আত্মসমর্পণ

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০২ অক্টোবর, ২০১৪, ০৭:৫৬:১৬ সন্ধ্যা



অপরুপ সুন্দর এক প্রভাত নিয়ে প্রতিটি দিন আমাদের সামনে আসে অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়ে , প্রতিদিনের প্রভাত যদিও নিত্য নৈমিত্তিক বিষয় তবুও বছরের প্রতিটি দিন কিন্তু সমান নয়। দিনে এবং রাতে বছর ঘুরে ১২টি মাস আমাদের সামনে আসে। আল্লাহ সুবহানাহুতায়ালা এর মধ্যে চারটি মাসকে গুরুত্ব এবং মর্যাদার দিক দিয়ে করেছেন সম্মানিত, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। আর আমরা এখন এরকম কিছু শ্রেষ্ঠ সময় অতিবাহিত করছি ।

পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যত মুসলিম আছে এই পৃথিবীতে তাদের মধ্যে অসংখ্য মুসলিম আল্লাহর আহবানে সাড়া দিয়ে পৌঁছে গেছেন পৃথিবীর সবচাইতে প্রাচীন ঘর -মক্কায়! "মক্কা" শব্দটি শোনার সাথে সাথে অদ্ভুত এক প্রাণশক্তি শরীর মনকে ছুঁয়ে যায়, হৃদয়ে জাগিয়ে তোলে আমাদের মুসলিমদের চির চেনা সোনালী অতীতের আদর্শ। সেই কালো গিলাফে আবৃত ঘর খানি মনের চোখে ভেসে ওঠে....

চোখ বন্ধ করে চিন্তা করলেই আমাদের সামনে সুস্পষ্ট হয়ে আসে পৃথিবীর দূর দূরান্তের নানা প্রান্ত থেকে আগত অসংখ্য মুসলিম যাদের আকার -আকৃতি, দৈহিক রং ও ভাষা, পোশাক -পরিচ্ছদ বিভিন্ন হওয়া সত্ত্বেও এই নির্দিষ্ট দিনের হজ্জ সম্পাদন করার জন্য তারা একই রকম ইহরামের পোশাকে নিজেদের আবৃত করেছেন, লক্ষ-কোটি মুসলিমের একই পোশাক, একই বাণী তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে- লাব্বায়িক আল্লহুম্মা লাব্বায়িক। কি এক সুধা এই শব্দটিতে মন প্রাণ শরীর সমস্ত রুযু হয়ে পড়ে বিনয়ে এক মাত্র প্রভুর তরে! ঘুমন্ত মুসলিম সত্তা জাগ্রত হয়ে উঠে ইসলামী চেতনা ও আদর্শে! এ যেন শুধু ইবাদত নয় বরং সমস্ত মুসলিম উম্মাহকে একীভূত করার, ভ্রাতৃত্বকে জোরদার করার এক মহা ইসলামিক সম্মেলন!

ইবরাহীম আ: এর জন্ম থেকে শুরু করে সমগ্র জীবন প্রতিটি মুসলিমের জন্য শিক্ষণীয় আদর্শ রয়েছে। উনি এমন এক পরিবেশে জন্ম নিয়েছিলেন যারা ছিল -গ্রহ, নক্ষত্র, মুর্তিপূজারি। কিন্তু মিথ্যা প্রভুর স্বীকৃতি দান, উপাসনা এবং মাথা নত না করার কারণে জ্বলন্ত অগ্নিকুন্ডে জীবন্ত পুড়ে মরার কঠিন পরীক্ষা তিনি অতিক্রম করছেন তারপরেও শীরক করেন নি! নিজ দেশ, মা,বাবা সব কিছু ছেড়ে হিজরত করেছেন অচেনা জায়গায় তরপরেও মিথ্যা শাসকের কাছ মাথা নত করেন নি! বৃদ্ধ বয়সে যখন একটি পুত্র সন্তান লাভ করলেন সেই সন্তান সহ স্ত্রীকে রেখে আসলেন জনমানবহীন মরু প্রান্তরে! হাজেরা আ: এর আল্লাহর উপর যে দৃঢ় ইয়াকীন - ভরসা ছিল তাও উল্লখযোগ্য! দুগ্ধপোষ্য শিশুকে সেই মরুময় প্রান্তরে প্রতিপালন করেছিলেন, যখন দারুণ পিপাসা তাঁকে পানির খোঁজে "সাফা" ও "মারওয়া' পাহাড়ে বারবার দৌড়াদৌড়ি করতে হয়েছিল তখনো তিনি আল্লাহ্‌র রহমতের উপরে অটল বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, আল্লাহ্‌র কাছেই পানির জন্য প্রার্থনা জানিয়েছিলেন।

জিবরীল আঃ এলেন এবং শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝর্ণা ধারা বইয়ে দিলেন-যা যমযম কূপ নামে খ্যাত। হাজেরা আঃ এর চরিত্র থেকে আল্লাহ্‌ আমাদের যে শিক্ষনীয় বিষয় রেখেছেন তা হলো, যে বিপদে ধৈর্য্য ধারণ করতে এবং আল্লাহ্‌র রহমত থেকে কখনও নিরাশ না হতে। হাজেরা আঃ সাফা ও মারওয়া দৌড়ানোর ঘটনা হচ্ছে বিপদে ধৈর্য্য ধারণের প্রতীক। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের জন্য 'সাফা' ও 'মারওয়া' পাহাড় দুটির মাঝখানে সাতবার দৌড়ানো কিয়ামত পর্যন্ত ভবিষ্যত বংশধরদের জন্য হজ্জ্বের বিধিবিধানে অত্যাবশকীয় করা হয়েছে।

ছোট ছেলে ইসমাঈল আঃ যখন ধীরে ধীরে বড় হলেন, আল্লাহ্‌র হুকুম হয় ইসমাঈল আঃ কে আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য কোরবানী দিতে। ইবরাহীম আঃ এর নিকটি প্রিয় পুত্রের চাইতে আল্লাহর নির্দেশ ছিল অধিক প্রিয়! তিনি সেই নির্দেশকেই বাস্তবায়িত করেছিলেন। পরের ঘটনা আমাদের সবার জানা -কোরবানীর ইতিহাস !

প্রতি বছর আমরা অসংখ্য মুসলিম ঈদ ইদযাপন করি, কোরবানী করি কিন্তু কোরবানীর সাথে জড়িত এই ঈমানী চেতনা আজ আমাদের নেই! সকল ভালোবাসাকে,সকল চাহিদাক, চাওয়া পাওয়াকে আল্লাহর নির্দেশের কাছে কোরবানী করা আমরা আজো শিখিনি!

ইব্রাহীম আঃ এর ঈমানী এবং চারিত্রিক দৃঢ়তা থেকে শিক্ষা অর্জন করাই মুসলিম হিসেবে আমাদের কাম্য। এই ঘটনাগুলি ছোটবেলা থেকেই আমরা জানি, যখন শুনি আবেগে আপ্লুত হই কিন্তু বাস্তবজীবনে সঠিক অর্থে প্রয়োগ করতে পারি কয়জন?

আমরা শিক্ষা গ্রহন করার পাশাপাশি অর্জিত জ্ঞানের উপর আমল করব, তা চারিত্রিক সম্পদে পরিনত করব -এটাই আল্লাহ আমাদের নিকট আশা করেন। কেননা জ্ঞানের ফলাফল প্রকাশ পায় কার্যগত ও চরিত্রগত শ্রেষ্ঠত্বে!

