ধর্ষিতা জগত - লজ্জিত লজ্জা - কোথায় রাখি !!

লিখেছেন লিখেছেন নুরুন্নাহারশিরীন ০৭ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৭:৩৫ রাত



জগত জুড়ে পশুত্বময় এক অশুভ পদচারণায় ধর্ষিতা আজ জগতমুখ - দেখে-দেখে - লিখতে বাধ্য না হয়ে পারছিনা বলেই বলি -

"ধর্ষিতা এ জগত দেখিতে চাহিনা আর।"

ভাবছি - নারীজন্ম - নিশ্চয় অপরাধ না। পাপ না। নারী মানেই জননী-জায়া-ভগ্নীর প্রিয়মুখ। প্রেমিকা / বন্ধুও সে।

অথচ, জগত জুড়েই আজ নারীর পরে হামলা-নির্যাতন-পশুত্ব ফলানোর অন্যায়চিত্র। দেখে-দেখে - বিবেক বিবমিষায়, যন্ত্রণায় লজ্জিত। জর্জরিত। অবাঙ। স্তব্ধ। নারী কি তবে কারও জননী-জায়া বা ভগ্নীসম স্নেহেরজন নয়??? নারী কি তবে কারও প্রিয়জন-প্রেমিকা কিংবা বন্ধুও নয়??? না, আমি এই অদ্ভুত কথাটি বিশ্বাস করতে চাইনা। আমি আমার আজন্মের লালিত হৃদয়ে ধারণ করা একান্ত বিশ্বাসের ভিত্তিকে অস্বীকার করতে পারিনা কিছুতে। কিন্তু আমার চারপাশের জগতে হচ্ছেটা কি??? নারীর 'পরে এ কোন অভিশাপগ্রস্ত ভয়ঙ্করের থাবা??? মানুষ নামধারী এ কোন পশুপ্রবন অমানুষের দঙ্গল??? আমরা ক্যামন সভ্যতা নিয়ে জগতে গর্বিত মানুষ হতে চাইছি??? জননীর অপরিসীম কষ্টজাত-গর্ভজাত সন্তান হয়েও কি করে জননীসম-জায়াসম-ভগ্নীসম-কন্যাসম-প্রেমিকা-বন্ধুসম নারীর 'পরে ঝাঁপিয়ে পড়তে পারছে পশুর অধম হয়ে??? আদতে ওরা অমানুষই। মাতৃগর্ভজাত নষ্ট-সন্তান। যারা ওদের জন্য কোনওরকম মানবিকতার প্রশ্ন তুলতে চান - তাদের বলি - ভাবুন - অই ধর্ষিতা নারী আপনারই জায়া-ভগ্নী-কন্যা-প্রেমিকা-বন্ধু হতে তো পারতোই - আপনি তখন মানবিকতার প্রশ্ন তুলতে পারতেন ! পারতেন না, জানি। আসুন, আজ আমরা সবাই একাট্টা হই - সকল ধর্ষকের প্রকাশ্য বিচারে নপুংসক করবার দাবী ওঠাই। এই হউক ধর্ষকের উচিত শাস্তির বিধান। যাতে জগতে ধর্ষকামী সকল অসুরিক-দানবিক-পশুত্ব প্রবণতা বিদায় নেয়। নিদেন ভয়ে হলেও রিরংসা-লোলুপ থাবা-নখর বিস্তার কমতে থাকে। নারীরা নির্ভয়ে না হোক অন্ততঃ স্বস্তিকর সমাজে সভ্যতার আশ্বাসটুকু পেয়ে চলতে পারে।

এদেশে পারিবারিক স্নেহজ বন্ধনের সুনাম ছিলো একদা, আজও তা বিনষ্ট তত হয়নি বলেই বিশ্বাস। আজও বাবার হাত ধরেই কন্যাশিশু ইস্কুলে যায়। যাবেও। কেবল বাড়তি কিছু সচেতনতা, সতর্কতা জরুরী। যাতে কন্যার বন্ধুদের পরিচিতিও অভিভাবকের জানাটি প্রয়োজন। বান্ধবী নামের কলঙ্ক যেন সর্বনাশের সুযোগ না পায়। আজকের নারীরা বিশ্বময় নিজস্ব মেধা দিয়েই জয় ছিনিয়ে নিচ্ছে। বাংলাদেশের নারীও কিছুমাত্র কম না মেধার জগতে। বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী-কৃষিমন্ত্রী এবঙ বিরোধী নেত্রীও নারী। নারীর জয়জয়কার সর্বত্র আজ। তাহলে ভয় কি নারীর কতিপয় নরপশুকে ! নারীর রক্ষাকবজ হোক বিশ্বের সভ্য পুরুষ সমাজও। এ আশাবাদ জয়যুক্ত হউক। সরকারের আরও অধিক জরুরী পদক্ষেপ গৃহিত হউক নারীর সুরক্ষায় - এমন দাবীও জানাই।

সেই স্কুলদিনেই ধর্মগ্রন্থে পড়েপড়েই বড় হয়েছি -

"মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত"

পবিত্র ধর্মশিক্ষা নিশ্চয় কতিপয় কুসন্তানের কুলাঙ্গারসম আচরণে বিলীন হতে পারেনা। কুলাঙ্গারের দঙ্গল দোজখের অগ্নিতে পুড়ুক অনন্তকাল।

আরও একটি শাস্ত্রীয় বাণী দিয়েই শেষ করছি -

"রে ব্যাধ তোর বিস্তার হবেনা দেখিস।"

বিষয়: বিবিধ

১৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File