সময়কে যদি থামাতে পারতাম!
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৭ মে, ২০১৩, ০৬:৫১:৫০ সন্ধ্যা
তুরাগের পাশে বসে যতই জিকির করেন - কোন ইসলামদ্রোহী সরকার কিছু বলবে না বরং আপনাদের আপ্যায়ন করবে, আপনাদের সাথে মোনাজাতে শরিক হবে!
কিন্তু হাতে কালেমার পতাকা নিয়ে রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে হাতেগোনা কয়েকজন মিলেও লং মার্চ শুরু করলে -- শুধু গণভবন নয় - সম্রাজ্যবাদের মসনদেও ক্ষোভের কাপন শুরু হয়ে যাবে!
******
স্বপ্নের মত দৃষ্টিপট! দিগন্ত টিভিতে দেখছিলাম লাখ লাখ সুস্থির জনতা - সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত করছেন একজন! বৃষ্টিভেজা বাতাস বইছে - পতপত উড়ছে কালেমা খচিত পতাকা! প্রাণপ্রিয় রাসুলের অপমানের বিরুদ্ধে দুরদুরান্ত থেকে আসা অতি-সাধারণ যুগান্তরের অবহেলার মানুষের আবেগ আর কান্না! পার্থিব স্বার্থ বিহীন লাখো লাখো জনতার স্রষ্টার দরবারের অশ্রুসিক্ত মোনাজাত! আহ!
ঠিক তখনি ইতিহাসের চিরন্তন দৃষ্টিপট অভ্রান্ত হয়ে পুনরাবৃত্ত হল! সেই আবেগ ঘন সন্ধিক্ষণে বাংলা আর দিল্লির শাসক মিলে তৈরী করল ইতিহাসের জঘন্যতম গণহত্যার ব্লু-প্রিন্ট! নিয়ে আসা হল বাহিরের সেনাদল! তার সাথে তৈরী থাকল দেশীয় বন্য কুকুরের দল!
*******
আহারে! ঠিক সেসময়েই যদি অপার ক্ষমতাবলে আমি সময়কে থামিয়ে দিতে পারতাম!!
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন