বিচারের নামে অবিচার ; খায়েশের রায়

লিখেছেন লিখেছেন ফকির মজুমদার ২১ জানুয়ারি, ২০১৩, ০৯:২১:২২ রাত

উচ্ছসিত হওয়ার মত কোন রায় আদালত দিতে পারে নি । তারা শুধু তাদের খায়েশের জানান দিয়েছে । ২৪/২৫ বছর বয়সের এক যুবক মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী সকল অপরাধের নেতৃত্ব দিয়েছে ।

৪০/৫০ জনের বাহিনী নিয়ে সব অপকর্ম করেছে কিন্তু প্রসিকিউশন তার একজন সহযোগীকে সাক্ষী হিসেবে হাজির করতে পারে নি ! বড়ই অদ্ভুত । ফাঁকা মাঠে ৮ অভিযোগের ১টি প্রমান করতে পারে নি । আমার তো মনে হয় রাষ্ট্র পক্ষই আপিল করবে ।

আমি আবারও বলছি আমি বিশ্বাসীদের বিশ্বাস করি । আল্লাহ্‌ সকলের সহায় হউন । আমীন । যে আবুল কালাম আজাদকে আমি চিনি । তাকে আমি ভালবাসি । আমি মাওলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধা করি ভালবাসি ।।

বিষয়: রাজনীতি

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File