খারেজী এবং আইসিস
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ৩০ জুন, ২০১৮, ০৭:৩৯:১৭ সন্ধ্যা
দাওয়াতে আইসিস প্রসঙ্গ উঠলে লোকটি আস্তে করে বলল, ' তবে ভাই যাই বলেন, যারা ই সিরিয়া গিয়েছে -- বিভিন্নভাবে শুনেছি - তারা এক ধরনের শান্তিতে আছে!"
যদিও লোকটির সাথে সেদিন প্রথম পরিচয়, আমি ছাড়লাম না! তৎক্ষণাৎ শক্ত করে বললাম - ' ভাই, খারেজিরাও মনের দিক থেকে শান্তিতে ছিল।
যখন আলী (রা) এর হত্যাকারীর (খারেজী) এক এক করে অঙ্গ কর্তন করা হচ্ছিল - সে হাসছিল আর আল্লাহর জিকির করছিল!
এ কি মনের শান্তি না?'
কিন্তু তারপরও আলী(র) এর হত্যাকারী দল প্রসঙ্গে রাসুল (স) কি বলেছিলেন?
** **
রাসুল (স) কয়েকজন সঙ্গীর মাঝে নতুন পাওয়া কিছু গনিমতের সামগ্রী বণ্টন করছিলেন।
তখনি একজন এগিয়ে বলল, ‘ই’দিল ও মুহাম্মদ’ (ন্যায়ভাবে বণ্টন করুন হে মুহাম্মদ)
এক শব্দের ধমক! অভদ্রযাচিত। অপমান যা স্বয়ং রাসুল (স) এবং তার সঙ্গীদের প্রতি!
রাসুল (স) উত্তর দিলেন, ‘তুমি অপমানিত হও! আমি যদি ন্যায়বান না হই, তবে কে ন্যায়বান হবে?
সাহাবারা ওই লোককে শাস্তি দিতে উদ্যত হলে রাসুল (স) বললেন, 'তাকে ছেড়ে দাও।
সে একা নয়।
তার সাহায্যকারী আছে। তাদের থেকে এক প্রজন্ম আসবে।
তোমরা যদি তাদের নামাজ তোমাদের নামাজের সাথে তুলনা কর, তাদের রোজা তোমাদের রোজার সাথে তুলনা কর, তোমাদের মনে হবে তোমাদের ইবাদত তাদের ইবাদতের তুলনায় কিছুই নয়! অথচ তারা ধর্মচ্যুত, যেভাবে একটি তীর শিকারকে (তীব্র বেগে) ভেদ করে বের হয়ে যায়!'
রাসুল (স) এমন একদল লোকের প্রসঙ্গে ভবিষ্যতবাণী করছিলেন যারা বনু তামিম গোত্রের দিল খাওয়াইসিরা নামের ওই লোককে অনুসরণ করবে!
আলী (র) রাসুল (স) থেকে আলাদা বর্ণনায় বলেছেন, 'ওই লোকেরা তরুণ বয়সের ও অপরিপক্ব বুদ্ধির হবে। কিন্তু তাদের কথা শুনলে মনে হবে তারা সবচেয়ে উত্তম কথা বলছে! তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের হৃদয়ে পৌছবে না! তেলাওয়াত তাদের গলার গভীরে পৌঁছবে না। তাদের হত্যা করবে... '
** **
দা হাউস অব ইসলামের লেখক এড হুসেনের লেখনী অনুযায়ী - বর্তমান সময়ে জর্ডানের রাজা আব্দুল্লাহ ঠিকই তাদের চিনতে পেরেছিলেন। সৌদি আরবের সালাফি ধর্মীয় নেতারাও চিনতে পেরেছেন। এমনকি জর্ডানের সালাফি জিহাদি স্কলার আবু কাতাদাহও তাদের চিনতে পেরেছেন। আমেরিকার তৎকালীন রাষ্ট্রীয় সেক্রেটারি জন কেরি এদের অবশ্য 'ধর্মচুত' আখ্যা দিয়েছিলেন!
আমি আর কাউকে নয়, আইসিস কেই বলছি!
** **
রাসুল (স) বিভিন্ন সময়ে এই দলকে হত্যাকারী উল্লেখ করে বলেছেন এরা ধর্ম-চুত!
তবু কেন বর্তমান সময়ে মুসলিমরা আইসিসদের ধর্মচ্যুত বলতে ইতস্তত করে?
যেখানে স্কলার রা হাদিস অনুযায়ী খারেজীদের ধর্মীয় এক্সট্রিজম আর উম্মত্ত হিংস্রতার সব চিহ্ন এদের মাঝে পেয়েছেন!
ঐতিহাসিকভাবে অনেক স্কলার যেমন ইমাম বুখারী, ইবন তাইমিয়া, ইবন হাজার আস্কালানি খারেজীদের কাফের ঘোষণা দিয়ে ফতোয়া দিয়েছেন!
** **
খারেজী-মনা নিজ মতকে একমাত্র শুদ্ধ-প্রচারকারী (তাকফিরি) আর অন্য সব মতকে ইসলাম-বহির্ভূত ঘোষণাকারী এবং বিপ্লবী বা অস্ত্র-ধারনকারী যেকোনো দল বা গোষ্ঠী সময়ের সাথে নির্মূল হয়েছে - ইতিহাস তাই ই বলে!
তাই বর্তমান সময়ে আমরা এক্সট্রিমিস্ট আইসিস ও সমমনাদের ধর্মচ্যুত বলতে কেন ইতস্তত করব?
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন