"সহজ কথা গ্রাম বাংলার কথা।"

লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ১২ মে, ২০১৩, ১২:৫০:৩২ রাত



আরে ব্যটা করিস আওয়ামীলীগ কর, করতে তো কেউ নিষেধ করতেছে না। তাই বলে কি নিজের বিবেক বালাই সব ধুয়ে মুছে সাফ করে দিবি। দলের কারনে তোর মুখদিয়ে অহর্নিশ মিথ্যা বের হবে? সাদা কে সাদা আর কালো কে কালা বলতে শুধু দলের কারনে তোর বিবেকের কাছে বার বার হেরে যাচ্ছিস।

১,দল মানতে গেলে যদি সত্য ছারতে হয়।

২,দল মানতে গেলে যদি বিবেক বেচতে হয়।

... ৩,দল মানতে গেলে যদি ইসলামকে বাদ দিতে হয়।

৪,দল মানতে গেলে যদি ধর্ষণের সেঞ্চুরিয়ান দের পক্ষ নিতে হয়।

... ৫,দল মানতে গেলে যদি গন হত্যর পক্ষে সাফাই গাইতে হয়।

৬,দল মানতে গেলে যদি লুট পাট কে চোখ বুজে সমর্থন করতে হয়।

৭,দল মানতে গেলে যদি বাপ দাদার বয়সি মুরব্বির দাড়ি ধরে অপমানকে চোখ বুজে মেনে

নিতে হয়।

৮,দল মানতে গেলে যদি চোখের সামনে অন্যায় অত্যাচার জুলুম দেখে ও না দেখের ভান

করতে হয়।

৯,দল মানতে গেলে যদি মানুষ হত্যা কে তোর অধিকার মনে হয়।

১০,দল মানতে গেলে যদি যদি বিরোধী দল বা দল বিরোধী কথা সুনলে তোর চুলকানি শুরু হয়।

১১,দল মানতে গেলে যদি fecebook , blog মিথ্যার পক্ষে কলম ধরতে হয়।

তাহলে তুই ভাব দল করতে যেয়ে তুই কি অ-মানুষ জানোয়ার হবি। না অন্য কিছু করবি।

সে ভার তোর বিবেকের কাছে ছেড়ে দিলাম।

বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File