সরকার চালায় সংসদ, সিটি মেয়ররা নয়।
লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ১৫ জুন, ২০১৩, ০৯:৩২:১১ রাত
সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণার পর একটা পোস্ট দিয়েছিলাম।
যার সারমর্ম হল ধুরন্দর আওয়ামী রা নিজেদের নিরপেক্ষ প্রমান করতে ৪ টা সিটির নির্বাচনের ফলাফল ১৮ দলের অনুকূলে ছেড়ে দিবে। এতে প্রমাণিত হবে তাদের অধিনেও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব, এ জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই।
আমি মনে করি আন্দোলন সংগ্রামের রাজ পথের সাথীরা আমার সাথে এক মত হবেন। কাজেই সাময়িক কোন বিজয় যেন আমাদের পুলকিত না করে। বরং চলমান তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্দোলনকে বেগবান করার জন্য অর্জিত বিজয় কে কাজে লাগাতে হবে।
সরকার চালায় সংসদ, সিটি মেয়ররা নয়।
বিষয়: বিবিধ
১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন