অমানবিক!
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২০ মে, ২০১৩, ০৭:৫৯:০৯ সন্ধ্যা
অমানবিক! -- ধিক চুপ থাকা মানুষেরা - ধন্য হও স্রষ্টার অভিশাপে!
>>> খবর:
বাংলাদেশের ইতিহাসে রেকর্ড একাধারে ৫২ দিনের রিমান্ডে নিয়ে শিবির সভাপতিকে যেভাবে অত্যাচার করা হয়েছে --
* তাঁর মুখে লাঠি ঢুকানো হয়েছে
* চোখে আঙ্গুল ঢুকানো হয়েছে
* বুকে বুট দিয়ে আঘাত করে দলিত করা হয়েছে
* হাঁটুতে লাঠি দিয়ে পিটানো হয়েছে
আজ তাঁকে কোলে করে আদালতে হাজির করা হয়েছে!
ভাইটি এখন একজন জীবন্ত শহীদ!!
ও আল্লাহ! আমরা বিশ্বাস করি তাঁকে অগ্নিপরীক্ষায় ফেলেছ । দয়া করে আর পরীক্ষা নিওনা । আর সহ্য হচ্ছেনা । মজলুমের জন্য কি তুমিই যথেষ্ট নও??
অবশ্যই! অবশ্যই!!
তুমি আমার প্রিয় ভাইকে হেফাজত কর । আমীন ।।
>>> সাধারণ প্রশ্ন:
যে এই অত্যাচারকে সমর্থন করেন -- কারণ বলবেন কি? আপনি কি শোনা কথার ভিত্তিতে তার বিরুদ্ধে খেপে গিয়েছেন?
একটি পশুকে ও কি এভাবে অত্যাচার আপনি সমর্থন করেন?
ধর্ম বাদ দিলেও নিজকে প্রশ্ন -করুন - আপনি কি মানুষ? নাকি পশু/মানুষের গর্ভে জন্ম নেয়া আপনি এক নিশ্চিত পশাধম?
মানবিকতা কাকে বলে?
কোন ধর্মাশ্রয়ী দল আপনাকে এমন অত্যাচার করলে কি তা ঠিক হবে? তা আপনার কেমন লাগবে?
>>> যারা বিন্দুমাত্র আল্লাহর শাস্তিকে ভয় করেন তাদের জন্য:
"আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবেঃ “সামান্য একটু পানি আমাদের উপর ঢেলে দাও না৷ অথবা আল্লাহ তোমাদের যে রিযিক দান করেছেন তা থেকেই কিছু ফেলে দাও না৷” তারা জবাবে বলবেঃ “আল্লাহ এ দুটি জিনিসই সত্য অস্বীকারকারীদের জন্য হারাম করেছেন। যারা নিজেদের দীনকে খেলা ও কৌতুকের ব্যাপারে বানিয়ে নিয়েছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিমজ্জিত করেছিল৷ ” আল্লাহ বলেন, “আজ আমিও তাদেরকে ঠিক তেমনিভাবে ভুলে যাবো যেভাবে তারা এ দিনটির মুখোমুখী হওয়ার কথা ভুলে গিয়েছিল এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল৷”
(আরাফ ৫০-৫১)
"যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে , তারপর তা থেকে তওবা করেনি , নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি৷" (সুরা বুরুজ: ১০)
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন