মিথ্যাচার

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২৭ এপ্রিল, ২০১৩, ১২:২৭:০২ দুপুর

ডাইনি সবাইকে কথা বন্ধ করে সাভারে ঝাপিয়ে পড়তে বলেছে!

অথচ ডাইনি নিজে, জাতির নাতি, নাতনি, প্রেসিডেন্ট কেউ কিন্তু যায়নি - শুধুমাত্র ত্রান খাতে বরাদ্দ হাজার কোটি টাকা থেকে এক পয়সাও দেয়ার প্রয়োজনীয়তা মনে করে নাই অথবা সব চেটেপুটে হয়ত শেষ করেছে চাটাইয়ের দল!

উপরন্তু মিথ্যাচার করল বেহায়া চুন্নি নিহতদের দোষ দেয়ার মাধ্যমেই!

জানোয়ার সরকারকে এখনো কিছু জানোয়ার চেটে যাচ্ছে! যে সমাজে আলেমরা জেলবন্দী -- গ্রামগঞ্জে পুলিশ্ মানুষকে পাখির মতন শিকার করছে -- মিথ্যুক নিষ্ঠুর মানুষেরা নিজেদের নিয়েই ব্যস্ত - তাদের উপর মজলুমের অভিশাপ পরবে না তা কিভাবে এরা নিশ্চিত হলো?

'আইন্নেরা আমার হাত কাইটা আমারে বাইর করেন' -- আমার সেলাই আপুর এই কথায় জানোয়ারদের কোনো ভাবান্তর না হলেও -- ওই কান্নার অভিশাপে যে শিগ্রই এই জানোয়ারদের ভাগ্য পূরবে তা নিশ্চিত! খোদা তুমি জানোয়ারদের গুনে গুনে রেখো!

অবশ্য ইতিমধ্যে ডাইনির মসনদের পিলার ধরে নাড়াচাড়া শুরু করেছে এখন সাধারণ জনগণ । 'দড়ি ধরে মার টান, রাজা হবে খান খান'!

------

পরিসিস্ট:

মানুষের কান্নার কিছু ছবি: Click this link

বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File