উত্তম সংগী
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১২ এপ্রিল, ২০১৩, ০৫:৩৭:৫০ বিকাল
ছোটবেলায় পড়েছিলাম ইংরেজী প্রবাদ বাক্যটি"The more you read the more you learn" - যতই পড়বে ততোই শিখবে। আসলেই বই পড়ার মাধ্যমেই আমরা শিখতে পারি, জানতে পারি জানা -অজানা অনেক কিছু!
আর বই পাঠের একটি আনন্দ আছে।সে আনন্দ এই জগত সংসারের অন্যান্য আনন্দের চেয়ে একেবারেই আলাদা, নির্মল এবং নির্দোষ। এই নির্দোষ আনন্দের পথটিকে দুর্ভাগ্যবশতঃ আমরা অনেকেই এড়িয়ে চলি!
অথচ আধুনিক জীবন বই ছাড়া চিন্তা করা যায়না। কেননা বই নির্জন সময়েও বন্ধুর মত এবং একাকীত্বের সংগী হয়ে ওঠে। মনে হয় বই সব সুশিক্ষিত এবং স্বশিক্ষিত সকল মানুষের নিত্য সংগী হওয়া দরকার।
নিয়মিত বই পড়লে আমাদের মন এবং অন্তর প্রশস্ত হয়,সংকীর্নতা ঘুচে যায়। মনের দরজা খুলে যায়, অন্ধকার দূর হয়, আলো প্রবেশ করে।
বেন্জামিন ফ্রান্কলিন কে একটি ভোজ সভায় প্রশ্ন করা হয়েছিলো- পৃথিবীর সবেচেয় দয়ার পাত্র কে?
তিনি উত্তর দিয়েছিলেন “বৃষ্টির দিনে যে ব্যক্তি নিঃসংগ থাকে অথচ বই পড়েত জানে না”।
শরতচন্দ্র বলেছেন- "বই পড়াকে যথার্থ হিসেবে যে সংগী করে নিতে পারে তার জীবনে দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়”।
ওমর খৈয়াম বলেন,"রুটি ফুরিয়ে
যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়"।তিনি আরো বলেছেন“সূর্যের আলোতে যে রুপ পৃথিবীর সকল কিছু ভাস্বর হয়ে ওঠে,তেমনি জ্ঞানের আলোতে জীবেনর সকল অন্ধকার দিক আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে”।
কবি জসিমউদ্দীন বই সম্পর্কে সুন্দর কথা বলেছেন,তিনি বলেছেন- "বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক"।
ইদানিং প্রযুক্তির উন্নয়নে বিনোদনের হাজারটা উপায় বের হয়েছে যার ফলে বই পড়ার পাঠকগনের সংখ্যাও কমছে, আগে যারা নিয়মিত বই পড়তেন এখন হয়ত টেলিভিশন, কম্পিউটার বা ভিডিওগেমস এর মাঝেই আনন্দ খুঁজে বেড়াচ্ছেন!
আমাদের ছোট বড় সকলের নিয়মিত বন্ধু বানানো উচিত বই কে। শিশুদের
মাঝেও বই পড়ার অভ্যাস শৈশব থেকেই গড়ে তুলে দেয়া যায় , তাহলে প্রথম থেকেই ক্লাসে তাদের রেজাল্ট মানসম্মত হওয়ার পাশাপাশি গড়ে উঠবে নিয়মিতভাবে ভালো সব লিখা পড়ার অভ্যাস, জানা হবে পৃথিবীর বিখ্যাত সব লেখকের গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা রকমারি জীবনের অভিজ্ঞতা । আর এভাবে প্রতিনিয়তই বাড়তে থাকবে তাদের জ্ঞানের পরিধি। আর পড়ার অভ্যাসটি একবার ভালোমতো গড়ে উঠলে তা বেশির ভাগ ক্ষেত্রেই সারা জীবনের জন্য ব্যক্তির মধ্যে রয়ে যায়।
আজকের উন্নত সভ্যতায় আধুনিক সমাজে বসবাস করেও মানবজাতির জীবনের অনেক দিক ও বিভাগ, সমস্যা ও জটিলতা, অজ্ঞতা ও মূর্খতা থেকে বের হতে পারছেনা! এসব থেকে মুক্তি পেতে হলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস জাগিয়ে তুলতে হবে । তবে বই পড়া কেবল নিছক ধারনা লাভের জন্য নয় বরং জ্ঞানার্জনের জন্য সত্যিকার মানুষ আদর্শ মানুষ হওয়ার জন্য ।এমনটা সেই সমাজে সম্ভব না যেখানে মানুষ ভালো মানের বই পড়ে না, ভালো বইয়ের কদর বুঝেনা, যথার্থ জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করে না!
নিজেদের অবসরগুলোকে কাজে লাগিয়ে বইয়ের সাথে উত্তম আদর্শ, উত্তম বন্ধুত্ব গড়ে তুলি, আন্তরিকতায় ও নির্ভরতায় সচেতন করে তুলি আমাদের জীবন, আমাদের সমাজ!!
বিষয়: বিবিধ
২৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন