গ্রেফতার মাহমুদুর রহমান, অবরুদ্ধ গনতন্ত্রকামী ও তৌহিদী জনতার কন্ঠস্বর!

লিখেছেন লিখেছেন ফকির মজুমদার ১১ এপ্রিল, ২০১৩, ০২:০৭:০১ দুপুর

আমি মোটেও বিচলিত নই, আতংকিতও নই! ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ নামক জালিমের এই কারাগারে আজ কেউই নিরাপদ নয়। মানবতা বলতে কিছু নেই। এদেশে এখন এমনটাই হবে, এটাই স্বাভাবিক!

চোরে চুরি করেছে তো কী হয়েছে? তুই বেটা দেখাইয়া দিবি ক্যান? এটাই তোর অন্যায়!

ন্যায় অন্যায় এর সংঙ্গা আজ বদলে গেছে, বদলে গেছে গনতন্ত্র আর মানবতার সংঙ্গাও। সময়ের সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেফতার করা হল। আমি মোটেও অবাক হইনি। অবাক হওয়ার কী আছে? এমনটাইতো হচ্ছে, এমনটাই হবে পতনের পূর্ব মূহুর্ত পর্যন্ত!

দূ'দিন পর হয়তো খালেদাকেও ধরবে। আর আমরা যারা ব্লগে, ফেইসবুকে দূ/চার লাইন লিখি, লাইক/কমেন্ট দেই তিনদিন পর আমাদেরও নিস্তার হবে না। আমরাও নিক্ষিপ্ত হব জালিমের অন্ধকার প্রকোষ্ঠে।

তবে বিশ্বাসীদেরকে একটা বিষয় মনে রাখার জন্য অনুরোধ করবো। অতীতে বহু জাতিকে মহান আল্লাহ সুবহানাহু তা'আলা ধ্বংশ করেছেন লা'নত দিয়ে আবার বহু জাতিকে রক্ষা করেছেন রহমত দিয়ে। এই লা'নত আর রহমত কখন কিভাবে আসবে তা একমাত্র আল্লাহই ভাল জানেন। সুতরাং মূ'মিনের উচিত একমাত্র আল্লাহর উপরই ভরশা করা ও খলিফা হিসেবে আদিষ্ট দায়িত্ব সুচারুরূপে পালনের চেষ্টা করা।

জালিমের পতন অনিবার্য। আল্লাহু আকবার।।

(ফকির মজুমদার শাহ)

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File