লাটিমের মতো ঘুরছে!!
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৪:৩৯ রাত
হাড্ডি কাঁপিয়ে তুলে শরীর আমার দুলছে
থার্মোমিটার মেপে দেখি তাপমাত্রা ৩৯ হয়েছে!
সারা মুখ আমার নিম পাতার তিতায় ভরে আছে
মস্তিষ্কটা বুঝি কঠিন প্রস্তর খন্ড হয়ে আছে
সারা শরীরের হাড্ডি বুঝি ট্রেনের নিচে দিয়ে গেছে
খুক খুক খকখক করে কাশিটাও বেড়েছে!
প্যারাসিটামল খেয়ে জিভের অরুচি বেড়েছে
মনটা সব আজব খাদ্য খেতে চাইছে
স্বামীপ্রবর আমার সেই শখও পূরন করেছে
কচকচে পেয়ারা আর তাজা বড়ই এনে দিয়েছে!
তাঁরি অগোচরে বাঁধা সত্বেও একটা অকাজ করেছি
লবন মরিচে মাখামাখি করে কচকচিয়ে বড়ই সাবার করেছি
সেই দিন হতে ঘন ঘন টয়লেটে দৌঁড়িয়েছি
গুনীজনেরা সূদুর দেশ হতে আচ্ছামতো বকুনি দিয়েছে
অবশেষে আমার ঘরের মালিকজনও তা টের পেয়েছে
জ্বর,কাশি আর টয়লেটের সাথে গালাগালিও বেড়েছে!
অবশেষে ডাক্তারনি আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে
অ্যান্টিবায়োটিক খেয়ে মাথা আমার লাটিমের মতো ঘুরছে!!
জীবনেও যা পারিনি এমন একখান কর্ম সাধন করেছি
জ্বরের ঘোরে একটা ফানি কবিতা লিখিয়াছি!!!
বিষয়: বিবিধ
১৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন