নবীজির (দ) সরাসরি অভিশাপ কাফেরদের প্রতি
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৬:৪৪ সন্ধ্যা
নবীজির সরাসরি অভিশাপ কাফেরদের প্রতি:
বুখারীর হাদিস।আবু জেহেল একবার একটি উট জবাইয়ের পর সহযোগীদের বলল 'কে বর্জিত পাকস্থলী তুলে মুহাম্মদের উপর ফেলতে পারবে?' প্রসঙ্গত মহানবী (দ) তখন কাবার সামনে নামাজ পড়ছিলেন। উকবা বিন আবু মূআইত এ নিকৃস্ট কাজটি করল যখন মহানবী (দ) সিজদায় ছিলেন। ছোট ফাতিমা (রা) এ দৃশ্য দেখলেন এবং দৌড়ে এসে বর্জ সরালেন এবং কাফেরদের বিরুদ্ধে চিত্কার চেঁচামেচি বললেন।
রাসুল (দ) নামাজ শেষ করলেন - কাবার সামনে দুই হাত তুলে দোয়া করলেন -
" হে আল্লাহ তুমি শাস্তি দাও - আবু জেহেলকে, উতবা বিন রাবিয়াকে, সাবিয়া বিন রাবিয়াকে, ওয়ালিদ বিন রাবিয়াকে, ওয়ালিদ বিন উত্বাকে, উমাইয়া বিন খালাফ্ কে, উকবা বিন আবি মুআইতকে" (অর্থাৎ নাম ধরে অভিশাপ দিলেন)
"রাসুল (দ) ৭ জনকে উন্মুক্ত অভিশাপ দিয়েছিলেন - কিন্তু আমি মনে রাখতে পেরেছি ৬ জনের নাম" - এই হাদিসটির রাবি 'আব্দুল্লাহ ইবনে মাসউদ সপ্তম জনের নাম ভুলে গিয়েছিলেন। তিনি বলছেন " আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বদরের যুদ্ধ শেষে আমি এদের সকলকে নিজ চোখে মৃত দেখেছি।"
হে আল্লাহ, কোরানের মুফাসসির আল্লামা সাইদীর ফাসির রায়ে জড়িত সরকার (হাসিনা, উত্সাহী মন্ত্রীরা), বিচারক, এবং যারা 'হাসছে' এবং সীমালংঘনে অনেক দুরে চলে গিয়েছে তাদের তুমি তাদের বংশসহ হেদায়েত দিও না - দুনিয়াতেই তাদের ধ্বংসের মজা চাখাও -- আর অনন্তকালের জন্য মুনাফিকদের জায়গা (জাহান্নামের সর্ব্ নিম্নস্তর) এদেরকে দাও!!
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন