ছাত্র রাজনীতি বনাম জংগি ছাত্রলীগ

লিখেছেন লিখেছেন শিমুল ১৯ জানুয়ারি, ২০১৩, ১১:৪৬:২৭ রাত

ছাত্র রাজনীতিকে কুলষীত করেছে আগাছা-কুগাছা ছাত্র নামধারী সন্ত্রাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মহাজট ক্ষমতায় আসার পর রাবি'তে খুন হন শরিফুজ্জামান নোমানী, এর রেশ কাটতে না কাটতে ঢাবি'তে খুন হন আবু বকর ছিদ্দীক, ময়মনসিংয়ের হাফেজ রমজান আলী, চবি'র মোহাইমিন, তাদের কোন্দলে রাবি'র আরো দুই ছাত্রসহ আরো অনেকে। এ ভাবে ছাত্র নামধারী সন্ত্রাসী ছাত্রলীগ দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হত্যা করে যাচ্ছে। কিন্তু মহাজট সরকার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রন না করে উল্টো নিরহ ছাত্রদের হয়রানি স্বীকার হচ্ছে। সময় এসেছে তাদের প্রতিহত করতে হবে। সর্বশেষ গতকাল ময়মনসিংয়ে ছাত্রলীগের প্রভাব বিস্তার কে কেন্দ্র করে প্রান দিতে হয়েছে একজন শিশুকে। এখন শেখ হাসিনা কি বলবেন জাতিকে । শুধু সন্ত্রাসীদের দল থেকে বহিস্কার করলে সমাধান হবে না। তাদের আইনের কাছে সোপর্দ করুন। মহাজট সরকার তাদের কর্মীকে বহি:কার করলে আবার কর্মী পাবে, কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে তিনি কি তার সন্তান ফিরিয়ে পাবেন। প্রধান মন্ত্রীর কাছে প্রশ্ন রইল। এ ভাবে আপনার সন্তান হারালে আপনাকে কেমন লাগতো, একবার ভেবে দেখেছেন। জাতি আর লাশ দেখতে চায় না। চায় শান্তি। আপনি আপনার সন্ত্রাসী বাহিনীকে থামন।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File