মোদের গরব মোদের আশা (কবিতা)
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫২:১২ দুপুর
এই ভাষার টানে ভাষার গানে
বধুয়ায় স্বপ্ন বুনে,
নবান্নের নতুন ধানে কৃষকের চিলিক চোখে
শালুকের শুভ্র ছোয়ায়
রাখালের মধুর হাসি
বৃষ্টির নিবিড় গানে
কিশোরের মিষ্টি স্বপন
মায়ের ই ঘুম পারানি
রাজপথে বজ্রমুঠি
শোষিতের চোখের জলে --
মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা !
২১ শে ফেব্রুয়ারী, ২০১৩
বি,দ্র, গর্বের আন্তর্জাতিক ভাষা দিবসে শেষ দুই লাইন ছাড়া আর কিছুই মনে আসছিল না, অগত্যা ... ..
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন