কে হবেন রাষ্ট্রপতি!

লিখেছেন লিখেছেন শাজিদ ২১ মার্চ, ২০১৩, ০৩:৪৮:৩৭ দুপুর

প্রসংগ নতুন নির্বাচিত মাহামান্য রাষ্ট্রপতি:-

সমস্যা তো সমস্যাই। নতুন রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হবেন ততদিন পর্যন্ত স্পীকার অস্থায়ী ভাবে রাষ্ট্রপতির দায়ীত্ব পলন করিবেন। সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন তিনি অবশ্যই জনপ্রতিনিধি হইতে হইবে অর্থাত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তেমন ব্যক্তি হইতে হইবে। সরকারী দলে রাষ্ট্রপতির দায়ীত্ব পালন করতে পারেন এমন নেতার অভাব নাই তবে সমস্যা এখনে নয়। সমস্যা হচ্ছে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন তিনি আগামী পাঁচ বছরের জন্যই নির্বাচিত হইবেন।

যথা সময়ে নির্বাচন হইলে বর্তমান সরকারের হাতে ক্ষমতার মেয়াদ আছে মাত্র ৮/৯ মাস। আর এই সময়ের মধ্যে যিনি রাষ্ট্রপতি হইবেন তিনি দায়ীত্বভার গ্রহনের পর থেকে পরবর্তী ৫ বছরের জন্যই রাষ্ট্রপতি হইবেন। ভাগ্যক্রমে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে তো সোনায় শোহাগা, যদি ক্ষমতা হাত ছাড়া হয়ে যায় তখন? রাষ্ট্রপতি থাকিবেন বিরোধী দলীয় আর সরকারে খাকিবে অন্য কেউ।

সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, বলতে গেলে নির্বাচিত সরকারের খেলনার পুতুল হচ্ছেন রাষ্ট্রপতি। এখন সরকার দলীয় রাষ্ট্রপতির স্থলে বিরোধী দলীয় রাষ্ট্রপতি থাকিলে অবস্থা কি দাঁড়াইবে? বিরোধী দলীয় রাষ্ট্রপতি কি নিজের মত করে কিছু করতে পারবেন? বা আদৌ সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে কি? তাহাছাড়া স্বীয় দলের ইচ্ছার বাহিরে রাষ্ট্রপতি আদৌ কিছু করবেন কি?

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কোনো প্রকার দ্বন্দ সৃষ্টি হইলে তাহা নিরসনের পথ খোলা আছে অর্থাত রাষ্ট্রপতি কোনো বিষয়ে অনুমোদন না দিলে তাহা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হইবে। তাতে বুঝা যায় মাহামন্য রাষ্ট্রপতি অনুমোদন দেয়াটা চমতকার ফ্যাশন আর অনুমোদন না দিলেও কিছু যায় আসেনা। আর যেগেতু সংখ্যাগরিষ্ট আসন নিয়ে যেই কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসে সেহেতু মহামান্য রাষ্ট্রপতির দলের বাহিরের ক্ষমতাশীন সরকার মহামান্য রাষ্ট্রপতির সাথে কি আচরন করিবেন? ভয় হচ্ছে মাহামান্য সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীরর ভাগ্য বরন করতে হয় কিনা। সূতরাং শুধু রাষ্ট্রপতি পদের স্বপ্ন দেখিলেই হইবেনা একই সাথে পরবর্তী ৫ বছরের ভাগ্য নিয়েও ভাবতে হবে।

বিষয়: রাজনীতি

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File