চ্যানেল আইয়ে অধ্যাপক শাহাদুজ্জামানেরএই কথাটা খুবই ভাল লাগলো।
লিখেছেন লিখেছেন ঝাউবাগান ৩০ জুন, ২০১৩, ১০:৪৯:৫১ রাত
ইসরাইল দেশটার চারপাশে সব গুলো দেশ হচ্ছে আরব মুসলিম দেশ।সেজন্যইসরাইল নিজেদের অস্ত্বিত্ব রক্ষার্থে দেশ চালাচ্ছে ইহুদী রাষ্ট্র হিসেবে, ধর্মকে প্রাধান্য দিয়ে। সেকুলারিজমকে সেখানে থাপড়িয়ে বের করে দেয়া হয়েছে।
বাংলাদেশের চারপাশে ভারত,একদিকেমায়ানমার। আমরা এসব দেশের মাঝে বন্দী ছোট একটি মুসলিম রাষ্ট্র। আমাদের উচিত ছিল ৯৫% মুসলিম এক হয়ে মুসলিম রাষ্ট্র গঠন করা। আমাদের অস্তিত্বের জন্যই এটার দরকার ছিল। কিন্তু আওয়ামী লীগ মুসলিমদের বিভক্ত করতে নিয়ে আসলো সেকুলারিজম। বামদের চক্রান্তে তা রূপ নিল উগ্র সেকুলারিজমে। দেশের মুসলিমরা এর পক্ষে বিপক্ষে দু'ভাগে ভিক্ত হয়ে গেল, মুসলিমরা এখন নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করে।
অথচ আমরা ধর্মের ভিত্তিতেকত শক্তভাবে ঐক্যবদ্ধ থাকতে পারতাম।
মুসলিম রাষ্ট্রে আমরা সবাই এক থাকলে ভারত আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না।"
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন