অনিশ্চিত গন্তব্যে প্রিয় স্বদেশ, সর্বত্রই উদ্বেগ আর উতকন্ঠা, এ খেলার শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন ফকির মজুমদার ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৮:২৬ সকাল

দেশের সার্বিক পরিস্থিতিতে আজ আমি বড়ই হতাশ। আমার মত দেশপ্রেমি কোটি জনতাও নিশ্চয়ই হতাশার সাগরে ডুবে আছেন। কেউ জানেনা এ জগন্য খেলার শেষ কোথায়? সর্বত্রই উদ্বেগ আর উতকন্ঠা, হতাশা, উন্মাদনা আর অহিংসার দাবানল। অন্যদিকে মোমবাতিমার্কা হুজুগে দেশপ্রেমীদের শুন্য আস্ফালন! অবারিত অন্যায়ের ঘংঘটা। এ দূর্যোগের শেষ কোথায়???

বিষয়: রাজনীতি

১৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File