একটি আয়াতের বাখ্যা ও মুসলিম জাতির জন্য শিক্ষা

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:১৭:১৯ সন্ধ্যা

"স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, “হে মূসা!আমরা একই ধরনের খাবারের ওপর সবর করতে পারি না, তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাক-সব্জি, গম , রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন ৷” তখন মূসা বলেছিল, “তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও ? তাহলে তোমরা কোন নগরে গিয়ে বসবাস করো, তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে ৷ ”অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌছলো যার ফলে লাঞ্ছনা, অধপতন, দুরবস্থা ও অনটন তাদের ওপর চেপে বসলো এবং আল্লাহর গযব তাদেরকে ঘিরে ফেললো৷। .. " (বাকারা: ৬১)

এখানে ব্যবহৃত আরবি "আদনা" শব্দের উতপত্তি 'দানা' অর্থ 'ক্ষুদ্রতা'। অর্থ "তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও"। 'মান্না' ও 'সালোয়া' স্রষ্টার পক্ষ থেকে মরুভূমির অনাবাদী জায়গায় তোমাদের দেয়া হচ্ছে- একটি সাধারন খাবার হিসেবেই - যা তোমরা স্বাধীন ভাবে সন্মান সহকারে উপভোগ করতে পার। অতীতের মিশরীয় দাস-জীবন ও পৌত্তলিকদের অধীনে অসন্মান-পূর্ণ ও নিন্ম শ্রেনীর জীবন যাপনের তুলনায় তা কতই না ভাল! যে মজার খাবার উল্লেখ করা হয়েছে তা মূলত পৌত্তলিকদের অধীনে সেবা-দাস হওয়ার মাধ্যমেই আর কষ্টের দৈহিক ও মানসিক কষ্টের মাধ্যমেই অর্জিত হয়। দুর্ভাগ্যজনক যে, তোমরা (তথাকথিত মুসলিমরা) উত্কৃস্ট খাবারের আনন্দ তথা বস্তুবাদী লালসাকে এত ই মূল্য দিচ্ছ যে ' নিজের স্বাধীনতার মূল্যমান' কে ভুলতে বসেছ - যেখানে স্বয়ং আল্লাহতায়ালা নিজ দয়ায় সহজে রিজক দিচ্ছেন আর তোমাদের কাউকে ই সেবা দিতে হচ্ছে না এবং আল্লাহ ব্যতীত আর কাউকেই মানতে হচ্ছে না!

এতে মূলত মুসলিম জাতির জন্য এক মহান শিক্ষা রয়েছে। সংস্কৃতিক, সামাজিক অগ্রসরতা আর ব্যপকতার নামে মুসলিম জাতি তাদের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে বিধর্মীদের তথা সম্রাজ্যবাদী পরাশক্তির কাছে। তারা ভুলে গিয়েছে যে বস্তুবাদী উত্কর্ষতা কেবল অর্জিত হয় বহুসংখ্যক ও প্রতিক্রিয়াশীল পার্থিব অসন্মানের বদলেই! কোরআনের উপরোক্ত বাক্যের মাধ্যমে এটা সুস্পস্ট যে, একজন বিবেকমান মানুষ কখন ই বস্তুবাদী উত্কর্ষতা খুজবেন না (যেমন আধুনিক মূল্যবান খাবার আর তার প্রাচুর্য) বরঞ্চ তিনি সবচেয়ে মূল্য দিবেন তার নিজের স্বাধীন অবস্থা, ইচ্ছের স্বাধীনতা এবং সচেতনতার | শেষোক্ত জিনিসগুলো যদি পূর্ণ হয় (কোন পরাশক্তির পরোয়া না করে), তবে সে জাতি শুকনো রুটি র মাঝে তার থেকে ও বেশি আনন্দ আর তুষ্টি পাবে - যা পৃথিবীর সবচেয়ে দামী রাজকীয় খাবারে পাওয়া যায়!

সূত্র / অনুবাদ:: Pondering Over The Quraan, Vol 1, Amin Ahsan Islahi, pp 233

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265083
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
মামুন লিখেছেন : খুব ভালো লাগলো লেখাটি।
" একজন বিবেকমান মানুষ কখন ই বস্তুবাদী উত্কর্ষতা খুজবেন না (যেমন আধুনিক মূল্যবান খাবার আর তার প্রাচুর্য) বরঞ্চ তিনি সবচেয়ে মূল্য দিবেন তার নিজের স্বাধীন অবস্থা, ইচ্ছের স্বাধীনতা এবং সচেতনতার | শেষোক্ত জিনিসগুলো যদি পূর্ণ হয় (কোন পরাশক্তির পরোয়া না করে), তবে সে জাতি শুকনো রুটি র মাঝে তার থেকে ও বেশি আনন্দ আর তুষ্টি পাবে - যা পৃথিবীর সবচেয়ে দামী রাজকীয় খাবারে পাওয়া যায়!"- সহমত।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck
265128
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
জুমানা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে
265134
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৯
বাজলবী লিখেছেন : জাজাকাল্লাহ খাইর
265136
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৪
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
265143
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
265189
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিরন্তন সত্য নিয়ে অসাধারণ লেখা। শুভকামনা রহিল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File