"অপরাধ চিত্র বাংলাদেশ" --- ২০০৯ থেকে ৩০শে এপ্রিল ২০১৪
লিখেছেন লিখেছেন শাজিদ ০৭ মে, ২০১৪, ০৪:০০:১৯ বিকাল
জানুয়ারী ২০০৯ থেকে ৩০শে এপ্রিল ২০১৪ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বচিত্র সংবাদ এবং চিত্র বিহীন সংবাদের আলোকে সংগৃহিত তথ্য ভান্ডার এবং সংবাদপত্রে আসে নাই অথচ স্বচিত্র প্রমান ও স্বাক্ষাতকার-স্বাক্ষী রয়েছে (রেকর্ডেড) তথ্য ভান্ডার থেকে বিশেষ কয়েকটি অপরাধ যেমন: ১. অপহরন। ২. গুম। ৩. হত্যা। ৪. ধ্বর্ষণ। ৫. জবর দখল। মোট এই পাঁচটি অপরাধ চিত্র নিয়ে অপরাধকারীর বিস্তারিত পরিচয় এবং তার গডফাদারের পরিচয় সহ (ছবিও যুক্ত হচ্ছে) একটি বই বাহির করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বইটি উপজেলা, জেলা এবং অপরাধ ভিত্তিক সাঁজানো হচ্ছে।
অপরাধ সংঘটিত হাওয়ার পর সরকারের ও সরকারী দলের নেতা মন্ত্রী, গনমাধ্যমে ভষ্যকারের আগের পরের বক্তব্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্যাদিও এই বইতে সূত্র সহকারে তোলে ধরা হচ্ছে। অত্যান্ত ব্যায় বহুল এই প্রোজেক্টে সারাদেশ থেকে যুবক/যুবতী ভাইবোনেরা এগিয়ে আসলে খুবই সহজ মূল্যে দেশের ১৬ কোটি মানুষের কাছে সারাদেশে ঘটে যাওয়া আসল অপরাধ চিত্র পৌঁছে যাবে আশা করছি।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন