সত্য ঘটনা অবলম্বনে (১৫) : প্রধানমন্ত্রী ও একজন শহীদ

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২২ নভেম্বর, ২০১৩, ০৮:৩০:১০ রাত

'একটা মানুষকে কিভাবে হত্যা করা যায়?'

এ প্রশ্ন কেন? আপনি কে? কাকে হত্যার কথা বলছেন?

'মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার বিবেক।'

আমি কি স্বপ্ন দেখছি?

'জ্বি, স্বপ্ন দেখছেন। কেন খারাপ লাগছে?'

হুম।

'খারাপ লাগবে না। আপনি বাস্তবে একা, স্বপ্নে বরং আমি আপনার শুভাকাঙ্খী।'

তাই নাকি?

'জ্বি।'

তো বিবেক। আপনি কাকে হত্যার কথা বলছেন?

ধরুন আপনাকে?

কি আবোল তাবোল বকছেন? আমাকে হত্যা করা হলে তো আপনি ও মারা পরবেন!

'কিন্তু আমি তো বিবেক। আমি নিজে মরে শত সহস্র প্রাণকে বাচাতে চাই।'

আমি কি এতই খারাপ?

'আমিনুল কে কিভাবে হত্যা করা হয়েছে জানেন?'

কোন আমিনুল?

সীতাকুন্ডের আমিনুল।

পুলিশ ইনভেস্টিগেশন করছে।

'হত্যাকারী কিভাবে ইনভেস্টিগেশন করবে?'

পুলিশ কিভাবে হত্যাকারী?

'তাহলে কি 'র' হত্যাকারী? লীগের ছেলেরা হত্যাকারী?'

জানিনা। কোন কিছু নিশ্চিত নয় কেউ ই। নিশ্চিত হতে ই তদন্ত চলছে।

'আপনি কিছু না জানা মানে তো ভয়ঙ্কর অবস্থা। আর জানলে তো আর ও ভয়ঙ্কর অবস্থা। এটা কি বুঝেন?'

কি আবোল তাবোল বকছেন?

.... 'বেটি, তুই কেমন আছিস?'

কি বেয়াদব। তুই তোকারি কেন?... একই বাবা, আপনি এখানে? স্বপ্ন টা তো আসলে ই বাজে।

'আমি চলে যাব?'

না! না! বাবা, আপনি কেমন আছেন?

'ভাল নেই। তোর কথা ভেবেও মন খারাপ থাকে।'

কেন? আপনার যোগ্য কন্যা হিসেবে কি আমার দায়িত্ব পালন করিনি?

... আপনি কে? আপনি কে? বাবা কই?

'আমার নাম আমিনুল।'

বাবা কই?

'আপনার বাবা? আমি জানি না। আমি তো এইমাত্র ই এখানে এলাম। '

আপনি রক্তাত্ত কেন?

'আমার সারা পিঠে অজস্র কোপের দাগ। মাথার পিছনটা অর্ধেক কাটা। আমার সব আঙ্গুল ভাঙ্গা। সারা শরীরে কালো দাগ ছাড়া আর কিছু নেই। আপনি ভয় পাবেন দেখলে। আমার চোখ বাধা ছিল নির্যাতনের সময়।'

আপনি এখানে কিভাবে এলেন ?

'জানিনা। কিভাবে!'

আমার কাছে কি চান?

'আর ও অনেক আমিনুল চাই।'

বুঝলাম না।

'আমি যে কি সুখে আছি তা মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বুঝিয়ে বলতে পারব না। আফসোস, যদি আর ও অনেক জীবন থাকত। আপনার বাহিনী যদি আমাকে বারে বারে আর ও নির্মম ভাবে মারতে পারত! আমি আমার মত আর ও অনেক সুখী আমিনুল চাই। এত অসীম আনন্দ ভাইদের সাথে একসাথে উপভোগ করতে চাই।'

**************

'যার হাতে আমার জীবন, আমি আল্লাহর পথে শহীদ হতে আন্তরিক ইচ্ছা পোষন করি। অতপর এই পৃথিবীতে ই পুনরুত্থিত হতে চাই। তারপর আবার ও শহীদ হতে চাই। আবার ও উত্থিত হতে চাই। আবার ও শহীদ হতে চাই। আবার ও উত্থিত হতে চাই। আবার ও শহীদ হতে চাই।' ( মহানবী (স); বুখারী - ভলিউম: ৪)

'জান্নাতের অপার নেয়ামত পরিলক্ষিত করে কেউ ই পৃথিবীতে আর ফিরে আসতে চাইবে না। শুধুমাত্র শহীদেরা ছাড়া। তারা ইচ্ছা পোষন করবে পৃথিবীতে যদি ফিরে এসে আবারও আল্লাহর পথে জীবন দান করতে পারত! (বুখারী)

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File