বিবিসি রয়টার্স এপি ও এএফপির অবস্থান কি যুদ্ধাপরাধের পক্ষে!
লিখেছেন লিখেছেন শিমুল ২৪ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৪:১৫ সকাল
দেশের বামপন্হী মিডিয়া গুলো না বুঝে বর্জুয়া নীতিতে উল্লাস করেছে, কিন্তু বিবিসি রয়টার্স এপি ও এএফপি'র মতো মিডিয়া ঠিকেই বুঝতে পেড়েছে, বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচারের নামে চলছে ইসলাম নিধনের মূল পরিকল্পনা। ভাল মানুষদের বিচার করা। এটা যেন
উলুবনে মক্তাছড়ানো। যারা গলাবাজি করে বিচার চায় তাদের ভিতরে তা অনেক যুদ্ধাপরাধী। আগে নিজে ঘর থেকে বিচার শুরু করেন, তারপর না পরের বিচার।
রাজাকারকে তো তারাই মন্ত্রীত্ব দিয়েছেন। বিহাই সাহেবকে ধরেন না কেন? তিনি তো দাগি অপরাধী। ঘর সামলান সময় বেশি দিন নেই। ক্ষমতা গেলে সব শ্যাস।
বাংলাদেশের বিচার তরুণ প্রজম্ম চায় তবে হতে হবে সচ্ছ নিরপেক্ষ, রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়।
সরকার পরের বিচারে কিছুটা উল্লাস করছে, কিন্তু নিজের বিচার কে করবে। হলমার্ক, কালো বিড়াল সাদা বিড়াল, পদ্মা সেতু, মানুষ হত্যা, সোনালী ব্যাংক, পুজিবাজার, উল্লাসিত হবার কারণ নেই।
জনগণের জন্য কিছু করেন। এখন মানুষ অনেক সচেতন রাজাকারের ধুয়া তুলে আর ক্ষমতা আসা যাবে না।
যারা যুদ্ধাপরাধীর নামে সাইদীর মতো মানুষকে জেলে পুরে রাখতে পারেন, তারা আসলে মুসলমান কি না সন্দেহ হয়। তারা তো সাইদীর সম পর্যায় যেতে পারেননি।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন