নববর্ষ, আজব প্রাণী-মূর্তির আবির্ভাব আর ফলাফল
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৪ এপ্রিল, ২০১৩, ০৫:৫৩:৫৩ বিকাল
চারুকলার নাস্তিক জাতীয় আকাইম্মা গোত্রের দেশের অন্ন ধ্বংসকারী এবারের বাংলা নববর্ষে একটা 'আজব প্রাণী-মূর্তির' আবির্ভাব ঘটিয়েছে! মূর্তিটির গলায় 'চাদ-তারা' খচিত। এর মাধ্যমে যদি পাকিস্তানকে ইঙ্গিত থাকে - তবে বলব তাদের বাপধন মুজিব নিজেই যুদ্ধ পরবর্তী ১৯৫ জন হত্যাকারী পাকি-সেনাবাহিনীকে প্রনাম সহ বিদায়ে ৭১ এর শহীদ দের প্রতি যে চপেটাঘাত করেছিল তা খেয়াল করেনি -- আর হত্যাকারী ভুট্টোর সাথে স্বাধীনতা পরবর্তী জড়িয়ে ধরে চাকুম চাকুম আনন্দের হাস্যজ্জল 'কামেরা-বন্দী ছবি নিশ্চয়ই ভুলে গিয়েছে ! তবে কি এই আজব প্রাণী-মূর্তি নিয়ে ওই পাকিস্তানকে নিয়ে জাতির বাপের পূজারীদের আরেক নির্মম তোষামোদী?
কাউকে ঘৃনা করলে তাকে নিয়ে এক শুভ দিনে মিছিলে কি আনন্দ করবেন? 'শয়তানের মূর্তি নিয়ে কে আনন্দ-যাত্রা করে উজবুক ছাড়া?
তবে ওই মূর্তি দিয়ে যদি চারুকলার নাস্তিক জাতীয় আকাইম্মারা ইসলামকে বুঝায় তবে বলব - ৪২ বছর ধরে এক বাপের পূজা কইরা - দেশের আর নিজের বারোটা বাজাইয়া - অযোগ্য জাতিতে প্রতিষ্টিত হইয়া পৃথিবী-বাসীদের চোখেই মিথ্যাবাদী, বেকুব ঘৃন্য সাব্যস্ত হইল - আর অন্য জীবনের অনলে কাবাব হওয়া তো বাকিই রইল!
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন