ইসলাম থাকবেই
লিখেছেন লিখেছেন গন্ধসুধা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৬:০২ রাত
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও
গোটা রাজধানি গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ
সুন্দরবন কেটে হতে পারে ইটেরভাটার লাকড়ি
শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরী
চোর-গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা
অনেকেই বলে এইদেশ নাকি হুজুগে জাতির দেশ
দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ
তাই বলেতো ইসলাম এদেশে হুজুগে হবেনা শেষ,
হুজুগে হবেনা শেষ
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই
ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিনডং এর শৃঙ্গে
ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কভূ ফিঙ্গে
ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে
সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে
আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও
যখন তখন যেকোন পক্ষে যেতে পারে জনমতটাও
নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ
মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দন্দ্ব
রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগ-পিছু
সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু
শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবেনা নীচু
কখনো হবেনা নীচু
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবেই
আওয়ামীলীগের নেতা-কমীরা বিএনপি হতে পারে
অবাক হবোনা বিএনপি যদি নৌকায় সিল মারে
রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবী
শোষকের হতে চলে যেতে পারে ক্ষমতার তালাচাবি
স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি
ক্লাইভের সাথে হতে পারে ফের মীরজাফরের সন্ধি
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহকপাট বন্দী
এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়
জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়
নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়
ইসলাম ভুলে যায়
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই
সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই
ইসলাম ছিল,ইসলাম আছে,ইসলাম থাকবেই
ইসলাম ছিল,ইসলাম আছে,ইসলাম থাকবেই।
___________________মুহিব খান
বিষয়: বিবিধ
২১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন