ইতিহাসের পুনরাবৃত্তি

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৪:৩৬ দুপুর

স্বাধীনতা যুদ্ধ অব্যহতির পরই আওয়ামী সরকার জামায়াতকে নিষিদ্ধ করে।

তাদের অনেক ত্যাগী নেতা-কর্মী আত্মগোপন করে।

দেশবাসী কিছু বুঝে উঠার আগেই আওয়ামী লিগ রুদ্র মূর্তিতে আত্মপ্রকাশ করে।

কিছু বামপন্থী জেগে উঠলে তাদের শক্ত হস্তে দমন করা হয়। মাত্র স্বাধীন দেশে হাজার হাজার লোককে নির্মমভাবে হত্যা করা হয়।

'প্রতিবাদ' শব্দটি অচেনা হয়ে যায় বাংলাদেশে।আর এর অব্যহতি পরই সাধারন মানুষের উপর নেমে আসে প্রতাপ-শাসকের খরগ-হস্ত।

নির্মম ঘটনার স্বাক্ষী হয়ে যায় আকাশ-বাতাস। দানব-রাষ্ট্রের পত্রিকা কোনো কিছুতে দু:সাহস দেখায় না। বিশ্ব শুনতে পারে না অসহায় মানুষের আর্ত-চিত্কার। শুরু হয়ে যায় দুর্ভিক্ষ -- আর একই সাথে চাটাইয়ের দলের গোগ্রাস!

আট-ত্রিশ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। তাবেদার ও দানব শাসকের একমাত্র প্রতিবাদী কন্ঠ জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পায়তারা করছে। এক দীর্ঘ সময়ের অপ-প্রচারকে পুজি করে আত্মভোলা জাতিকে পুতুলে পরিনত করেছে সুচতুর দানব রাষ্ট্র। আর পুতুল নাচাইয়েরা বনে গেলেন ৪২ বছরের পরিচিত বঙ্গ-বন্ধুর চাটাইয়ের দল। ময়দানে অস্তিত্তহীন ও চাটুকার নায়কদের পরিচালিত প্রধান বিরোধী দল নিশ্চুপ, অপ্রতিবাদী। চোখের পলকে দু:সময়ে দল বদলে পারঙ্গম এর দলপতিরা দেশের অসহায় মানুষকে ভাবলেশহীন করে ফেলেছে।

আজ যারা আনন্দ করছ - এত কিছুতেও কিছু দেখছ না - কোনো মায়ের কান্না শুনছ না - কোনো সন্তানের শক্ত চোখ দেখছ না - আর কিছুদিন মাত্র আনন্দ করে নেও। এই দানবদের সাথে তোমাদের অতিশীঘ্রই দেখা হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে!

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File