নিয়েই আমার লেটেস্ট পোস্ট ছিল । এমন কোন আহামরী ব্যাপার নয় যে জানতেই হবে , পারতেই হবে ।

খেলার ব্যাপারে না জানলেও কোন ক্ষতি নেই , আবার পালন না করলেও কোন ক্ষতি নেই । সবাই তো আর খেলে না বা খেলার ব্যাপারে জানে না । এসবে একজন মুসলমানের কোন ক্ষতি নেই ।

ইসলাম এ রকম না যে না জানলেও চলবে বা না মানলেও চলবে । আপনি একজন মুসলমান হলে আপনাকে ইসলামের আবশ্যিক জিনিস গুলো জানতে হবে , মানতে হবে এবং পালন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে - এটা আবশ্যিক ।

আমার যে পাঁচটি প্রশ্ন ছিল সে গুলো ছিল থিউরীটিক্যাল প্রশ্নের প্র‍্যাকটিকাল বিষয় ।যেটা জানাটা জরুরী ও মানাটাও জরুরী ইসলামে ।

জানেন যে তা বুঝলাম , মানেন তো ? পালন করেন তো ?


১০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৭
255112
সাদিয়া মুকিম লিখেছেন : রুমানা-সাঈদ কে চিনি না!

ইসলাম ধর্মে কোন সূরা আগে অবতীর্ন হয়েছে , কোন সাহাবী কি করেছে - এসব বলতে পারাটা মুখ্য নয় । মুখ্য বা গৌন হওয়া কি না এটা কোন সমস্যা নয়, তবে জেনে রাখবেন আমরা ইউরোপে বাংলাদেশি মুসলিম কমিউনিউটিরা বাচ্চাদের, বড়দের কুইজ নিয়ে প্রোগ্রাম করে থাকি এটা শুধু বিনোদন নয় জ্ঞানার্জনের একটা মাধ্যম। প্রশ্নে প্রশ্নে জানার কারনে বাচ্চাদের অনেক সহজে ইসলামের ধারনা দেয়া যায়!
রীতি নীতি গুলো জানা এবং সেগুলো বাস্তব জীবনে সঠিক ভাবে পালন করার মাধ্যমেই একজন মুসলমানের প্রকৃত সার্থকতা নিহীত । শতভাগ সহমত!

জানেন যে তা বুঝলাম , মানেন তো ? পালন করেন তো ?
একটি আয়াত হলেও পৌঁছে দাও এই হাদিসটি আমল করার চেষ্টা করি আবার হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করো না? সফ -২ এই আয়াতটিকেও আমল করার চেষ্টা করি! ফয়সালা দেয়ার মালিক তো আল্লাহ! তিনি আমাদের অপমানিত না করুন!

আমি জানিনা আপনি কেনো এই বিষয়গুলো নিয়ে সবসময় ব্লগে উত্তপ্তাবস্হা সৃষ্টি করেন! আপনার সবসময় এতো রাগান্বিতো থাকার কারন টাই বা কি?

আমার দেখা পৃথিবীটা খুব ছোট! যতটুকু দেখেছি ,শুনেছি- স্বামী কতৃক স্ত্রীর নির্যাতিত হওয়া, শ্বশুড় -শ্বাশুড়ি কতৃক পুত্র বধূর নির্যাতিত হওয়ার সংখ্যা, ঘটনা অনেক বেশী, আর স্ত্রী কতৃক স্বামী নির্যাতিত হওয়া, পুত্রবধূ কতৃক শ্বশুড় শ্বাশুড়ি নির্যাতিত হওয়ার ঘটনা আছে তূলনামূলক কম এটা!কিছু মেয়ের খারাপ চরিত্রের জন্য সমসগ্র নারী জাতীকে দোষারোপ করা ঠিক না!এভাবেই একদেশদর্শিতার সূচনা হয় যা পরে চরমপন্হার রুপ নেয়!

আমরা বর্তমান মুসলিমরা যদি এতোই ভালো হতাম আমাদের দ্বারা না কেউ নির্যাতিত হতো না কেউ যুলুম করতো! আমাদের ঈমান , আমল- আখলাক সঠিকভাবে ঝালাই করা দরকার।

আপনার উল্লেখিত সামাজিক সমস্যাগুলো থেকে আমরা, আমাদের পরিবার বহুদূরে অবস্হান করছি আলহামদুলিল্লাহ! চেস্টা করছি আমাদের আপনজনেরা, প্রতিবেশিরা যারা আছেন তারাও দূরে থাকুক!

ধমকের সুরে প্রশ্ন না করলে সন্তুষ্ট হই ভাই!

জাযাকাল্লাহু খাইর!
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
255147
হতভাগা লিখেছেন :
আমার দেখা পৃথিবীটা খুব ছোট!.......


০ অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না । আপনার দৃষ্টি বা আপনার পৃথিবীর পরিসীমা আমার চেয়ে কম না । তবে আপনার বা আপনাদের সমস্যা হল আপনারা ইচ্ছে করেই দেখেন না অনেক কিছু ।

আমি যে সব জিনিস নিয়ে ব্লগের পরিবেশ উত্তপ্ত করি সেটা আপনি আপনার আপন ভাইয়ের দিকে তাকালেই দেখতে পাবেন বা আপনার কোন কাজিন ভাইদের দিকে , অদূর ভবিষ্যতে হয়ত আপনার ছেলেকে দিয়ে বুঝবেন । দেশে আপনার মা যে কি না আপনার ভাই ভাবীর সাথে থাকে তাকে প্রশ্ন করুন ।

আমি জানিনা আপনি কেনো এই বিষয়গুলো নিয়ে সবসময় ব্লগে উত্তপ্তাবস্হা সৃষ্টি করেন! আপনার সবসময় এতো রাগান্বিতো থাকার কারন টাই বা কি?


০ আমি আপনাদের মহিলাদের ইসলাম ধর্ম নিয়ে ভন্ডামি মোটেই পছন্দ করি না ।

আপনার এবং আপনার মত যারা এ ধরনের ধর্মীয় সচেতনতা মূলক পোস্ট করে তাদের প্রায় সবাইকে আমি ঘুরিয়ে ফিরিয়ে উপরোক্ত ৫ টি প্রশ্ন জিজ্ঞেস করি । লিখা দেখে এবং মন্তব্য শুনে যাদের বলে হয় যে খুব ধার্মিক , তখন মনে হয় যে তাদেরকে এই ৫ টা প্রশ্ন করেই দেখি না ।

একজনের কাছেও কোন সঠিক উত্তর তো পাইই না উল্টো ত্যানা প্যাচায় আর চামচা টাইপের কিছু কো ব্লগার দিয়ে হগামেলা পাকায় , ব্লক করে।

যে প্রশ্ন গুলো করেছি এগুলো খুব কমন আমাদের পারিবারিক ওসামাজিক জীবনে এবং অশান্তির কারণ । মুখে যতই ধর্মের কথা বলুক না কেন ধর্মের বিপরীতে এসব আইন বা রীতি মেয়েরা ভালই এনজয় করে ।

মুখে ধর্মের খুব সুন্দর সুন্দর উপদেশ মূলক কথা বলা আর সংসার জীবনে স্বামীর উপর বসিং করা বা শরিয়ত সন্মত কারণে স্বামী প্রহার করলে সেটাকে নারী নির্যাতন বলা - দুটো কি একই প্ল্যাটফর্মের ?
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৮
255154
সাদিয়া মুকিম লিখেছেন : আমি খুব কঠিন, রুড় ভাষা ব্যবহার করলাম? আক্রমনাত্নক? ব্যংগাত্নক ? তীর্যক ?

আপনার কোন প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছি?

আমি আপনাদের মহিলাদের ইসলাম ধর্ম নিয়ে ভন্ডামি মোটেই পছন্দ করি না । - আপনি কি আমাকে বলছেন এটা? আমাকে, আমার পরিবার, সাংসারিক জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারনা আপনি কোথা থেকে পেলেন?

ত্যানা প্যাচানো শব্দটি আমাদের ব্যবহারিক জীবনের অভিধানে নাই!

আপনার সাথে আমার কোন বিরোধ নাই, আমি নিজে কোনদিন আপনাকে আহত করে কথা বলেছি তা আমার জানা নাই! আমার কোন আচরন আপনাকে কষ্ট দিলে আমি ক্ষমাপ্রার্থী!
১৬
313865
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি। ভীষণ ব্যস্ততা যাচ্ছে তাই তোমার চমৎকার একটি আয়োজনে যথাযথভাবে সাড়া দিতে পাচ্ছি না। ভীষণ ভালো লাগলো বহুদিন পর এমন একটি জমজমাট আয়োজন দেখে।

জাজাকাল্লাহু খাইর।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
254939
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ আপুনি! আপনাকে আমরা ভীশন মিস করেছি! হুট করেই পোস্ট দেয় আতাই আগে থেকে জানাতে পারিনি! কষ্ট নিবেন না আপু!

জমজমাট আয়োজনে আমিও আনন্দিত! আমার কিছু প্রিয় ভাই বোনরা অংশ নিতে পারেন নি তার জন্য ব্যথিত!
বারাকাল্লাহু ফিক!Good Luck
১৭
314277
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৫
255268
সাদিয়া মুকিম লিখেছেন : কি ভাই? উত্তর সব জানাছিলো তোমার তাই না? আবার যখন করবো তোমাকে আ্যানাউন্সমেন্ট জানাবো ইনশা আল্লাহHappy Good Luck উকি দেয়ার জন্য শুকরিয়া!Good Luck
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
255274
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying
১২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৫
255353
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি যদি সঠিক উত্তর দিতে না পারি, আপনি লজ্জা পাবেন! Tongue Tongue তাই আমি না জানার মতো করে দিয়ে দিয়েন! Tongue Tongue Tongue
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২০
255391
সাদিয়া মুকিম লিখেছেন : Frustrated Broken Heart Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File