অরিজিনাল কান্নাচিত্র
লিখেছেন লিখেছেন নুরুন্নাহারশিরীন ১০ জানুয়ারি, ২০১৩, ০১:২২:৪৫ রাত
এটি লিখেছিলাম আমাদের বিরোধীনেত্রী তাঁর বাড়ির জন্য যেদিন সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ডেকে কেঁদেছিলেন আর আমরা দর্শকরা টিভিতে কিছুই করার না থাকায় - শুধুই চেয়ে-চেয়ে দেখেছিলাম - আজ এখানে সেই লেখাটি শেয়ার করছি -
মাতৃপিতৃশোক? না।
দোশরহারা শোক? না।
ভাই কি বোনহারা শোক? না।
পুত্র কি কন্যাহারা শোক? না।
নেহাত অনুকম্পার দানেই পাওয়া -
আলিশান বাড়িটির জন্য কি না -
আমাদের বিরোধী নেত্রীর সে কি কান্না !
যেনতেন না - ক্যামেরা অন -
যাকে আমরা জীবনে এভাবে কাঁদতে দেখিনি -
একটি বিলাসি বাড়ি ছাড়বার বেদনায় কাঁদলেন তিনি !
একদম অরিজিন্যাল টিস্যুতে ঢাকাচোখে কাঁদলেন তিনি
আর আমরা আমজনতা - সাধারণ দর্শক নিতান্ত -
বিরোধী নেত্রীর বিলাসি বাড়ির জন্য -
শোকাবহ দৃশ্য অবাঙ দুচোখে চেয়ে-চেয়ে দেখলাম স্তব্ধ
আদতে আমাদেরতো কিছু করার ছিলোনা -
শুধু চেয়ে-চেয়ে দ্যাখা ছাড়া !
এবঙ ভাবছিলাম হদ্দ যারপরনাই -
আহা - আমাদের অজস্র বেদনাদিনে -
তিনি কি কখনও টিস্যুতে হৃদয় ঢেকে কেঁদেছেন বলে -
কেউ দেখেছেন? কেউ জানেন? জানেন নাকি ভাই?
আমাদের বড়ো জানতে ইচ্ছে করে -
বড়ো জানতে ইচ্ছে করে -
দেখি - চারপাশের বাতাসে কত সত্যবদ্ধ-রক্তবদ্ধ -
কান্নাগুলি ঝরে - কান্নাগুলি ঝরে -।।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন