ঘুরে এলাম পাহাড়ি গুহায়..
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৬ আগস্ট, ২০১৪, ০৩:০১:২৯ রাত
(গুহার নিচের দিকে মেঠো পথ)
ব্যস্ততা আর ক্লান্তি যখন একটও অবসর দিচ্ছিলো না এমনি ক্ষনে পাশের শহর থেকে প্রিয় বান্ধবীর সপরিবারে আগমন তৃষিত দুপুরে শীতল পানির স্নিগ্ধ অহগাহনের পরশ বুলিয়ে দিলো! দু পরিবারের সবাই মিলে উদ্যোগ নিলাম চমৎকার একটি প্রাকৃতিক পর্যটন স্হানে বেড়িয়ে আসার!
ট্রেনে চড়ে শুরু হলো আমাদের সফর, আমাদের শহর থেকে প্রায় আড়াই ঘন্টার পথ! ঝক ঝক ঝক ট্রেন পাহাড়ের কোল ঘেষে সবুজ বিস্তীর্ন জমিন পাড়ি দিয়ে আমাদের নিয়ে এলো নির্ধারিত গন্তব্যে।
(বাহির থেকে পাহাড়, বোঝার কোন উপায় নেই এর মাঝেই কি অদ্ভুত সৃস্টিলীলা অপেক্ষা করছে)
চারিদিকে উচুূ সবুজ পাহাড়ের ছড়াছড়ি! আমাদের দর্শনীয় স্হানটি একেবারে প্রাকৃতিক! পাহাড়ের গুহার ভিতর অপরুপ সৌন্দর্যের চিত্রকর্ম রয়েছে এখানে! অসংখ্য বার শুনেছি এ জায়গাটির কথা সময় ও সুযোগের অভাবে আসা হয়নি এতদিন! অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সবাই মিলে সেই সৃষ্টি লীলা দেখার প্রতীক্ষায়..।
(গুহার প্রবেশ পথ)
জায়গাটির নাম Grotte di frasasssi. পাহাড়ের গুহার ভিতর স্হানটি সম্পূর্ন প্রাকৃতিক পরিবেশ। গুহার বয়স ১৯০ মিলিয়ন বছর, যদিও গুহাটি আবিস্কৃত হয়েছে ১৯৭১ সালে। আবিষ্কারের ঘটনাটিও বেশ চমকপ্রদ। প্রত্নতত্ববিদগনের একটি গ্রুপ পাহাড়ের গতিবিধি নির্ধারনের লক্ষ্যে কাজ করছিল হঠাৎ লক্ষ্য করলেন একটি ঘুর্নি বায়ুচক্রের উপস্থিত যদিও সেদিন বাইরে কোন বাতাস ছিল না! কৌতুহল বশত এগিয়ে গেলেন, শুরু হলো গবেষনা অতঃপর আবিষ্কার হলো গুহাটি!
( দীর্ঘ এই টানেল দিয়ে গুহায় প্রবেশ করতে হয়)
একটি দীর্ঘ মোটামোটি অন্ধকার টানেলের ভিতর দিয়ে শুরু হলো গুহা অভিমুখে যাত্রা। ভেজা ভেজা গন্ধ আর ভেজা পথ সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। দীর্ঘ টানেল শেষে যেখানে এসে পৌছলাম বিষ্ময়ে নির্বাক হয়ে অবাক নয়নে শুধু তাকিয়ে রইলাম! সুবহানাল্লাহ! পাহাড়ের গুহা ভিতরটা এতো সুন্দর, মায়াবি, প্রশস্হ! ভেবেছিলাম কৃত্রিমভাবে কোন কাজ করা হয়েছে বুঝি জিজ্ঞাসা করে নিশ্চিত হলাম সম্পূর্ন গুহাটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ন! আল্লাহু আকবার!
(গুহার ভিতরের কিছু অংশ, এর নাম দেয়া হয়েছে ডাইনিবুড়ির রাজবাড়ি)
গুহাটি এত বড় যে এর ভিতর প্যারিসের সম্পূর্ন আইফেল টাওয়ার একেবারেই ঢুকানো সম্ভব। গুহার ভিতরের তাপমাত্রা সবসময় ১৪ ডিগ্রি তাপমাত্রায় থাকে। নানা রকম সৃষ্টিকর্ম দেখে অনেকেই মনে করে এগুলো বুঝি কোন পাথর , বরফ বা গলিত মোম! আসলে দেখতে এরকম লাগলেও মূলত এগুলো হলো গুহার বদ্ধ আবহাওয়া,পাহাড়ি নদীর পানি, জলীয় বাষ্প, শিলাখন্ড সব মিলিয়ে দীর্ঘদিনের ক্রমাগত রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে এই কৃষ্টালের ন্যায় সম্পূর্ন এই প্রাকৃতিক সৃষ্টিকর্মের! শুরু থেকেই বিক্রিয়া ক্রমাগত ঘটে চলছে..। [(H2O+CO2+CACO3= CA(HCO3)].দু ধরনের হয়ে থাকে এই কৃষ্টালগুলো, stalagmiti( যে বিক্রিয়া শুরু হয় নিচ থেকে চলতে থাক উপর পর্যন্ত) এবং stalattiti( যে বিক্রিয়া শুরু গুহার ছাদ থেকে এবং চলতে থাক নিচ পর্যন্ত)। সবচাইতে বড় stalattite এর দৈর্ঘ হলো ৭।৪০ মিটার আর প্রশস্হ হলো ১৫০ সেমি ডায়ামিটার! সবচাইতে বড় stalagmiti লম্বায় ১৫ মিটার দীর্ঘ! এই বিক্রিয়া খুবই ধীর গতিতে হয়ে থাকে , বছরে বিক্রিয়ার হার মাত্র ১।২৫ মিলি মিটার!
(এর নাম ক্যান্ডেল রুম)
প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয়ে থাকা এই সৃষ্টিলীলা দেখছিলাম আর ভাবছিলাম পরম করুনাময়ের অপার ক্ষমতার কথা! সুবহানাল্লাহ!
(পানির মাধ্যমে সৃস্টি হওয়া অদ্ভুত প্রাকৃতিক চিত্রকর্ম)
পরম তৃপ্তি আর মধুর আবেশ মাখানো অনুভূতি নিয়ে ফিরে এলাম আমাদের স্টেশনে
(এর নাম দেয়া হয়েছে নায়াগ্রার জলপ্রপাত)
(শ্রদ্ধেয় পাঠকদের উদ্দেশ্যে ভিডিও লিংকটি দেয়া হলো, আশাকরি উপভোগ করবেন ইটালিয়ান ভিয়াজজো)
https://www.youtube.com/watch?v=6iwlicjkXXg
বিষয়: বিবিধ
৫০৩৭ বার পঠিত, ৭৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ভালো আছেন তো?
@ সাদিয়াপু।
এসব স্বচক্ষে দেখা মনে হয় আমাদের ভাগ্যে নাই!
ভয়ানক সুন্দর।
অজস্র ধন্যবাদ আবারো।
আপনাকেও সশ্রদ্ধ শুকরিয়া!
আল্লাহু আকবার।
অনেক ভালো লাগলো ভ্রমনটি। জাজাকাল্লাহু খায়রান। আরো ভালো লাগলো আপনাকে ফেরত পেয়ে।
আমরাও সবাই খুব উপভোগ করেছি ভ্রমনটি আলহামদুলিল্লাহ! আপনাদের ভালো লেগেছে বারাকাল্লাহু ফিক!
চেস্টা করব নিয়মিত হবার ইনশা আল্লাহ! আশাকরি আপনারা সবাই ভালো আছেন! শুভ কামনা ও শুকরিয়া নিরন্তর
আমরাও সবাই খুব উপভোগ করেছি ভ্রমনটি আলহামদুলিল্লাহ! আপনাদের ভালো লেগেছে বারাকাল্লাহু ফিক!
চেস্টা করব নিয়মিত হবার ইনশা আল্লাহ! আশাকরি আপনারা সবাই ভালো আছেন! শুভ কামনা ও শুকরিয়া নিরন্তর
আমি কবে থেকে পিপিলিকা পালতেছি
আমারতো হাতে হারিকেন
আসলে ভাইয়া আমাদের কম্পিউটার একটু ভাইরাস জনিত কারনে অসুস্হ! প্রচুর সময় লাগছে টাইপ করতে তাই কোন রকম একটু লিখেছি আর কি!নিয়মিত পরামর্শ দিয়ে যাবেন এই বোনটিকে!
আশাকরি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন!শুভকামনা ও শুকরিয়া রইলো
এত্ত সুন্দর!!! বরফ দেখে শীত লাগছিল। গুহার ভিতরের তাপমাত্রা সবসময় ১৪ ডিগ্রি থাকলে খুব একটা ঠাণ্ডা মনে হয় হবেনা যতটা দেখে মনে হয়েছে। ফ্লোরটাও কি ক্রিস্টালের মত? ভিতরে হাঁটার জন্য স্পেশাল কোন জুতা পড়তে হয়েছে কি আপু আপনাদের!
শেয়ার করার জন্য ধন্যবাদ আপু
আপু প্রথমে যখন গুহায় ঢুকলাম ভিজা ফ্লোর দেখে ভেবেছিলাম ওরা মনে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে পরে বুঝলাম যে আসলে পাহাড়ের গা চুঁইয়ে পড়া জলীয়বাষ্পের কারনে ফ্লোর ভিজা ছিল! প্রথম অবস্থায় ঢুকে তততা ঠান্ডা টের না পেলেও ধীরে ধীরে যখন চূড়ার দিকে উঠে গিয়েছিলাম এবং ফিরার পঠে বেশ ঠান্ডা লাগছিলো! ইটালিবাসীর জন্য ১৪ ডিগ্রি একটু ঠান্ডাই বটে আপুনি!
ফ্লোর সবখানে ক্রিস্টালের মতন না, ক্রিস্টাল গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে বিক্রিয়া সহজ হয়েছে সেখানেই গড়ে উঠেএছে ক্রিস্টাল!
সাধারন পর্যটকদের জন্য বিশেষ জুতা বা পোষাক পড়তে হয় না কিন্তু আপনি যদি স্পেশাল টিকিট কিনেন তাহলে আরো ভিতর থেকে গভীরে প্রবেশের সুযোগ পাবেন বং ওদের বিশেষ জামা জুতা ব্যবহার করতে হবে!
আপু এসে বেড়িয়ে যাওয়ার দাওয়াত রইলো!শুভকামনায়
ইমরান দাদার পিপীলিকা যেভাবে ঘুরঘুর করছে আমার পোস্ট না সাবাড় করে দেয় আবার!
আওন কোথায়???
এভাবে ধরা খাওয়াইলেন কেনু আমাকে? আপনি কি মনে করছেন, আমি শুধু ছবিগুলো দেখে কমেন্ট করছি? দাড়ান তাহলে এখন পড়ে আসি
আপু, হারি ভাইয়াটি এমনই অলস+ফাঁকিবাজ!
আমি আবার কবে থেকে পিপিলিকা পালা শুরু করলাম
আমারতো হাতে হারিকেন
আপু, হারি ভাইয়াটি এমনই অলস+ফাঁকিবাজ!
পৃথিবীর সবথেকে শান্ত,ভয়হীন জায়গা এখানে যেতে পারো.....
আশা করি আপু নিয়মিত পাবো! আপনারা না থাকলে ব্লগে তেমন ভালো লাগে না!
বুঝতে পারছেন তো অন্তত হাফ-ফাঁকিবাজ হবো কিনা! অলস+ফাঁকিবাজ ভাইয়া!
@ইমরান ভাইয়া, "উদুর পিন্টি বুদুর ঘাড়ে" এর মানে তো বুঝলাম না! ? ?
ওই হারিকেইননন্য...তোমার বউ
আর তোমার বাচ্চা
ওদেরকে কে দেখবে....... প্যাম্পার্স পাল্টাবে কে? খাওয়াবে কে? ঘুম পাড়াবে কে?
যাক শুভকামনা রইলো এর চাইতে সুন্দর জায়গায় যাওয়া হোক আপনার!
মৃত্যু নিয়ে হালকা ভাবে কথা বলতে নেই ভাই! আপনি কাউকে জ্বালাতন করেন না কারন আমারা এটা উপভোগ করি!
চমৎকার আপনার সাথে আমারো ঘোড়া হয়ে গেলো।
আপনাকে দেখে খুব ভালো লাগলো, ভাবছিলাম কি হলো আপনার , আপনাকে দেখা যাচ্ছিলো না কেন? আলহামদুলিল্লাহ ব্যস্ততা কাটিয়ে আমাদের সাথে সফরসংগী হওয়ার জন্য শুকরিয়া ভাই
মন্তব্য করতে লগইন করুন