দৃষ্টি আকর্ষনে প্রিয় মডারেটর

লিখেছেন লিখেছেন গন্ধসুধা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৬:০১ সন্ধ্যা

প্রিয় মডারেটরবৃন্দ

ব্লগটুডেকে একটি উচ্চমানের ব্লগে পরিনত করার আশায় কিছু উন্নয়নের কামনা করছি আপনাদের কাছে।

১. ব্লগারদের মধ্য হতে একজনের পোষ্ট প্রতিদিন ষ্টিকি করা হোক।

২. কিছু পোষ্ট প্রতিদিন সম্পাদকের পছন্দের তালিকায় নির্বাচিত করা হোক।

৩. পোষ্ট এডিট করার পরে সেটা আবার অবস্হান পরিবর্তন করে প্রথম পাতার প্রথমে স্হান নেয় এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি।

৪. অন্য কারো ব্লগে কোন ব্লগার কমেন্ট করলে তার প্রতিমন্তব্য সেই ব্লগারের ব্লগে শো করার অপশন থাকা জরুরী,নয়তো অন্ধকারে থেকে যেতে হয়।

৫. ইমেজ আরো স্বচ্ছ হয় যেন এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি।

৬. আন্তঃযোগাযোগের জন্য বার্তা সিস্টেসটা মনে হয় খারাপ না।

৭.আরেকটা বিরক্তিকর ব্যাপার হচ্ছে প্রতিবার কমেন্ট করার আগে কীবোর্ডে (বিজয় বা ফোনেটিক) ক্লিক করতে হয়।লগইন করার পরে একবার ক্লিকেই যেন কাজ হয় এ ব্যাপারে আশু দৃষ্টি কামনা করছি।

আপনাদের আর কিছু মনে পড়লে বলতে পারেন।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File