সত্য ঘটনা অবলম্বনে (৩০) : তিনজনের ভাবনা
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ৩১ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৫:২২ রাত
-১-
একজন প্রধানমন্ত্রী কি ভাবছেন?
"এক পিলখানা হত্যা ঘটিয়েছিলাম লুকোচুরি করে। এখন আরেক হত্যাজগ্গ ঘটাবো সবার সামনে। ভারতের বিরুদ্ধে স্বাধীনতাকামীদের অস্ত্র যোগান দেয় - কত্ত বড় সাহস। আর্মিকে তো কবে ই হিজড়া বানিয়েছি -- এখন দেখব কে প্রভু ভারতের বিরুদ্ধে টু শব্দ করে!"
-২-
সাতক্ষিরার মন্মযুরি গ্রামের আবির কি ভাবছে?
**
তোমরা তাকে চিনলে না।
'প্রকৃত মানুষ' চিনলে না অভাগা জাতি।
সে তো স্বাভাবিক ই থাকবে। প্রহসনের রায়ে কি মৃত্যুঞ্জয়ী ভয় পায়? কখন ও পেয়েছে?
তোমরা না বুঝে গালমন্দ করেছো তাকে। সে কি করেছে? কোন প্রমান ছাড়াই হায়নাদের কাছে আত্মা সপে দিয়েছিলে অতীতে। আর এখন হায়নাদের স্বরূপ বুঝে চুপ রইলে কাপুরুষের দল।
সন্দেহের তীর ছুরেছ যুগের পর যুগ। সময়কে ও তো অনেক পাড়ি দিয়েছ। ৪৩ বছর লাশের বহর টেনেছ। স্বাধীন দেশে কেবল দানব-শাহির ঘানি টেনেছ। মানুষ ও দেখেছ। টাকার পাহাড় গড়তে দেখেছ। অভাগারা, তবু মানুষ চেনোনি। তোমাদের বংশ কেও তোমাদের মত ই অভাগা রেখে যেতে সন্তুস্ট থাকবে কি?
সে কেন মিথ্যা ফাসির রায়ে বিচলিত হবে?
শাহাদাতের আরদ্ধ সাধনায় বলিয়ান নেতাকে তোমরা চেন নি কখন ও।
হায়, তাকে না চিনেই অনন্তের অন্যভুবনে চলে যেতে চাও?
তার অভিব্যক্তি কি বুঝবে?
স্রষ্টার তরে জীবন সপে দেয়া মানুষের জন্য বিশ্বের কোটি কোটি হৃদয় যখন দিন রাত কাদে,
প্রতিবাদ করে - তখন তুমি তার অভিব্যক্তি খুঁজে ফির;
অনুভুতি জানতে চাও!
এমন নেতা কি দেখেছ যার জন্য কর্মীরা অকাতরে জীবন বিলিয়ে দিতে পারে!
পরন্তু তোমার অভাগা মন বুঝতে ব্যর্থ হয় একজন সেনাপতির জয়োল্লাস -
তার মনের আনন্দ
ঠিক যে সময় ফাসির আদেশটি তুমি শোন।
তার মন তখন স্রষ্টার সান্নিধ্য খুঁজে পায় অব্যর্থ।
তুমি ইসলামী আন্দোলনের সিপাহসালারদের ই চিনতে পারনি।
তুমি কি ভাবছ তারা পৃথিবীর তুচ্ছ জীবনের সুখ-প্রত্যাশী?
অনন্ত জীবনে অভাগা থাকার মত বোকা তারা নয়।
পৃথিবীর মানদন্ডে তাই তুমি তাদের যাচাই করছ।
সে দৃষ্টিতেই অভাগা জাতি তাদের দেখছে।
অচেনা দেখা দেখেই যাচ্ছে।
-৩-
২০১৪ এ বাংলাদেশে অত্যাচারী শাসকের জুলুমের শিকার অসংখ্য পরিবারের মাঝে কোন একজন মায়াবতী কি ভাবছে?
**
"আহা কি বৃষ্টি
আধারের চুল বেয়ে নামা অনাবিল সৃষ্টি।
আমি ভিজছি ।
আমার কান্না ও মিশে যায় ওই বারিধারায়।
কেউ দেখেনা।
কেউ বুঝে না।
তবে আমার মনে হয়
কেবল ওই আকাশই তা দেখে।
কিন্তু সেও নিবিড় আবেগে
মিশে যায় ওই সমুদ্রজলে।
ও সমুদ্র কাছে এসো
আমায় ভালবাসো।"
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন