সরল কথা সরল হিসেব

লিখেছেন লিখেছেন ডিজিটাল চোখ ০৭ এপ্রিল, ২০১৩, ০৮:২৮:৩০ রাত

ইসলামই একমাত্র জীবন বিধান, যা মানব জাতিকে পরিসুদ্ধ রাজনীতি চর্চার মাধ্যমে কি ভাবে সমাজ ও রাষ্ট্র চালাতে হয় তা দেখিয়ে দিয়েছে। আর সমাজের নষ্ট ও পতিত শক্তি ই একমাত্র ইসলামী রাজনীতির বিরোধিতা করে। ওরা জানে ইসলামী সরকার হলে ওদের নষ্টামি চুরি বাটপারি চির দিনের জন্য বন্ধ হয়ে যাবে।

ইসলামে চোরের শাস্তি হাত কাটা,

তবে সে চোর কা...রা ???

১, সে চোর কি দেশের ঐ সকল মানুষ গুলো যারা অভুক্ত থেকে রাতে নিদ্রা যায় ???

২, যারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে ???

৩, যারা খুদার তাড়নায় খাবার চুরি করে ???

উত্তর হচ্ছে - ইসলামী সরকারের কোন অধিকার নাই এ ধরনের লোকের প্রতি চুরির সাস্তি প্রয়োগ করা। যতক্ষণ না তাদের মৌলিক অভাব পুরন না করা হয়।

বরং হাত কাটা হবে তো এই শ্রেণীর মানুষদের যারা

১, পদ্মা সেতুর মতো অর্থ কেলেঙ্কারি করে।

২, যারা হলমার্ক কেলেঙ্কারি করে।

৩, যারা পুজি বাজার ধ্বংস করে।

৪,যারা জনগণের অর্থ লুটপাট করে।

৫, যারা রাষ্ট্রীয় কোষাগার কে চুরি করে শূন্য করে।

সুতারং তারা তো ইসলামী রাজনীতি বন্ধের দাবি করবেই।

বিষয়: রাজনীতি

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File