'বোকা মানুষগুলো' ভাল থাকুক, আনন্দে থাকুক

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩৪:২০ সন্ধ্যা

ছোটকালে বন্ধুদের মাঝে যে আসলেই ভালো মনের আর অমায়িক - সে সবাইকে 'দিয়ে-ই' যায়, নেয়াটা তার কাছে অচেনা আর লজ্জার।

ভাইবোনদের মাঝে সবচেয়ে ভাল জনের অন্যদের ঠকানোর কথা মনে থাকার কথা না। বরং সেই হয়ত অন্যদের দ্বারা বিভিন্ন সময়ে বঞ্চিত হয়ে থাকে।

দুই দলই ভাল মানুষটিকে 'বোকা' বা 'সহজ-সরল' চিহ্নিত করলেও এক সময় না একসময় তাকে মিস করা শুরু করবে .. দারুন মিস করবে।

একইভাবে অন্যদের সামান্য উপদেশ বা ভাল পরামর্শ অথবা ইসলামের কথা বলতে আসা মানুষগুলো ও কোনো লাভ ছাড়াই তাদের শ্রম আর সময় নষ্ট করে অপরের জন্য! এদের মাঝে কাউকে কাউকে আপনার বিপদে পাবেন সর্বদা - আপনার কান্নার সঙ্গী হবে নির্দিধায় - হয়ত সুদিনে আপনি তাদের ভুলে যাবেন - সেটার প্রতি ভ্রুক্ষেপও তাদের থাকবে না । আবার আপনার বিপদে তাদের সহজেই পাবেন ।

এ ধরনের মানুষদের আপনি বোকা ভাবলেও একসময় (হয়তবা শেষ বিকেলে) তাদের মনে পরবেই - মনে হবে তাদের কাছে আপনি এক অদৃশ্য ঋণে বাধা।

এ মানুষগুলোর বৈশিস্ট হলো: এরা নিজেদের বিষয়টা অন্যের তুলনায় তুচ্ছ ভাবে - অন্যের ভালোর জন্য নিজকে সপে দেয়।

ঠিক তেমনি সামষ্টিক জীবনেও একই রকম কিছু মানুষ অন্য "এক বিশেষ জনকে" 'স্বমহিমায়' ভাস্বর রাখতে ওই বিশেষ জনের নিয়ম-নীতি প্রতিষ্টাকল্পে অবলীলায় শ্রম, মেধা আর বুদ্ধি ব্যয় করতে থাকে - সুযোগ পেলে নিজের জীবনটাও উত্সর্গ করে দেয় হাসিমুখে।

প্রথম ক্ষেত্রে আপন ভাইয়েরা অথবা বন্ধুরা অথবা আপনি স্বয়ং জীবনের কোনো এক প্রান্তরে যদি সেই 'বোকা মানুষদের' ভয়ঙ্করভাবে 'মিস' করেন অথবা 'ভালবাসতে' শুরু করেন - তবে দ্বিতীয় ক্ষেত্রে 'সেই বিশেষ জন' যদি স্বয়ং 'পরম করুনাময় ও ভালবাসার আধার সর্ব শক্তিমান' হয়ে থাকেন -

চিন্তা করুন .... আবার চিন্তা করুন ... করুনাময় তার জন্যই জীবন বিলিয়ে দেয়ার মানুষগুলোকে কি রকম 'মিস' করবে??

সমাজের ও রাষ্ট্রের নীতি-নির্ধারণে সর্ব শক্তিমানের মানদন্ড প্রতিষ্ঠায় প্রাণ বিলিয়ে দেয়া 'বোকা মানুষগুলো' স্রষ্টার কাছে ভাল থাকুক, আনন্দে থাকুক।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File