ইবরাহীম আঃ সফলতার সাথে অতিক্রম করেছিলন জীবনের সকল কঠিন পরীক্ষাগুলি। আল্লাহ উনাকে সন্মানিত করেছিলেন হানিফ-একনিষ্ঠ বান্দা'র সম্মানে। দান করেছিলন সমস্ত মুসলিমবাসীর ইমামত! ইব্রাহীম আঃ কে আল্লাহ্‌ ইহকালে সম্মান ও মাহাত্ম্য দান করেছেন এবং পরকালেও।

তিনি ছিলন এক অনুগত- আত্মসমর্পিত বান্দা! আনুগত্যের বহিঃপ্রকাশ ছিল তার সমস্ত জীবন জুড়ে!

কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম তাঁকে স্মরণ রাখবেন। প্রতিদিনের ফজরের সালাতে আল্লাহ সুবহানাহু তায়ালা'র যে প্রশংসাসূচক বানী দিয়ে আমরা সালাত শুরু করি আর তাশাহুদের বৈঠকে যে দুরুদ পড়ি নিজেরাও জানি না কি সুন্দর ভাবে আমরা আমাদের প্রিয় নবীর স্মরন প্রাত্যহিক ইবাদতে করছি !

আফসোস! আমাদের আমরা যারা জন্মসূত্রে মুসলিম! মুসলমানের একমাত্র মানদন্ড হচ্ছে আল্লাহ্‌র ইচ্ছার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ! ভেবে দেখতে হবে, আমরা ব্যক্তিগত জীবনে ও জাতীয় জীবনে আল্লাহ্‌র এই ইচ্ছার প্রতিফলন- পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি তবে অবশ্যই আল্লাহ্‌র কঠিন আযাবে আমরা পতিত হব!

হে আমাদের রব! ভুল-ভ্রান্তিতে আমরা যেসব গোনাহ করে বসি, তুমি সেগুলো পাকড়াও করো না ৷ হে প্রভু! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিয়ো না, যা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিল। হে আমাদের প্রতিপালক! যে বোঝা বহন করার সামর্থ আমাদের নেই , তা আমাদের ওপর চাপিয়ে দিয়ো না ৷ আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো৷ তুমি আমাদের অভিভাবক ৷ কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো। আমিন!

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ৬৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270898
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:১১
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৯
215078
সাদিয়া মুকিম লিখেছেন : বারাকাল্লাহু ফিক! অসংখ্য শুকরিয়া আপনাকে!




শুভকামনা সহ শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
215271
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীন!Praying
270901
০২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৪
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান আপা। আমরা মুসলিম সবাই এক হতে চাই।

হে আমাদের রব! ভুল-ভ্রান্তিতে আমরা যেসব গোনাহ করে বসি, তুমি সেগুলো পাকড়াও করো না ৷ হে প্রভু! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিয়ো না, যা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলে ৷ হে আমাদের প্রতিপালক! যে বোঝা বহন করার সামর্থ আমাদের নেই , তা আমাদের ওপর চাপিয়ে দিয়ো না ৷ আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো৷ তুমি আমাদের অভিভাবক ৷ কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো। আমিন! Praying Praying Praying

Rose Rose Rose Rose
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫০
215079
সাদিয়া মুকিম লিখেছেন : বারাকাল্লাহু ফিক! আল্লাহ আমাদের সমস্ত মুসলিমদর ঐক্যবদ্ধ ভাবে চলার তৌফিক দান করুন! আমীনPraying



শুভকামনা ও শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
215272
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
215292
ইমরান ভাই লিখেছেন : আপা, আলাহমদুলিল্লাহ! আজকে রোজা রাখছিলাম। কেননা এই দিনে রোজা রাখলে পুর্বের ১ বছর আর পরের ১ বছরের গোনাহ মাফ করাহবে (মুসলিম) আল্লাহ জেন আমার মতো পাপীর গোনাহ মাফ করেন আমীন। আমার জন্য একটু দুআ করবেন আপা।
270910
০২ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৫
ফেরারী মন লিখেছেন : এইভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন

Sad Sad Sad
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫২
215080
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর ছন্দের মন্তব্যটি খুব ভালো লাগলো! ছন্দের সারমর্ম কিন্তু ব্যাখ্যা করা লাগবে ভাই!Worried




শুভকামনা ও শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
215273
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
270925
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:০৩
আফরা লিখেছেন : প্রতি বছর আমরা অসংখ্য মুসলিম ঈদ ইদযাপন করি, কোরবানী করি কিন্তু কোরবানীর সাথে জড়িত এই ঈমানী চেতনা আজ আমাদের নেই! সকল ভালোবাসাকে,সকল চাহিদাক, চাওয়া পাওয়াকে আল্লাহর নির্দেশের কাছে কোরবানী করা আমরা আজো শিখিনি ।

এর জন্যই এত মারা মারি, হানা হানি ,অরাজকতা , অশান্তি দুনিয়া জোড়া । অনেক ভাল লেগেছে আপু ।
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৩
215081
সাদিয়া মুকিম লিখেছেন : মনোযোগী পাঠিকা হিসেবে আপুনিকে একরাশ শুভেচ্ছা!Love Struck



শুভকামনা ও শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
215274
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
270926
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৪
215082
সাদিয়া মুকিম লিখেছেন :
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
215275
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
270964
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:৩২
বৃত্তের বাইরে লিখেছেন : জাজাকাল্লাহ আপু। আপনার প্রতিটা দোয়ায় আমিন Praying Good Luck Rose
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৫
215083
সাদিয়া মুকিম লিখেছেন : বারাকাল্লাহু ফিক! আমীন! বেশকিছুদিন দেখিনি আপুকে! আশাকরি সুস্থ আছেনLove Struck




শুভকামনা ও শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
215276
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
215403
বৃত্তের বাইরে লিখেছেন : আমিনPraying অভিনন্দন আপু আপনাকেLove Struck দোয়া করবেন। ঈদের শুভেচ্ছা রইলGood Luck
270998
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


স্মরণ করিয়ে দিলেন
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ


অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
০৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৬
215084
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! বারাকাল্লাহু ফিক!




শুভকামনা ও শুভেচ্ছা রইলোGood Luck
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৫
215114
আবু সাইফ লিখেছেন : মা শা আল্লাহ! কী সুন্দর কার্ড!
যত্ন করে তুলে রাখলাম
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
215277
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
271071
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : স্টিকি পোস্টে অভিনন্দন আপু Happy Love Struck

০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
215246
সাদিয়া মুকিম লিখেছেন : শুকরিয়া আপুনি! এত্ত সুন্দর ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য! Love Struck

আজকের এই মূল্যবান দিনটিতে দোআয় শামিল রাখার আবেদন রইলো আপু!Praying




Love Struck Love Struck Love Struck Praying Praying Praying Good Luck Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
215278
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
271072
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বৃত্তের বাইরে লিখেছেন : জাজাকাল্লাহ আপু। আপনার প্রতিটা দোয়ায় আমিন Praying Praying রেহনুমা বিনত আনিস লিখেছেন : স্টিকি পোস্টে অভিনন্দন আপু Thumbs Up Thumbs Up
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৮
215248
সাদিয়া মুকিম লিখেছেন : ভাইটি কি আমার পোস্টখানি পড়িয়া মন্তব্য করেছে???না হল কিন্তু Time Out




আজকের এই মূল্যবান দিনটিতে দোআয় শামিল রাখার আবেদন রইলো Praying

Good Luck Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
215262
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Frustrated Frustrated Crying Crying হাতুড়ি? ...... ওয়াঁ.... ওয়াঁ Crying Crying Crying মন্তব্যখানা পোস্ট পড়িবার আগে করিলেও ..... এর পরে পোস্টখানা পড়া শেষ করেছে I Don't Want To See Big Grin I Don't Want To See
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
215268
সাদিয়া মুকিম লিখেছেন : ঠিক আছে হাতুড়িখানা জায়গামতোন রেখে দিলাম!Happy

প্রশ্ন: বছরের সন্মানিত মাস কয়টি? কি কি:Thinking টেস্ট নিচ্ছি মনোযোগ দিয়ে পড়া হলো কিনা বুঝার জন্য!Rolling Eyes

Good Luck Don't Tell Anyone
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
215279
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
215284
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পোস্টের বাইর থেকে প্রশ্ন করলে কেমনে বলবো সঠিক উত্তর? Tongue Tongue Broken Heart Broken Heart
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
215289
সাদিয়া মুকিম লিখেছেন : একটা প্রশ্নের উত্তর আছে এখানে আরেকটা নেই! Rolling Eyes

যাক, উত্তরটা জানার জন্য একটু ঘুরে নাও জ্ঞানের জগতে!Happy
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
215290
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying At Wits' End At Wits' End Crying
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:১১
216186
সাদিয়া মুকিম লিখেছেন : ৭২ ঘন্টা পার হয়ে গেল তরপরেও উত্তর নাই!Surprised চুল তো টানতে টানতে ন্যাড়া হয়ে যেবে১Worried

১) জিলক্বদ, ২) জিলহজ্ব, ৩)মহররম এবং ৪) রজব! এই চারটি মাস সন্মানিত! মনে থাকে জেনো!Waiting
১০
271085
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৪
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্টিকি পোষ্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা বোন।


০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪০
215249
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমাসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

ফুল সমেত শুভেচ্ছার জন্য আন্তরিক শুকরিয়া ভাই!Good Luck
আজকের এই মূল্যবান দিনটিতে দোআয় শামিল রাখার আবেদন রইলোPraying



Good Luck Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
215269
মামুন লিখেছেন : আমার জন্যও দোয়ার দরখাস্ত রইলো বোন।
আল্লাহপাক আমাদের সবার নেক ইচ্ছে পুরণ করুন-আমীন।Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
215280
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
১১
271098
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৯
অসহায় মুসাফির লিখেছেন : শব্দের পসরা সাঁজিয়ে জাতির শিকড়কে এমন করে উন্মোচিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪১
215250
সাদিয়া মুকিম লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া জানবেন ভাই!Good Luck
আজকের এই মূল্যবান দিনটিতে দোআয় শামিল রাখার আবেদন রইলোPraying




Good Luck Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
215281
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
১২
271112
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪১
215251
সাদিয়া মুকিম লিখেছেন :
১৩
271118
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৬
পবিত্র লিখেছেন : আমীন! Praying Praying Praying
জাযাকিল্লাহু খাইরান আপু। Rose Good Luck
স্টিকি পোস্টে অভিনন্দন! Angel



ঈদ মোবারক প্রিয় আপু! Love Struck

০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
215253
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর ঝিলমিল ঝকেঝকে হাসিখুশু মন্তব্যের জন্য পবিত্রাপুনিকে অ Roseনে RoseRose শুকরিয়া!Love Struck যতনে রখে দিলাম সুবাসটুকুAngel Love Struck


আজকের এই মূল্যবান দিনটিতে দোআয় শামিল রাখার আবেদন রইলোPraying




Love Struck Love Struck Love Struck Angel Angel Angel Good Luck Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
215282
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
১৪
271166
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাদের লেখাগুলো পড়লে অনেক কিছু শিখতে পারি,জানতে পারি । অনুপ্রেরণা পাই নিজে লেখার। মোবারকবাদ চমৎকার লেখনির জন্য ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
215258
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. আপনি কেমন আছেন ভাইয়া? আমার বোনটি ভালো তো? অনেক দিন পরে এলেন ব্লগে।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
215260
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুGood Luck
!
আপনাকে ইদানিং খুব কম দেখছি! ভাবী ভালো আছেন তো? আজকের মূল্যবান দিনে দোআয় শামিল রাখার আবেদন রইলো! কষ্ট করে সময় নিয়ে পড়ার জন্য আন্তরিক শুকরিয়া আপনাকে!ভাবীকে সালাম ও শুভেচ্ছা জানাবেন ভাইGood Luck

০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
215283
সাদিয়া মুকিম লিখেছেন : আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।”

[মুসলিম ১৩৪৮, নাসায়ি ৩০০৩, ইবন মাজাহ ৩০১৫]

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মাফ করুন, জাহান্নাম থেকে মুক্তি দিন! আমীনPraying
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
215322
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া......। আল্লাহর রহমতে আমি এবং সে দুজনেই ভালো আছি । কিছু ব্যস্ত আছি বিধায় ব্লগে আসা হচ্ছেনা । ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি ব্লগে নিয়মিত হব । দোয়া চাই আমি যে কাজে ব্যস্ত আছি তাতে যেন আল্লাহ বারাকাহ বাড়িয়ে দেন ।
১৫
271193
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার ফেসবুক থেকে----
কোটি টাকার গরু দিয়ে কোরবানী কবুল হবেনা, নিয়ত বিশুদ্ধ না হলে।সমাজে খুব কম সংখ্যক মানুষ আছে যারা শুধু আল্লাকে খুশি এবং তাকওয়াবান হইতে কোরবানীর পশু জবাই করে। কোরবানীর পশু কেনা নিয়ে চলে প্রতিযোগিতা।সত কাজে প্রতিযোগিতা ইমানের দাবী। মানুষ কোরবানীর ঈদে তাই করে, তবে উদ্দেশ্য ভিন্ন। এই জন্যো যে, লোকে বাহ বাহ দিবে, বলবে, লোকটাকে আল্লাহ ধন দিয়েছেন, মন ও দিয়েছেন, কোটি টাকায় গরু! তাক লাগিয়ে দিল, শোনিয়া গর্বে বুক ফুলে উঠবে। প্রতিবছর অন্তর অন্তর দামী গরু কোরবান দিয়ে সমাজে সম্মানীয় অবস্থান সুসংহত করবে। লোকের বাহ বাহ নয়, কবুলিয়াতের জন্য চাই বিশুদ্ধ নিয়ত।
ঈদে কোরবানিকে সবার জন্য খাস করা হয়নি, তারাই দিবে যারা সামর্থ রাখে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, চুলার দ্বারে বিড়াল ঘুমায় রান্না হয়না বলে, তারাও ঝাপিয়ে পড়ে পশু কেনায়। ধার কর্জে টাকা ম্যানেজ করে কোরবানীর পশু কিনে। কোরবানী না দিলে সমাজে ইজ্জত বাঁচেনা! আল্লাহ যেখানে তাদের ছাড় দিয়েছেন, সেখানে তারা দারিদ্রতা সত্ত্বেও নিজেদের উপর বোঝা চাপিয়ে নেয়। তবু যদি উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা, কতইনা ভাল।সমাজে সম্মান বাঁচানো যদি উদ্দেশ্য হয়, তাহলে ধার কর্জের বোঝা এবং রিয়া তথা লোক দেখানো ইবাদতের ধরুন আল্লাহর বিরাগভাজন দুটোই হতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

আপু আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর লিখেছেন, পাঠকরা উপকৃত হবে।
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:১৪
216187
সাদিয়া মুকিম লিখেছেন : আপনার সুচিন্তিত মূল্যবান বিশ্লেষন এবং মতামতের জন্য আন্তরিক শুকরিয়া! সমাজে সম্মান বাঁচানো,ধার কর্জের বোঝা এবং রিয়া থেকে আল্লাহ আমাদের পানাহ দান করুন!
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন! আমীন! Praying Good Luck
১৬
271197
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
ইবনে হাসেম লিখেছেন : হে আমাদের রব! ভুল-ভ্রান্তিতে আমরা যেসব গোনাহ করে বসি, তুমি সেগুলো পাকড়াও করো না ৷ হে প্রভু! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিয়ো না, যা তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিল। হে আমাদের প্রতিপালক! যে বোঝা বহন করার সামর্থ আমাদের নেই , তা আমাদের ওপর চাপিয়ে দিয়ো না ৷ আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো৷ তুমি আমাদের অভিভাবক ৷ কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো। আমিন"
এত সুন্দর দোয়ার পর আর কি কোন কথা চলে?
আল্লাহ আমাদের চলার পথ সহজ করে দিন, আমিন।
ঈদ মোবারক সবাইকে, মুকিম ভাই বাদ নয়।
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:১৬
216188
সাদিয়া মুকিম লিখেছেন : দোআয় আমীন! আল্লাহ আমাদর সকল নেক আমল এবং দোআ কবুল করে নিন! সপরিবার ঈদের শুভেচ্ছা গ্রহন করলাম, মনে রাখার জন্য আবারো আন্তরিক শুকরিয়া! ভাবী এবং বাচ্চাদের জন্য ঈদের শুভেচ্ছা ও দোআ রইলো!Praying Good Luck
১৭
271219
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৪২
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন আমার ক্ষুদ্র ক্ষুদ্র কুরবানীগুলোকে গ্রহন করে ইব্রাহিম(আঃ)এর উপর যেভাবে রহমত বরকত বর্ষণ করেছিলেন সেভাবে আমার উপরও বর্ষণ করেন ! আপনার প্রতি আল্লাহ সদায় হোউন
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:১৭
216189
সাদিয়া মুকিম লিখেছেন : আমীন! আল্লাহ আমাদের আমলে সালেহ এবং দোআ গুলো কবুল করে নিন!Praying আমিন!

শুকরিয়া ভাই!Good Luck
১৮
271231
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ দেওয়ার ভাষাহিন।
আল্লাহতায়লা যেন একবারের জন্য হলেও নসিব করেন সেই মহামিলনের সুযোগ।আমরা যেন সত্যিই হজ্জের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি।
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:১৯
216190
সাদিয়া মুকিম লিখেছেন : এই বাসনা আমাদের সকলের অন্তরে একই ভাবে ব্যকুলতা জানাচ্ছে! আল্লাহ আমাদের পবিত্র মনোবাসনা কবুল করে নিন!Praying

শুকরিয়া রিদওয়ানভাই!Good Luck
১৯
271253
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
০৭ অক্টোবর ২০১৪ রাত ০২:২১
216191
সাদিয়া মুকিম লিখেছেন : আপুকেও আন্তরিক শুকরিয়া! আপু ঈদ কেমন কাটলো? আশাকরি বিস্তারিত জানাবেন খাবারের টেবিলে ছবি সমেত!Tongue

শুকরিয়া বৃত্তাআপু!Good Luck Love Struck Praying Angel
২০
272439
০৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৭
রাইয়ান লিখেছেন : খুব্বি স্যরি আপুনি ! বাচ্চাদের স্কুলে স্প্রিং ভ্যাকেশন ছিল তাই দু সপ্তাহ খুব ঘুরে ঘুরে বেরিয়েছি। নেট এ বসা হয়নি , তাই মিস করেছি আপনার লেখাটি। অসাধারণ লিখলেন আপুনি , ঈমান পাকাপোক্ত করনিয়া এমন লেখাই পড়তে চাই বারবার। শুকরিয়া অসংখ্যবার !!! Happy Love Struck Love Struck
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৭
216707
সাদিয়া মুকিম লিখেছেন : স্যরি একসেপট্বল হবে শুধু যদি আপনাদের ঐ মধুমাখা ঘুরে ঘুরে বেড়ানো সময়গুলোর দারুন বর্ননাটা আমাদের লিখে দেনTongue

আশাকরি ভালো আছেন! আল্লাহ আপনাদের ভালো রাখুন!শুভকামনা ও শুভেচ্ছা রইলো!Love Struck Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File