হে পদ্মা,
লিখেছেন লিখেছেন নিলা পাথর ০৯ জানুয়ারি, ২০১৩, ০৪:৩৫:৫২ বিকাল
হে পদ্মা,তুমি ক্ষীপ্ত তরঙ্গ,
যেন কুমারীর নৃ্ত্য বাঁকা অঙ্গ।
খেল তুমি ভাঙ্গা গড়ার কত খেলা,
সুখ তোমার কাছে দারুণ অবহেলার।
কাউকে তুমি গড়ে দাও সুখের নীড়,
কাউকে আবার কর তুমি পথের ফকির।
এমনি কত বৈচিএ্যরূপ তোমার মাঝে,
সকাল, দুপুর সাঁঝে।
শীতের পরশে তুমি হও শান্ত,
তৃপ্ত তোমার আত্না যেন চির ঘুমন্ত।
বিষয়: সাহিত্য
১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন