সাইকো (১)

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪:৫৭ সন্ধ্যা

প্রথম পর্ব –

-১-

দেশের বাইরের দেশ!

লোকটা সুন্দর কথা বলতে পারে – মানুষকে দলের বিরত্ব গাঁথা শুনিয়ে কাঁদাতে পারে

— ঘরে এসে বউ এর সাথে স্লেভ এর মত আচরণ করতে পারে

— বাচ্চাদের অত্যাচার করতে পারে

— এক সন্ত্রাসীকে ফোন করে ধান্দাবাজির গালগপ্প করতে পারে

— ভাইবোনদের সম্পদ কুক্ষিগত করতে পারে

-২-

মন্ত্রী এক বস্তা টাকা দিয়ে দিল ১৬ বছরের মেয়েকে — ‘মা, আমি পালাচ্ছি — আবার আসব – তুই ড্রাইভারকে নিয়ে খালার বাসায় চলে যা;

৬ই আগস্টের কোন এক বিকেলে ছাদে মেয়েটির বাবা তার ডান-হাত সন্ত্রাসী মজিদের তত্বাবধানে লুকিয়ে – এক গ্লাস মদ সামনে —

সচিবালয়ে ই কত এরকম মাতাল আবেশ কেটেছে মন্ত্রী থাকাকালীন।

মজিদ এখন ইসলামী দলের একটি লোকের সাথে ফোনে ধান্দাবাজির গালগপ্প করছে।

তবে মজিদ ভাবছে কিভাবে স্যারের মেয়েকে ধরা যায় – নিশ্চয়ই স্যার অনেক টাকা (বস্তা ও হতে পারে) দিয়ে মেয়েকে পালাতে বলেছে।

সে কি ওই ১৫-১৬ বছরের মেয়েকে পেলে খুন করবে স্যার এর মেয়েকে?

স্যার বছর খানেক আগে মজিদকে দিয়েই তার বৌকে হত্যা করেছিল – বস্তায় ভরে নদীতে ডুবিয়েছিল।



-৩-

কোন এক মাজার।

পিওর গঞ্জিকা সেবন করে দরবারে একটা সিজদা দিয়ে ৫ মিনিট থাকতে হবে সিজদায় –

গাজা তাতে আবেশ আনে

এমন চিন্তা করতে না করতে দশ বারো জন জিহাদি মাজারে ঢুকে পড়ল —

আব্দুল ওহাবের বীরগাথা স্মরণ করতে করতে গঞ্জিকা সেবকের উপর ঝাঁপিয়ে পড়ল – আহা কি অপূর্ব মিল!

পাশে ই কয়েকজন মেয়েমানুষ — এদের কি করা যায়?

কপালে সফেদ কালেমা খচিত নেতা গোছের লোকটির এক মোহো মায়া জড়িয়ে ধরল!

-৪-



গুলশান।

ঠিক এখন বালিশে ব্ল্যাক ম্যাজিক এর তাবিজটি ভরে দিতে হবে

এ মহিলাকে পাগল করে দিতে পারলে কেল্লাফতে

তারপর ছেলেকে বানাতে হবে পাগল

—- একটার পর একটা স্টেপ — খুব কঠিন না

তখন সম্পদ আর কেউ নিতে পারবেনা

টিসি আছে শুক্রবার — শপথের কর্মীদের প্রত্যয় দেশে আল্লাহর আইন কায়েমে প্রদীপ্ত হওয়া — কিছু কর্মী যোগাযোগ ও করতে হবে আগে.

অনেক কাজ বাকি আছে.

শুক্রবারের ট্রেনিং সেশনের আগে বেশ কিছু জনসংযোগ ও বায়তুলমাল ও জোগাড় করতে হবে

হটাৎ ছেলের ফোন – ধুর, আবার টাকা চাচ্ছে বোধ হয়……

বিষয়: বিবিধ

২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File