বিরহ সাতকাহন ।
লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ০৪ জুলাই, ২০১৩, ১০:৫৭:১৬ রাত
বিরহ সাতকাহন ।
মহান আল্লাহ্র পবিত্র ঘর কাবা মক্কা নগরিতে।
প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসুল সঃ জন্ম নিয়েছেন মক্কা নগরিতে।
আখেরি নবী বিশ্ব নেতা মুহাম্মাদ সঃ এর রওজা মাদিনাতুল মুনাওয়ারায়।
অসংখ্য আসহাবে রাসুল সঃ ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকি সহ আরবের বিভিন্ন প্রন্তরে।
শুধু মাত্র এ জন্য,
হে অন্তর থেকে বলছি শুধু মাত্র এ জন্য,
আল্লাহ্র কসম, সুধুমাত্র এ জন্য এ পবিত্র ভুমিকে ভালবাসি।
অন্যথায় হে সৌদি শাসক বর্গ, তোমাদের ততটুকু ঘৃণা করি
যে পরিমাণ ঘৃণা করা যায় মানব মনের গভীর থেকে,
যে পরিমাণ বালু রাশি রয়েছে মরু বুকে।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন