অবিরত উপহার দাতা

লিখেছেন লিখেছেন গন্ধসুধা ১৮ অক্টোবর, ২০১৬, ০২:২৭:১৮ রাত

মাঝে মাঝে আমাদের জীবনে এমনকিছু ঘটে,আমরা জানিনা কিভাবে সে ঘটনা ব্যাখ্যা করা যায়।হয়তো হঠাৎ করে আমরা সব সম্পদ হারিয়ে ফেলেছি।এমন কোন কঠিন বিপদে পড়েছি যা আমাদের সাজানো জীবনটাকে তছনছ করে দিল।কেউ হয়তো বছরের পর বছর অপেক্ষা করছে একটা সন্তানের জন্য!আর এসব ক্ষেত্রে সবার আগেই আমরা চিন্তা করি "আমি কি করেছি যে এমন হল?কেন আমার সাথেই এমন হচ্ছে?আমি ভাল মুসলিম,আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি,কেন আল্লাহ আমাকে শাস্তি দিলেন?"অথবা হতে পারে চমকপ্রদ কিছু ঘটল আমাদের সাথে,অনেক কাঙ্খিত কোন ব্যাপার ঘটল আর আল্লাহর কৃতজ্ঞতার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়ার ব্যাপ্তি হয় শুধুমাত্র মুখে 'আলহামদুলিল্লাহ' বলা অথবা এটা মনে করা 'ওহ আমি ভাগ্যবান'।

জীবনে ঘটে যাওয়া নানারকম ঘটনাবলীর ব্যাপারে আমাদের প্রতিক্রিয়ার ধরন আমাদের ব্যাপারে অনেক কিছুই জানিয়ে দেয়,জানিয়ে দেয় আমাদের জ্ঞানের পরিধি,আল্লাহ সুবহানাহু তায়ালার সাথে আমাদের সম্পর্কের লেভেল!আমাদের কাছের মানুষেরা মা-বাবা,ভাইবোন,আত্মীয়-স্বজনেরা আমাদের সাথে যে আচরণ করে,তা আমরা বুঝতে পারি কারন আমরা তাদের চিনি,তাদের সম্পর্কে আমাদের খুব ভাল জানা আছে।দুর্ভাগ্যবশতঃ আমরা আল্লাহ সুবহানাহুতায়ালা সম্পর্কে প্রায় কিছুই জানিনা আর তাই অনায়াসেই আমাদের সাথে করা তাঁর আচরণ নিয়ে বোকার মতো প্রশ্ন তুলি!যদিও তিনি আমাদের ঘাড়ের শিরার চেয়েও অধিক নিকটবর্তী,এবং যদিও তাঁর নামসমূহ দিয়ে তাকে ডাকার জন্য,তাকে চেনা,বোঝা ও মান্য করার জন্য তিনি আমাদের আহবান জানান।

"আর আল্লাহ তায়ালার জন্যেই সুন্দর নামসমূহ(নিবেদিত),অতএব তোমরা সে সব ভালো নামেই তাকে ডাকো"।(৭:১৮০)

কেমন করে আমরা তাকে তাঁর নাম ধরে ডাকব যদি আমরা সে নামগুলো নাই জানি আর তার অর্থগুলো নাই বুঝি?আর আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তায়ালার তাঁর নিরানব্বইটি নামের আর গুণসমূহের রহস্যভেদ করার উদ্দশ্যটাই বা কি?এটা আমাদের উপর তাঁর আদেশ।তাকে জানা,কারন তাকে জানার মধ্যদিয়ে আমরা আরো ভালভাবে তাঁর ইবাদত-বন্দেগী করতে পারব আর এই সৃষ্টি-রহস্য বুঝতে পারব।একজন স্কলার বলেছেন-

"যদি কেউ আদেশদাতাকে চেনে,তাহলে তার জন্য আদেশ পালন করা সহজ হয়"।

ইনশাআল্লাহ এই সিরিজ আল্লাহর নামগুলোর উপর ফোকাস করবে।virtualmosque.com এ jinan yousef এর Allah's name সিরিজের অনুকরণে আমি এটা সরল ভাবানুবাদ করেছি।শেখ রাতিব আল-নাবুলসি,ইমাম আল গাজালী,ড আমর খালেদের রিসার্চের উপর ভিত্তি করে সিরিজটি রচিত।

‎الوهاب-আল ওয়াহহাব: অবিরত উপহার দাতা

শেষ যখন আপনি উপহার পেয়েছিলেন সে সময়টার কথা চিন্তা করুনতো–কেমন অনুভূতি হয়েছিল আপনার?আনন্দের অনুভূতি,ভালবাসার অনুভূতি,যার কাছ থেকে উপহার পেয়েছিলেন তার কাছে নিজেকে স্পেশাল মনে হচ্ছিল।উপহার পেতে মাঝে মাঝে আমাদেরএকটু লজ্জাও হয় যখন আমরা অনুভব করি এ উপহার পাওয়ার যোগ্য আমরা নই!কেননা এ উপহার কোন কিছুর বিনিময়ে দেয়া হয়নি!

আল্লাহর অন্যতম সুন্দর নাম হচ্ছে الوهاب-আল ওয়াহহাব।এই শব্দের মূল হচ্ছে هبة,যার অর্থ উপহার। এবং আল্লাহ এজন্যই আল ওয়াহহাব যে তিনি শুধুমাত্র একবার বা দুবারই উপহার দিয়েই ক্ষান্ত হননা বরং তিনি আমাদের অবিরত উপহার দিয়েই যাচ্ছেন!

আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের কুরআনে বলেন-ام عندهم خزاءن رحمة ربك العزيز الوهاب

"হে নবী,তাদের কাছে কি তোমার মালিক-মহাপরাক্রমশালী ও মহান দাতার অনুগ্রহের কোনো বিশাল ভান্ডার পড়ে আছে"।(৩৮:৯)

অতএব আমরা কিভাবে বুঝবো কখন আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের কোন উপহার দেন?রিযক আমাদের জন্য লেখা হয়েছে,কিন্তু রিযিকের জন্য আমাদের কাজ করতে হবে।সুতরাং যদি আমাদের অব্যাহত প্রচেষ্টায় আমরা এক মিলিয়ন ডলার আয় করি তবে সেটাই রিযিক যা আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছেন।অপরদিকে هبة হচ্ছে-উপহার,যা আপনার প্রচেষ্টার সাথে সম্পর্কযুক্ত নয়।যখন আপনার কাছে এমন কারো কাছ থেকে ফোনকল এলো,যাকে আপনি ভালবাসেন আর খুব মিস করছিলেন-সেটাই উপহার। যখন কোন পরিকল্পনা ছাড়াই আপনার উমরায় যাওয়ার সৌভাগ্য হয়ে গেল-সেটাই উপহার।যখন আল্লাহ সুবহানাহু তায়ালা আপনার জীবনে এমন কোন চমৎকার মানুষ দিলেন যে আপনাকে জান্নাতের পথে টানা শুরু করলো সেটাই উপহার।

উপহার ও ভালোবাসার মধ্যে সম্পর্ক

কে আপনাকে উপহার দেয়?সাধারনতঃ আপনি তাকেই উপহার দেন যাকে আপনি ভালবাসেন আর যাকে নিয়ে আপনি ভাবেন।মাঝে মাঝে আমরা মানুষকে উপহার দেই তাদের কাছে নিজেকে প্রিয় করার জন্য।সুতরাং চিন্তা করুনতো আল্লাহ আমাদের উপহার দেন এর অর্থ কি হতে পারে?

আমাদের কেউ কেউ হয়তো ভাবতে পারে "কিন্তু আমিতো আল্লাহ থেকে অনেক দুরে।ভালবাসা ব্যতিত তিনি কেন আমাকে উপহার দিবেন?"সুবহানআল্লাহ-আমাদের প্রভু আমাদের ধারনার অতীত মহান।তিনি আমাদের উপহার দেন এজন্য যে যাতে আমরা ভুলে না যাই আমাদের একজন প্রভু আছেন যিনি তাঁর সৃষ্টিকে কখনো ভুলেননা- এমনকি যখন তারা বিপথে যায় তখনও না।তিনি আমাদের উপহার দেন তাঁর নিজেকে বার বার আমাদের মনে করিয়ে দেয়ার জন্য,যাতে আমরা তাঁর আরো ঘনিষ্ঠ হতে পারি।

আপনি কি আল-ওয়াহহাব এর একজন গ্রাহক হতে চান?

আমরা সবাই আল্লাহ সুবহানাহু তায়ালার পক্ষ থেকে অনেক অনেক উপহারের গ্রহীতা।ছয় বিলিয়ন মানুষের বাহির থেকে তিনি আপনাকে-আমাকে নবী (স) এর উম্মাহর একজন হিসেবে পছন্দ করেছেন।এটা এমন একটা উপহার যার কৃতজ্ঞতাজ্ঞাপনের ভাষা আমাদের নেই।যদি আমরা আমাদের জীবনের বিভিন্ন নিজস্ব নিয়ামাহ নিয়ে চিন্তা-ভাবনা করি তাহলেই অনুভব করতে পারব আমরা প্রত্যকেই কতোটা স্পেশাল আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে।আপনার জীবনে প্রত্যেক ক্ষুদ্রাতিক্ষুদ্র আর প্রত্যেক বিশাল নিয়ামাহ এজন্যই যে, আল ওয়াহহাব আপনাকে উপহার দিতে চান। আমাকে আপনাকে প্রত্যেককেই বিশেষ কোন উপহার।

আপনি যদি আল-ওয়াহহাব,যিনি অবিরত উপহার দান করতে থাকেন তাঁর সাথী হতে চান তবে তাঁর উপহারগুলো স্মরন করে প্রাপ্তি স্বীকার করে নিন,এমনকি যদি তা একমিনিটের জন্যও মনে হয়।এবং আল্লাহ সুবহানাহু তায়ালার শুকরিয়া আদায় করুন।

আল্লাহ তায়ালা বলেন "তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব,আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর"(১৪:৭)।আমাদের দেয়া আল্লাহর উপহারের ব্যাপারে আমরা যতো বেশী সচেতন হবো,ততো বেশী আমরা তাকে ভালবাসতে পারবো আর উপলব্ধি করতে পারবো আমরা কতোটা নিয়ামতপ্রাপ্ত।

আর আমাদের অবশ্যই তাঁর দেয়া উপহার তাঁর পথে ও তাঁর কারনে ব্যবহার করতে হবে।কেউই পছন্দ করবেনা তার দেয়া উপহার হেলায় ফেলায় নষ্ট হোক। আপনাকে দেয়া আল্লাহ সুবহানাহু তায়ালার কোন উপহার,আল্লাহর অপছন্দের পথে ব্যবহার করবেন না।আর যদি আমরা তা করি তবে উপহারটাই স্বয়ং পরীক্ষা হয়ে উঠবে আর আমাদেরকে একদিন কৈফিয়ত দিতে হবে।

অবশেষে,নিজে একজন উপহারদাতা হোন।এটা সুন্নাহ।নবী (স) বলেছেন-"উপহার দাও,এটা তোমাদের পরস্পরের ভালবাসা বৃদ্ধি করবে"।(মুসলিম)

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378792
১৮ অক্টোবর ২০১৬ রাত ০৩:১৪
সন্ধাতারা লিখেছেন : Salam. It is really beautiful to see your lovely writing. Very welcome.
378795
১৮ অক্টোবর ২০১৬ রাত ০৩:২০
সন্ধাতারা লিখেছেন : How is our mamoni?
378796
১৮ অক্টোবর ২০১৬ রাত ০৪:০৬
রাইয়ান লিখেছেন : সালাম আপুমনি ! কেমন আছেন ? অনেকদিন পর আপনার লেখা পড়লাম , তও আবার এত্ত সুন্দর এক বিষয় নিয়ে ....
আল্লাহ যেন তাঁর নিয়ামতসমূহের যথাযথ শুকরিয়া আদায় করার তাওফিক আমাদেরকে দেন। আমীন।
378817
১৯ অক্টোবর ২০১৬ রাত ০১:১৮
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম আপু ,কেমন আছেন আপু?

খুব ভাল লাগল আপনাকে দেখে ।খুব ভাল লিখা ভাল লাগল আপু ।

জাজাকিল্লাহ খায়ের আপু ।
378826
১৯ অক্টোবর ২০১৬ সকাল ০৯:২০
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আল্লাহর ইচ্ছাতে সবই হয়
উত্থান পতন আর জয় পরাজয়।
আল্লাহর শুকরিয়া আদায় করো
আলহামদু লিল্লাহ বলে
আল্লাহকে তুমি ভয় করো
আল্লাহর আইন মেনে চলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File