৪২ বছরের অবহেলিতরা .. সামান্য চিন্তা করুন!
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৭:৫৯ সকাল
আশ্চর্য হই যখন ৪২ বছর ধরে অত্যাচারিত, বর্জিত, ধর্ষিত, আহত মানুষ সব ভুলে গিয়ে ' মিথ্যাবাদী পশুদের' পিছু নেয় - যখন সে নিজেই নিজের উপর অত্যাচারের স্বাক্ষী (কারো থেকে শুনে নয়)
অথচ ওই "সুপ্রমাণিত মিথ্যাবাদীদের" কথা বিশ্বাস করে প্রমান্ বিহীন কিছু ইসলামপন্থী মানুষের বিরুদ্ধে এরা উঠে পরে লাগে।
৪২ বছর ধরে আপনি দুই দলকেই দেখেছেন - শাসন ক্ষমতাতে 'চোর' হিসেবে কাদের পেয়েছেন? প্রতারক হিসেবে কাদের নিজের চোখে দেখেছেন? এদের কথা আপনি কিভাবে বিশ্বাস করেন? নিরপেক্ষ মনে চিন্তা করুন! কয়লা ধুলে কি ময়লা যায়?
৪২ বছর পরে অত্যাচারিত মানুষেরা এই সামান্য চিন্তা করে না কেন ?
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন