তুই সুখী হ এর বেশী আর কিছু প্রত্যাশা নেই
লিখেছেন লিখেছেন ফকির মজুমদার ০৮ জানুয়ারি, ২০১৩, ০৭:১৯:৪১ সন্ধ্যা
কামরুন্নাহার ফাতিমা। আমার একমাত্র ছোটবোন। পরিবারের সবার আদুরে। বিশেষ করে আমার বাবার। ভাই বোনের মাঝে আমার আদরও সবচেয়ে বেশী একমাত্র বোনের জন্য। কিন্তু আমি কখনো সেভাবে প্রকাশ করি না। গত বছর ইন্টারমেডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হল। আম্মু বলল ওরতো বিয়ের বয়স হয়েছে। ভাল সম্বন্ধ আসলে দেরী করা ঠিক হবে না। আমি বলতাম, না ওতো এখনো ছোট এখন কোন বিয়ে শাদী নয়। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। এর মধ্যে বেশ কয়েকটি প্র্রস্তাব আসে। সবশেষে একটি প্রস্তাব আসে যা আমাদের সবারই পছন্দ হয়। জানুয়ারী ২, ২০১৩ বুধবার। অনেকটা ঘরোয়া পরিবেশে ছোটবোনটার বিয়ে হয়ে যায়। বড়ভাই হিসেবে আমার দায়িত্বটা ছিল অন্য সবার চেয়ে বেশী। সবকিছু সুন্দরভাবে সম্পাদনের জন্য সারাদিনই খুব ব্যস্ত থাকতে হয়েছিল। তবে সব ব্যস্ততা শেষে যখন ও আমার কাঁধে মাথা রেখে কাঁদলো আমি কেমন যেন নির্বাক হয়ে থাকলাম। ভেবেছিলাম কাঁদবো না। কিন্তু না কান্না ধরে রাখতে পারিনি। পৃথিবীর অন্য সব ভাইয়ের মত আমিও হার মানলাম। নীরবে চোখের পানি গড়িয়ে পড়ল। এতদিন একই ঘরে বেড়ে উঠা তুই এখন বসবাস করবি এক নতুন পরিবেসে। সবার সাথে ভাল ব্যবহার বজায় রেখে তুই ভাল থাকিস বোন। ভাল থাক, সুখে থাক এর বেশি আর কোন ছাওয়া নেই।।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন