পৃথিবী (১)
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২৪ জুলাই, ২০১৪, ০৭:২৩:৩২ সন্ধ্যা
ঃ পটভূমি ঃ
এই গল্প দুঃখী পৃথিবীর গল্প। দুঃখী মানুষেরা এর পটভূমি। এদের কথা কেউ বলেনা। এদের কথা কেউ শোনেনা অত্যাচারীর সাথে চিরন্তন দ্বন্দ্ব, সত্যের সাথে মিথ্যার সংঘাত, অগণিত শক্ত চোখে বৃষ্টির মত মনে হয়। এই বৃষ্টিতে চোখের পানি ধূয়ে যায়।
ঃ একঃ
রমজানের ২৭ শে রাত। ২০১৪ সাল। পরের দিন রোজার শেষ শুক্রবার! ৩৫ বছরে এই প্রথম এই দুই রাতের সম্মিলন একসাথে। শফিকের মনে হচ্ছে এক মায়াবী রাত তাকে জড়িয়ে ধরেছে।সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই রাতে। দক্ষিণ মহাসাগরের পাড়ে। অস্ট্রেলিয়ায়। কিন্তু তার কান্না পাচ্ছে। তার মত শক্ত মনের মানুষের কান্না পাচ্ছে। তার মনে হচ্ছে ভয়ঙ্কর নরখাদকদের কথা! সে থেকেই তার মন বিষন্ন।
ভয়ঙ্কর নরখাদক কেমন? এদের উদাহরণ কেমন? সে ভাবছে এরকমই চিত্রঃ
(১) গভীর রাত! স্বামী-সন্তান-কন্যার সাথে হাত ধরে স্ত্রী যখন দরজা জানালা বন্ধ করে বিড়বিড় করতে করতে - হয়ত শান্তি পায় এই ভেবে সবাই একসাথে চির-ঘুমের দেশে চলে যাব - সবাইকে একসাথে আগলে ধরে। আহারে যদি জানত একটি জেট -বিমান ফসফরাস বোমা সাথে নিয়ে রওয়ানা করেছে পরিবারকে চুরমার করে দিতেই!
(২) ইহুদী সৈন্য ট্রিগার চেপে কোলের শিশুটিকেই মেরে ফেলল। ফিলিস্তিনি মা কাছেই ছিল। সেই সৈন্য টি এক দারুন মজা পেল!
(৩) ড্রণটি যখন বিয়ের অনুষ্ঠানে রাসায়নিক বোমাটি ফেলল, কন্ট্রোল রুমে টিভিতে তাকিয়ে থাকা আমেরিকান কর্নেলের মনে হল হাতের কফিটি আরেকটু গরম হলে ভাল হত!
শফিকের মনে হল, এই শতকের সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর নরখাদকদের স্বচক্ষে দেখার দুর্ভাগ্য অর্জন আমাদের!
বৃষ্টির মত বোমা পড়ছে। লোকালয়ে। গাজায়। যুগান্তরের দুঃখের অভয়ারণ্যে। এদের কেউ দেখার নেই। দানবদের কাছে এরা অস্পৃশ্য। তুচ্ছ। অমানুষ।
শফিকের মনেও বৃষ্টি পড়ছে। ফিলিস্তিনের দুঃখী মানুষদের জন্য।
হামাস দাঁড়িয়েছে অত্যাচারী দানবের বিরুদ্ধে।
আর কাপুরুষ দানব ইসরাইলী সৈন্য দাঁড়িয়েছে নিরস্ত্র আবাল-বৃদ্ধ-বনিতার বিরুদ্ধে। এ যুদ্ধ নয়। এ হল হত্যাকাণ্ড।
শফিক ভাবছে, আচ্ছা, আজ কি দোয়া আমি করব? রমজানের আজ ২৭ শে রাতে কি দোয়া করব? অনেক দোয়ার সাথে? অনেক দোয়ার সাথে স্রষ্টার কাছে কি এ দোয়া করব না? মহানবী (স) শত্রুর বিরুদ্ধে যে দোয়া করতেন -
"হে আল্লাহ! এই কিতাব প্রদানকারী, মেঘমালার পরিচালক ও নিয়ন্ত্রক, শত্রুর বিরুদ্ধে বিজয়্দানকারী, আপনার শত্রুদের পরাজিত করুন। তাদের পায়ের তলার মাটিকে (ভিত্তি) কাপিয়ে দিন, তাদের (পরাজয়ের) মাধ্যমে আমাদের আপনার শক্তি দেখান, কারন তারা (শত্রুরা) আপনার কাছে তুচ্ছ, দুর্বল। হে মহান, হে শক্তিমান"। (সুনানে আবু দাউদ)
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন